———
তিলোত্তমা নগরীর নিষিদ্ধ বাঁকে আজ আমি শব্দ ফেরিওয়ালা
বিভাজিত গ্রামায়নের আলপথ বুকে কবি হতে চেয়েছিলাম
অগোছাল নিউরন ধরতে পারেনি ভালবাসা ও আবেগের প্রভেদ
আভিধানিক শব্দ বানিজ্যে ভরে ওঠেনি কামুক মন।
বল কি চাই ?
সলতে পোড়া রোমাঞ্চে লাজুক বধূর মৃন্ময় হাসি,
শাণ বাঁধানো উঠোনের কোনে ঢেঁকি পেষা উন্মাদনা,
সভ্য, অসভ্য বা আদিসভ্য ভালবাসার আধুনিক রসায়ন,
অথবা সোডিয়াম জ্যোৎস্নায় নাগরিক বিভীষিকা ?
আরও আছে স্বপ্ন বিলাসী খই ভাঁজা মচমচে কৈলাস,
নিলাদ্রী ছুঁয়ে আসা সন্যাসী কিশোরের কেশাগ্র ধিক্কার
কিংবা রোলস রয়েসের জানালায় বুক খোলা তন্বী কামনা।
আমার শব্দরা বাক্যে রুপান্তর হয়না
জ্যান্ত গোক্ষুর হয়ে দাঁত বসিয়ে যায় শুধু বুকের তল্লাটে।
বল তবে,
প্রযোজ্য শর্তের আরোপিত দ্বিধায় কি চাই তোমার
ভালবাসা, ঘৃণা নাকি বিভ্রান্তি ?
৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
কবির শব্দেরা ঠিকই বাক্যে রুপান্তর হয়
কবির হয়ত অতৃপ্তি আছে –
এই অতৃপ্তিই আমাদেরকে উপহার দিবে , অনেক ভালো কিছু কথামালা।
ভালো লেগেছে কবি -{@
আবু জাঈদ
আমি কবি নই জিসান ভাই, তবে হবার চেষ্টায় আছি, হয়ত ৩০/৪০ বছর পর হয়েও যাব 🙂 ভাললাগা জানবেন
লীলাবতী
ভালো লেগেছে খুব ।
আবু জাঈদ
জেনে প্রীত হইলাম
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো …কবি হবার দরকার নেই… শুধু লিখে যান… বাকিটা জনগন বুঝবে… 🙂
আবু জাঈদ
হা হা হা জনগন শুনলেই কেমন জানি ভয় ভয় লাগে :p
খসড়া
কবি কিছু চাই না শুধু কবিতা দিয়ে ভাল লাগিয়ে যাও।
আবু জাঈদ
ইনশাআল্লাহ 🙂
ছাইরাছ হেলাল
আপনি তো ইতিমধ্যেই কবি হয়ে গেছেন ।