পূর্বের লুলশিক্ষা পোস্টের পর অনেকে বলেছেন মেয়েদের লুলশিক্ষায় সেলিব্রেটি হবার উপায় বললেন আর ছেলেদের বেলায় ফলোয়ার হবার কথা বললেন, এই অবিচার কেন। সবিনয়ে জবাব দিতে চাই। ভাই- মেয়ে আইডী মানেই সেলিব্রেটি। তাই ওদের জন্য “ফলোয়ার কিভাবে হবেন” এই শিক্ষা দেয়া নিরর্থক।
এবারে আসি পুরুষ লুল সেলিব্রেটি কিভাবে হবেন সে আলোচনায়। এক্ষেত্রে আপনার কিছু মেধার প্রয়োজন হবে। কারন আপনার খোমার সেই ক্ষমতা নাই আর অন্য পার্টসের কথা বাদই দিলাম। এজন্য আপনাকে অফলাইনে বন্ধু বা পরিচিত কারো করা হিউমার আকর্ষণীয় কায়দায় ফেসবুক পোস্টে উপস্থাপন করতে হবে। কল্পনার আশ্রয় ও নিতে পারেন, যেমন বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে (আপনি ওসব এলাকায় থাকেন এটা বুঝাতে) কয়েকজন শ্রমিক আমেরিকান এম্ব্যাসির দেয়াল ভাঙ্গছিল , সেটা কে কোন ভঙ্গিতে দাড়িয়ে দেখছিল- কে নাকে কোন আঙ্গুলটা ঢুকিয়ে ঘুরাচ্ছিল তার বিশদ বর্ণনা।
লুল নারী সেলিব্রেটিদের সাথে ইনবক্সে খাতির করে তাঁদের ফটোতে কমেন্ট করুন এবং ইনবক্সে নক করে একটা “ধন্যবাদ” যুক্ত কমেন্ট আদায় করে নিন। এতে আপনি যে সাধারন লুল নন তা অন্ন্যেরা বুঝতে পারবে। ইনবক্সে নতুন অনলাইনে আসা মেয়েদের সাথে খাতির করুন। এরাই আপনাকে সেলিব্রেটি হতে সাহায্য করবে ভবিষ্যতে। তাদেরকে কিছু কোড ওয়ার্ডের মিনিং শিখিয়ে চমকে দিন। যেমন- গিটার… ইত্যাদি। এই কোমলমতি হিটসিকারদের সেলিব্রেটি বানিয়ে দেবার লোভ দেখান, যদি সে ইতিমধ্যেই পাতি সেলিব্রেটি হয়ে থাকে তাহলে বিয়ের কথা বলতে পারেন। তাঁদের কে ইনবক্সে ভুলিয়ে ভালিয়ে রোমান্টিক পোস্টে ট্যাগ করিয়ে নেবেন আপনার নাম। তবে সেখানে কমেন্ট করতে যাবেন না ভুলেও। লাইক দিয়ে ইনবক্সে (3 :* ইত্যাদি ইমো দিয়ে খুশি করুন।
আপনার খুব ক্লোজ ফ্রেন্ড যে আপনাকে প্রায়ই টাকা পয়সা দিয়ে ঘরে বাজার আনার ব্যাবস্থা করে দেয়, কিন্তু সেলিব্রেটি নয়- তার পোস্টে লাইক বা কমেন্ট করা হতে বিরত থাকুন। মনে রাখবেন। অফলাইনে আপনি কুলাঙ্গার হলেও অনলাইনে আপনি উঠতি তারকা। সেই ভাব বজায় রাখুন।
২০টি মন্তব্য
বনলতা সেন
আপনার স্কুলের ঠিকানা দিন এক্ষুণি ।
এতদিন কোথায় ছিলেন ? জাতি আপনাকেই খুঁজে হয়রান ।
সিনথিয়া খোন্দকার
😀 এতদিন গবেষণা করছিলাম।
খসড়া
আপনের কচিং সেন্টারের নামটা কি আর ঠিক্না কই ভাইডি।
সিনথিয়া খোন্দকার
ঠিকানা- সোনেলা ব্লগ। 😀
জিসান শা ইকরাম
আপনাকে এবিষয়ে ডক্টরেট দেয়ার তীব্র দাবী জানাচ্ছি। কেউ না দিলে আমরা দেবো ডিগ্রি।
অনন্য প্রতিভা আপনার।
সিনথিয়া খোন্দকার
শেষ পর্যন্ত ডক্টরেট এট লুললজি? 😮
লীলাবতী
ফান হিসেবে লিখলেও আপনার প্রতিটি উপদেশ সত্যি। এমন অনেক অবস্থার মাঝ দিয়ে চলতে হয় মেয়েদের। হার্টের ইমোতো এখন ডালভাত হয়ে গিয়েছে । দীর্ঘদিনের পর্যবেক্ষনের ফলাফল অত্যন্ত গুছিয়ে লিখতে পেরেছেন আপনি ।
জিসান ভাইয়ের প্রস্তাবের সাথে একমত -{@ আপনাকে একটা এই (3 ইমো দেবো নাকি আপু ? :p
সিনথিয়া খোন্দকার
😀 ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
ইশ এই টিপস্ গুলো যদি আগে পেতাম নাকি নতুন একটা আইডি খুলে ফেলবো? লাইনে দাড়াইয়া তারকা হইতে মন চায়… 🙂
সিনথিয়া খোন্দকার
বেস্ট অফ লাক। চেষ্টা করে দেখতে পারেন। :p
প্রহেলিকা
আপনি রাতে ঘুমান কিভাবে এত বুদ্ধি মাথায় রেখে???? ^:^
সিনথিয়া খোন্দকার
এত বুদ্ধি নিয়ে ঘুমানো যায় না। সেগুলা ফ্রিজে রেখে এসে ঘুমাই। 😀
প্রজন্ম ৭১
আপু, আপনার প্রদর্শিত পথ অনুসরন করে সাফল্য পাচ্ছি 🙂 ফিডব্যাক আশাপ্রদ। এখন পর্যন্ত বিয়ের কথা বলিনি 🙂
কোন সমস্যায় পরলে আপনি তো আছেনই ত্রান কর্তা 🙂
সিনথিয়া খোন্দকার
:D) ফি টা রেডি রাখেন।
প্রজন্ম ৭১
আপু , সোনেলার ব্লগার হিসেবে ফি এর কনসেশন হপেনা ? :p এমনিতেই বেকার আমি 🙁
সিনথিয়া খোন্দকার
অবশ্যই। 😀
শিশির কনা
আপনার প্রতিভায় মুগ্ধ হলাম আপু। সাবধানে থাকতে হবে।
সিনথিয়া খোন্দকার
আজকাল লুলরা সাবধান হবার কথা বলে। আপনি কি তাহলে??? :p 😀
অপরাজিতা সারাহ
“কারন আপনার খোমার সেই ক্ষমতা নাই আর অন্য পার্টসের কথা বাদই দিলাম। ”
কিছু বলার নাই।আমি স্পিচলেস।বহুদিন পর এমন মজার কিছু পোস্ট পড়লাম মনে হয়।কিপিঠাপ। :p
সিনথিয়া খোন্দকার
😀