এখনও কোনো দৃশ্যমান নেত্রীর আর্বিভাব ঘটেনি;
তবুও পুষ্টিকর কল্পনার জোড়ে আমি
শাসন, শোষণ, অভিমান কল্পনা করি!
মিষ্টি দুপুরে, রোদে শুকানো ধানের উপর আমি-
রক্তরাঙা তুলোর মতো পায়ের আনাগোনার শব্দ শুনি
কোনোদিন মাংসের ঘ্রাণ, সশরীরে শুকি নাই আমি-
কল্পনার তুলি বাস্তবিক মাংসের ঘ্রাণকেও হার মানায়
হঠাৎমেঘের অন্ধকারে বাড়ির ফেরার তাড়ায় আমি-
কোনো বিষন্ন ফুলকে শান্তনার কবিতা শুনিয়ে
মাথাটুকু কাঁধে রেখে, ফেরার পথে বলিনি
-ধ্যাত,ভয় কিসের? এইতো আমি..।
ঘর সাঁজানো,আলনার পাশে এলোকেশী তোমাকে আমি-
ক্লান্তিকর অবস্থান থেকে বর্ষিত সুখে এনে
চোখের পলকে টেনে, বুকে রেখে বলিনি
-এই নাও,জিরিয়ে নাও বরফমাখা আমি..
যখন সুষ্ট ভোটের সংলাপ, সব মিডিয়াতে সয়লাব
কফির সুরেলা চুমুকে সরাসরি লক্ষ্যভ্রষ্ট আমি
ভাবনার তাপে,কিঞ্চিত ভালো লাগা সিরিয়ালে
লক্ষ্য করছি রিমোট হাতে লক্ষ্যভেদী তুমি
এসব নিয়ে হয়নি তো কোনোদিন
বাস্তবতার দৃশ্যপটে আমাদের রিমোটের জলকেলি।
ব্যথা পেয়েও,না পাবার অভিমানে বলিনি তোমাকে-
-এই যে..এই যে ধরলাম আর হবে না.
হেয়ালিতে তুমিও, দূরে ঠেলে বলনি আমাকে-
-আরে পাগল, দিচ্ছি দিচ্ছি আরেকটু..
উপরিস্থ শব্দচিত্রে,দুষ্টুমিষ্টি খুনসুটিতে আজো তুমি
কল্পিত তুলিতে, কম্পিত শব্দে এ কবির শব্দ মানবী।
নেত্রকোণা, ময়মনসিংহ
৭০৭জন
৫৭০জন
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি
প্রথম পড়লাম।আসছি পড়ে।
নাজমুল হুদা
ধন্যবাদ ,সোনেলায় আসবো থাকবো।
জিসান শা ইকরাম
শব্দের বুননে শব্দ মানবীকে ভালোই এঁকেছেন।
ভালো হয়েছে কবিতা।
আরো লেখুন, পড়ুন অন্যদের লেখাও।
শুভ কামনা।
আপনি কি সোনেলার ফেইসবুক গ্রুপে আছেন?
নাজমুল হুদা
জ্বী ভাইয়া আছি।
অন্যদের লেখাও আস্তে আস্তে পড়ছি । সোনেলায় আছি থাকবো , ইনশাআল্লাহ।
জিসান শা ইকরাম
থাকি আমরা সোনেলায়, একে অপরের আত্মায় মিলে মিশে৷
নিয়মিত লেখুন।
বন্যা লিপি
বড়ই উপভোগ্য শব্দের মানবী গড়েছেন। ভালো লাগলো। শুভ কামনা নিরন্তর।
নাজমুল হুদা
অশেষ ধন্যবাদ দিদি।সোনেলার জয় হোক।
আরজু মুক্তা
শব্দমানবী,কাল্পনিক হলেও তার স্বপ্ন জগতে তার বিচরণ থাকুক এটাই চাই
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ দিদি।
শব্দমানবীর চর্চা বাস্তবে চলুক প্রতিটি পরিবার সুখে থাকুক
তৌহিদ
সুন্দর কবিতা লেখেন আপনি। আপনাকে ব্লগে দেখে ভালো লাগে নাজমুল ভাই। লিখুন, আমরা পড়বো।
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😍
সোনেলায় আমিও আছি, থাকবো, পড়বো!
ইনশাআল্লাহ।
তৌহিদ
শুভকামনা জানবেন।
মোঃ মজিবর রহমান
শব্দরা খেলা করুক আপনার লেখায় শব্দেরা উড়ুক হাজার মানবী হয়। ভাল লাগলো।
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শব্দেরা পৃথিবীর ধারক বাহক।
শব্দের জয় হোক, সোনেলার জয় হোক।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ সোনেলাকে ভাল বেসে প্রায় ছয়টি বছর চলেছি ার আল্লাহ দিলে আছি সোনেলায়। আপনাদের লেখা পড়ার জন্য।
ছাইরাছ হেলাল
বাহ্ শব্দ-মানবীর দরুন এক কল্পচিত্র সহজ করে তুলে ধরেছেন।
পড়তে ভালই লেগেছে।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍।
শব্দমানবী’রা বাস্তবে সুখে থাকুক