#শাখা নদীর কষ্ট কাহন”
সূর্যোদয় হতে সূর্যাস্তের দূরত্ব ছুঁয়ে দিনের সমস্ত কর্ম আয়োজন শেষ হয়ে যায়
সময় স্রোতে ঘন হয় রাত্রিযোগ
কেউ কেউ ঘুম খেয়ে নিমগ্ন হয় রাত্রি
প্রয়াসে
তারা সূর্যাস্তকে অতিক্রম করছে প্রতিবেলা
পরিসর নদীর পটভূমে তিনটি শাখা নদী দৃশ্যমান হলো
প্রথম শাখাটি জলে টৈটম্বুর_যে জলে অন্যদ্বয়ের আফসোস ভেসে বেড়াচ্ছে
বুনো হাস হয়ে প্যাঁক প্যাঁক ডাকছে
অথৈ অতলে সারাক্ষণ জেগে জেগে ক্ষয়ের নামতা গুনেছে
নিঝুম নৈশব্দ্যে বিচ্ছিন্ন অভিলাষ অভিযোগ
নিরর্থক ঢেউয়ের আবাহনে মৃত লাশের কন্ঠস্বর শুনতে পাই
যারা কিনা মৃত্যুর আগেই মৃত্যুকে বুঝেছিলো
এমন পাঠ্যজন্ম ইতিহাসে ঠাই পায়না কেনো!
দ্বিতীয় শাখায় স্বয়ং আমির বিচরন
অথচ শাখাহীন হয়ে ঘুরছি ফিরছি বহুদিন ধরে
কোনো উদ্দেশ্য নেই পিছুটান নেই
চিরকাল দ্বিপাক্ষিক চাপ হতে পালিয়ে বেড়াচ্ছি
তৃতীয় শাখার গল্প এই কবিতায় খুঁজে পাবে
অবশ্য এমন গল্প না শুনলেই বেশ হতো–
তোমার মতন একটি দেহ মরিবার কালে জল পেলোনা-তুমি জেনেও জানলেনা
ভরা যৌবনে প্রেয়সীর সান্নিধ্যে নিমগ্ন হতে পারলোনা-তুমি অগোচরের অধিকার
আধো ঘুমো দেহটি বয়ে নিয়ে চলে এপারে ওপারে-তুমি থাকো কোন পাড়ে!
নুন লংকার মেরিনেট জন্ম বুঝলে
সময়ের জঠরে বড় বেশি উপেক্ষিত অবাঞ্চিত
হে নদী জল,চির মুক্ত বিচরিত কল্লোল
কোন মোহনায় খুঁজে পাবো তোমারে
বৈষম্যমুক্ত নিবাস কি হবে!
কেউ একটা শাখাবিহীন নদীর সন্ধান দিতে পারো_
নির্জনে বেঁচে থাকতে চাই-
কতো দূরে রয়েছো মহাকাল–বিচ্ছেদ নদীপট আরাধ্য না হউক আর/
(মাসুদ চয়ন)
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে। অবশ্য বেশ কয়েকদিন আগেই আপনি এসেছেন এখানে পাঠক হয়ে, অন্য লেখকদের উৎসাহ দিতে। আপনার মত প্রথমে মন্তব্যদাতা হিসেবে খুব কম জনই এসেছেন সোনেলায়। একজন লেখক+ পাঠকই হচ্ছেন আসল ব্লগার, যা আপনি ইতমধ্যে প্রমান করেছেন। এজন্য ধন্যবাদ আপনাকে।
নিজে লেখুন আর অন্যদের উৎসাহিত করুন।
প্রথম কবিতা দিয়েই বুঝিয়ে দিয়েছেন আপনার সক্ষমতা।
শুভ কামনা।
মাসুদ চয়ন
অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা আপনার জন্য’
মনির হোসেন মমি
সেনেলায় অভিনন্দন আপনাকে🌷সম্ভবত আপনিই প্রথম যিনি আইডি খোলার পর ব্লগারদের বিভিন্ন পোষ্ট পড়ে মন্তব্য দিয়েছেন আর এটাই হল একজন সফল লেখক ব্লগারদের গুরুত্বপূর্ণ্য বৈশিষ্ট সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।সত্য হল এই যে লেখক না হয়ে পাঠক হলে অনেক কিছুই জানা যায় নিজের লেখার মান উন্নত করতে সহায়ক হয়।
🌹🌹
কেউ একটা শাখাবিহীন নদীর সন্ধান দিতে পারো,,,
চমৎকার বাক্য।
মাসুদ চয়ন
পাঠক সংকট।তবুও এগিয়ে যেতে হবে।একদিন উত্তরণ হবেই।
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম চয়ন। প্রথম লেখাতেই নিজের দক্ষতার পরিচয় দিলেন। শাখাবিহীন নদী আসলেই নেই যেমন সম্পর্ক বিহীন মানুষ হয়না !
নিয়মিত লিখুন। মিশে যান আমাদের সোনালী উঠোনে সবার মাঝে। শুভ কামনা অবিরত 🌹🌹
মাসুদ চয়ন
অনেক ধন্যবাদ
তৌহিদ
সোনেলায় স্বাগতম চয়ন, আপনার লেখাগুলি দিয়ে ভরে উঠুক সোনেলার উঠোন। আপনাকে সোনেলায় নিয়ে এসে ভুল করিনি এটা প্রথম লেখাতেই প্রমান করে দিলেন।
শুভকামনা রইলো।
মাসুদ চয়ন
অসংখ্য ধন্যবাদ ভাই
সঞ্জয় মালাকার
স্বাগত দাদা ,
দারুণ রচনাশৈলী কবিতা , আমি আপনার কবিতার ভক্ত হয়ে রইলাম।
শুভ কামনা দাদা 🌹🌹
মাসুদ চয়ন
ভালোবাসা দাদা
সঞ্জয় মালাকার
ভালোবাসা অবিরাম,
নিতাই বাবু
শাখা বিহীন নদীর সন্ধান আরও মেলেনি। কেউ কখনো দেখেওনি! প্রশাখা থাকুক-বা-না-থাকুক, নদী শাখী আছে। চমৎকার লিখেছেন! কবিতা পড়ে আমাদের শীতলক্ষ্যা নদীর কথা মনে পড়ে গেল।
লেখককে ধন্যবাদ।
মাসুদ চয়ন
ভালোবাসা প্রিয়
আরজু মুক্তা
স্বাগতম।। চমৎকার রচনাশৈলী নিয়ে আসলেন।।শাখা বিহীন নদী নাই।।
মাসুদ চয়ন
ধন্যবাদ আপু
প্রদীপ চক্রবর্তী
স্বাগতম দাদা।
.
অনবদ্য লেখনী
মাসুদ চয়ন
ধন্যবাদ
রেহানা বীথি
চমৎকার লেখা
মাসুদ চয়ন
ধন্যবাদ
সিকদার সাদ রহমান
মাসুদ ভাই, খুব ভালো লিখেছেন। অভিভূত হলাম!
মাসুদ চয়ন
ধন্যবাদ ভাই
শাহরিন
স্বাগতম সোনেলায়, কবিতা ভাল বুঝি না তাই লেখার ব্যাপারে মন্তব্য করা থেকে আপাতত বিরত থাকলাম।
মাসুদ চয়ন
ধন্যবাদ