আমি একবার এক সুবিশাল শাঁখচুন্নি ভুতের প্রেমে পড়েছিলাম । সে যদিও কুটি কুটি বছর আগের কথা ।
হতে পারে প্রেমে সে-ই পড়েছিল , কে যে কার উপর কখন কোথায় কীভাবে পড়েছিল সেটি গবেষণার বিষয় হলেও পড়া-পড়ি একটুখানি হয়েছি তা কিন্তু নির্ঘাত সত্য ।
আমায় বলেছিল ………
তেপান্তরের মাঠ পেরিয়ে গহীন বনের কুহক এড়িয়ে ডুব সাতার দিয়ে লাল শাপলা তুলে দেবে ।
আমাকে নিজ হাতে বানিয়ে তাল পিঠে খেতে দেবে ।
হাওড় পাড়ে শাহ আবদুল করিমের বাড়ী দেখতে নিয়ে যাবে ।
নিয়ে যাবে নড়াইলে এস এম সুলতানের কাছে ।
উঁচু গাছে চড়ে বাবুইয়ের বাসা বানানো দেখাবে ।
একবার কাঁধে তুলে হিমালয় দেখতেও নিয়ে গিয়েছিল । এভারেস্টের চূড়োয় দাঁড়িয়ে নীল আকাশ ছুঁয়ে নীচে সবুজের প্রান্তর দেখিয়েছিল ।
আরশোলার ডানায় চেপে উড়ে বেড়িয়েছি তাজমহলের চারিধার ঘেঁষে ।
শাঁকচুন্নিটিকে বড় তাল গাছের ক্র্যাচে ভর দিয়ে হাটতে দেখছি , পায়ে ব্যাথা পেয়েছে বলে ।
বলেছিল , হুতোম প্যাঁচার জ্বল জ্বলে চোখ তুলে মালা গেঁথে দেবে ।
এক চৈত্র সংক্রান্তিতে আমায় মেলায় নিয়ে ময়রার দোকানে মুখে মিষ্টি পুরে দিয়ে বলেছিল “একটু বস সোনা , আসছি এখনই ”
শাঁখচুন্নি তুমি সত্যিই পেত্নী ।
খোলা চোখে শুধুই ঘুম ।
১৮টি মন্তব্য
"বাইরনিক শুভ্র"
পড়লাম ভালোও লাগল । কি বলব বুঝতে পারছি না ।
আদিব আদ্নান
ভালো লেগেছে তাই ই যথেষ্ট ।
জিসান শা ইকরাম
শাঁকচুন্নির প্রেম ভালো না
এসব মায়া
এরা মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ।
পেত্নী থেকে দূরে থাকুন 🙂
আদিব আদ্নান
আপনাকে বেশ বিশেষজ্ঞ মনে হচ্ছে ।
পেত্নী ই আমাকে ছেড়ে দূরে চলে গেছে ।
মিসু
অসাধারন লিখেছেন ভাইয়া . এদেরকে ভয় পাই ।
আদিব আদ্নান
অবশ্যই ভয় পাওয়া উচিৎ কিন্তু কখন কে কোথায় কী ভাবে ধরা পড়ে যায়
জানতেও পারে না ।
সাবধানে সাবধান থাকার চেষ্টা নেয়ে উচিৎ ।
ব্লগার সজীব
লেখা ভালো হয়েছে । পেত্নীটা পচা ।
আদিব আদ্নান
এখন তো তাই ই মনে হচ্ছে ।
অদ্ভুত শূন্যতা
‘ঈশ্বরে যার বিশ্বাস নেই, কে লেখে তার পাপ পুন্নি
আমার সাথে রাত্রি কাটায় ভুতের মেয়ে শাকচুন্নি…’
-{@ আপনার লেখা পড়ে আমার প্রিয় কবি আবুল হাসান শাহরিয়ারের কবিতার লাইনগুলো মনে পড়লো। যাই হোক, চমৎকার লেখা, দারুন আবেগের আবাহন। -{@
আদিব আদ্নান
আবু হাসান শাহরিয়ার এর লেখাটি আমি পড়িনি ,
তবে আমার এ লেখাটিতে ঈশ্বর , বিশ্বাস বা পাপ পূন্য নিয়ে আলোচনা করিনি ।
এখানে আশা আকাঙ্খা পাওয়া না পাওয়া প্রেম ভালোবাসা ও জেন্ডার এর সাথে সময়ের পরিভ্রমণ নিয়ে
বলার চেষ্টা করেছি ।
আপনি চাইলে আরও একবার পড়ে দেখতে পারেন ।
অদ্ভুত শূন্যতা
**আবু হাসান শাহরিয়ার
আদিব আদ্নান
বুঝতে পেরেছি । ।
শিশির কনা
পেত্নীর প্রেম দরকার নাই ।
আদিব আদ্নান
প্রেম পেত্নী মানে না ।
আফ্রি আয়েশা
সুন্দর লেখা 🙂
আদিব আদ্নান
সত্যি নাকি ?
লীলাবতী
লেখা কমিয়ে দিলেন কেন আদনান ভাই ?
আদিব আদ্নান
না না কমিয়ে দিচ্ছি না , আমার নেট জনিত সমস্যা নিয়ে হাবুডুবু খাচ্ছি ।