শহরটার মন ভালো নেই!

সুপর্ণা ফাল্গুনী ২০ এপ্রিল ২০২০, সোমবার, ১২:০৪:৩২পূর্বাহ্ন কবিতা ৩১ মন্তব্য

আজ শহরটার মন ভালো নেই,
মন ভালো নেই শহরের বাসিন্দাদের।
কেউ কারো পায় নাকো দর্শন,
পায় নাকো খুঁজে স্পর্শের বীজমন্ত্র।
নিশুতি আঁধারে দাঁড়কাকটির আত্নচিৎকারে-
নিদ্রালু চোখে শুধুই আতংক বিলাস।
অন্তঃকরণের অন্তরালে বেজে ওঠা ডামাডোলে অন্তরাত্মা কেঁপে উঠলো;
আনাচে-কানাচে ঘটে চলেছে অশনি সংকেতের গোপন অভিসার।

অদৃশ্য অরিরা হেম-পেয়ালা হাতে অপেক্ষমাণ সম্মুখ দ্বারে;
অশরীরী-আত্নারা ভোজ-উৎসবের বৈতানিক অরীয় চক্রে নৃত্যরত।
আজ শহরটা ভালো নেই;
চারদিকে বিস্তীর্ণ-ধূসরতায় শবের দীর্ঘ-মিছিল;
দূর থেকে প্রিয়জনের ভয়ার্ত দৃষ্টিতে উধাও লোনাজল ।
অহঃ আগমে নেই ছোটাছুটি, দৌড়ঝাঁপ;
নিস্তব্ধতার বলয় চাদরে ঢাকা উলঙ্গিনী শহর।

চৈত্রের খরতাপে পুড়ে কয়লা হয় নাকো সোনার অঙ্গ খানি;
বন্দী কাটরায় প্রহেলিকায় জড়িয়ে ছটফট করে পরান-পাখি।
আজ শহরটার মন ভালো নেই;
মন ভালো নেই বয়োঃসন্ধিতে আগত কিশোর-কিশোরীর;
মনের অব্যক্ত কথা গুলো বদ্ধ দেয়ালের ইট-সুড়কিতেই গেঁথে রয়।
ক্ষুধার্ত নেড়ি কুকুরটা গলির মুখে তন্দ্রাচ্ছন্ন;
নেই কোনো হাঁকডাক, নেই কোনো জলাতঙ্ক।
আলস্য-নিমগ্নতায় ডুবে আছে- উচ্ছল, প্রগলভতা শহরটা।

৯৭৯জন ৭৭৯জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ