চোখ দিয়ে তাকিয়ে
মুখ খানি বাড়িয়ে
শীষ দেয় ইশারায়–
ভালো কি মন্দ সে
বোঝা বড় বেকায়দায়-?
ঠিক রাত দুপুরে
কুকুরের পাহারায়
বসে আছি দু’জনে
পুকুরের কিনারায়।
একেতে বর্ষাকাল
তার উপর টিনের চাল,
বেঁধে রেখেছে পাহারাদার
প্রেমিকার ভাই কামাল।
ঝোপ বুঝে কোব দেব
ধরা যেন নাহি খাই
থর থর বুকটা
এই বুঝি যাই যাই,
মানসম্মান গেল গেল
যদি হাতে ধরা খাই।
মনে ছিল কুৎসা
বিয়ে যেন নাহি হয়
আনন্দ ফুর্তি
মনের ভেতর ছিল হায়।
দশ দিন চোরের
একদিন গেরোস্তের
তখন ছিলাম অজ্ঞান
তারনায় সুখের;
আজ তাই ধরাশাই
লোভে-পাপে জীবন নাই।
বাবা-মা হারিয়ে
আজ বড় বিপদে
ধরা পড়ে বিয়ে করে
সমাজ সংসার হারিয়ে;
ধিক্কার জমিয়ে
সুখ আর আসে নি
তাকে জড়িয়ে;
উচু মাথা নিচু করে
আজও আছি দাড়িয়ে।
দিন যায় দিন আসে
নিজেকে হারিয়ে
যাকে নিয়ে সংসার
তাকেও হারিয়ে;
সিগারেট ধরিয়ে
তার মতো পুড়িয়ে
নিঃশেষ আজ আমি
পাপ অনেক জমিয়ে।
উত্তরা, ঢাকা-১২৩০, সময়ঃ সন্ধ্যা ০৬:০৮, ২৫০৯২০১২।
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
এতদিনে বঝা গেল তাহলে।
কবি সাব।
রুদ্র আমিন
কত আগের ছবি লটকাইছেন ভাই ? বর্তমানকে চেন্তা করা যায় না ? কেমন আছেন ভাই?
মোঃ মজিবর রহমান
যেমন রেখেছেন বুভুখুবস্থায়।
রুদ্র আমিন
তাই নাকি…? ভাল থাকুন এমনটাই কামনা করি। -{@ ফুলের ভালবাসা রইল।
খসড়া
ভালবাসা আমারে ভিখারি করেছে তোমারে করেছি রানী
রুদ্র আমিন
সুন্দর বলেছেন খসড়া বন্ধু।
স্বপ্ন নীলা
হুমমম — ছন্দের নান্দনিক কারুকাজ —- দারুন
রুদ্র আমিন
পড়ার জন্য ধন্যবাদ স্বপ্ন নীলা বন্ধু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ (y) এক দমে শেষ।
রুদ্র আমিন
তাই নাকি ?
পুষ্পবতী
দারুন -{@
রুদ্র আমিন
ধন্যবাদ পুষ্পবতী। লাল -{@ এর শুভেচ্ছা।
শুন্য শুন্যালয়
এরকমই হচ্ছে আজকাল। ছন্দে ছন্দে দুলি নিরানন্দে অবস্থা।
রুদ্র আমিন
ধন্যবাদ শুন্য শুন্যালয়।