আজ শহরটার মন ভালো নেই,
মন ভালো নেই শহরের বাসিন্দাদের।
কেউ কারো পায় নাকো দর্শন,
পায় নাকো খুঁজে স্পর্শের বীজমন্ত্র।
নিশুতি আঁধারে দাঁড়কাকটির আত্নচিৎকারে-
নিদ্রালু চোখে শুধুই আতংক বিলাস।
অন্তঃকরণের অন্তরালে বেজে ওঠা ডামাডোলে অন্তরাত্মা কেঁপে উঠলো;
আনাচে-কানাচে ঘটে চলেছে অশনি সংকেতের গোপন অভিসার।
অদৃশ্য অরিরা হেম-পেয়ালা হাতে অপেক্ষমাণ সম্মুখ দ্বারে;
অশরীরী-আত্নারা ভোজ-উৎসবের বৈতানিক অরীয় চক্রে নৃত্যরত।
আজ শহরটা ভালো নেই;
চারদিকে বিস্তীর্ণ-ধূসরতায় শবের দীর্ঘ-মিছিল;
দূর থেকে প্রিয়জনের ভয়ার্ত দৃষ্টিতে উধাও লোনাজল ।
অহঃ আগমে নেই ছোটাছুটি, দৌড়ঝাঁপ;
নিস্তব্ধতার বলয় চাদরে ঢাকা উলঙ্গিনী শহর।
চৈত্রের খরতাপে পুড়ে কয়লা হয় নাকো সোনার অঙ্গ খানি;
বন্দী কাটরায় প্রহেলিকায় জড়িয়ে ছটফট করে পরান-পাখি।
আজ শহরটার মন ভালো নেই;
মন ভালো নেই বয়োঃসন্ধিতে আগত কিশোর-কিশোরীর;
মনের অব্যক্ত কথা গুলো বদ্ধ দেয়ালের ইট-সুড়কিতেই গেঁথে রয়।
ক্ষুধার্ত নেড়ি কুকুরটা গলির মুখে তন্দ্রাচ্ছন্ন;
নেই কোনো হাঁকডাক, নেই কোনো জলাতঙ্ক।
আলস্য-নিমগ্নতায় ডুবে আছে- উচ্ছল, প্রগলভতা শহরটা।
৩১টি মন্তব্য
জাকিয়া জেসমিন যূথী
ঠিকই বলেছো, বান্ধবী, আজ শহরটার মন ভালো নেই।
আলস্য-নিমগ্নতায় ডুবে আছে- উচ্ছল, প্রগলভতা শহরটা।
চলো কাল থেকে শহরটার মানুষগুলোর মন ভালো করে দেই। আগে নিজেকে হাসাই, তারপরে সেই হাসি ছড়িয়ে দেই সবখানে। তারপরে একদিন সবার হাসিতে শহরটা হেসে উঠবে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ তোমাকে প্রথম মন্তব্য করেছো। খুব সুন্দর বলেছো নিজেকে হাসাই তারপর সেই হাসি ছড়িয়ে দেই। ভালো লাগলো। ভালো থেকো সবসময় শুভ কামনা রইলো
জাকিয়া জেসমিন যূথী
আমিও তো সেই চেষ্টাই করে যাচ্ছি রে।
তুমিও ভালো থেকো। যার হাসি সুন্দর, তাকে বাঁচতে হবে। সে হাসির কথা না বললেও তার মুখের স্নিগ্ধ হাসিতে হাসবে চারপাশ।
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂🙂 ধন্যবাদ তোমাকে।
ফয়জুল মহী
পাঞ্জল শব্দের গাঁথুনি। পড়ে মোহিত হলাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
শহর আজ নির্বাক!
পৃথিবী তার সগর্ভে হাসিমুখে ফিরে আসুক।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
নিতাই বাবু
বর্তমানে মনে এক ভূতুড়ে নগরীতে বাস করছি। সন্ধ্যাবেলায় বেরুলে মনে হয় রাতদুপুর হয়ে গেছে।
কোথাও কোনও মানুষ নেই। পাড়া মহল্লার অলিগলিতে একটা কুকুরও দেখা যায় না। এতেই বোঝা যায় যে, আমরা এক কঠিন সময় পার করছি।
তাই এই সময়ে সপরিবারে ভালো থাকার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা । ঈশ্বর সহায় হোন। ভালো থাকবেন সবসময়। শুভ সকাল
কামাল উদ্দিন
এটা যেন পৃথিবীর সব শহরের গল্প, যার আনাচে-কানাচে ঘটে চলেছে অশনি সংকেতের গোপন অভিসার। ………..অশনি সংকেত কেটে আসার সূর্য্য উদিত হবে এই প্রত্যাশায় এখন শহরবাসী।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ভাইয়া এটা আজ পুরো বিশ্বের গল্প। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ঈশ্বর সহায় হোন। শুভ সকাল
সুপায়ন বড়ুয়া
“আজ শহরটার মন ভালো নেই,
মন ভালো নেই শহরের বাসিন্দাদের।
কেউ কারো পায় নাকো দর্শন,“
প্রতিদিন যখন চোখ বুলিয়ে যাই
দিদির লেখায় প্রিয় সোনেলায়
মন ভরে যায়
শুভ কামনায়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার মন্তব্যে ও মন ছুঁয়ে যায়। ভালো থাকবেন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
আসলেই এই শহর আর শহুরেদের মন ভাল নেই।
মৃত্যু ভয়ে সব টালমাটাল।
তবে করোনার আনন্দ-উৎসবের কমতি নেই।
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক ভাইয়া। করোনা খুব উৎসব করছে কিছু অসচেতন মানুষের জন্য। ভালো থাকুন, ঘরেই থাকুন। শুভ সকাল
সুরাইয়া পারভীন
কবে যে এই অবস্থা থেকে মুক্তি মিলবে জানি
সুরাইয়া পারভীন
কবে যে এই অবস্থা থেকে মুক্তি মিলবে জানি না
সৃষ্টিকর্তা কবে যে মুখ তুলে চাইবেন
আর ভালো লাগছে না
চমৎকার লিখেছেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো মন্তব্য পেয়ে। আপনি ও ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
মন আজ কারোই ভাল নেই। আজ যেন মন খারাপের দিন। ভাললাগা ও শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তাই মন কারোরই ভালো নেই। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
শহরের মন ভালো নেই অনেকদিন ধরেই। সাথে শহরবাসীদের। অনিশ্চিত দিন গুলো ফুরিয়ে যাবার অপেক্ষায় দিন গুনতে ভুলে যাচ্ছি। শুধু শূন্যপানে তাকিয়ে অদৃশ্য শক্তির কাছে প্রশ্ন রাখি, ” আর কত? এবার সব ঠিক করে দাও ”
ভালো থাকুন, নিরাপদে থাকুন,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু। আপনি ও ভালো থাকুন ,নিরাপদে থাকুন। শুভ কামনা রইলো
নাজমুল হুদা
সুনসান নিরবতা শহরের বুকে যেন কিসের অনুপস্থিত। শহরের মন ভালো নেই শব্দের গাঁথুনিতে একটা চমৎকার একাকীত্ব ফুটিয়ে তুলেছেন। শহরটা ঘুমিয়ে আছে আবার তাঁর রূপ ফিরে পাবার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ খুব ভালো বলেছেন তো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সেই রুপ কবে দেখতো পারবো তারজন্য মন ছটফট করছে! ভালো থাকবেন সবসময় শুভ সন্ধ্যা
জিসান শা ইকরাম
এই সময়ে মন ভালো নেই কারোরই, শহর ঘুমিয়ে থাকে নিঃশব্দ শ্মশানের মত,
কবিতাটি একটু বেশিই ভালো লেগেছে ছোটদি,
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
😍😍 একরাশ ভালোবাসা ও ধন্যবাদ দাদা ভাই। শহর শ্মশান হয়ে গেছে, আমরা শ্মশানে বসে আছি মৃত্যুর অপেক্ষায়। কখন যে কার ডাক পড়ে কে জানে! ভালো থাকবেন, ঘরেই থাকুন সবাইকে নিয়ে। শুভ কামনা রইলো
হালিম নজরুল
শহর ও শহরবাসীর মন ভাল হোক
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। সবকিছু আগের মতো হয়ে উঠুক । শহর ও শহরবাসীর মন ও ভালো হয়ে যাবে। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
সত্যিই ক দিন থেকে মন ভালো নেই। ভালো থাকবেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া ভালো থাকতে হবে , তানা হলে প্রেরণা কৈ পাবো এমন করে! ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো