থু থু দেইই ?
থু থু ফিকে দেব তোমার ঐ গোমরা মুখে
হে- আমার কালো রাত্রি ,
ভুলিনি চা-তে ভিজিয়ে খাওয়া লাঠি বিস্কুটের স্বাদ ।
দরজার ছিটকিনি তুলে – আমাকে
অনর্থক আটকে রাখা যায়নি , এখনও যেমন যায় না ।
নূপুর নিক্বণ – তানপুরা ,সারেঙ্গী , হারমোনিয়াম বা
বাতিদানের সব বাতি জ্বেলে
জোৎস্না স্নাত পেলবতায় এ সরোবরে ফাতনার লুকোচুরি !
কিছুতেই দিচ্ছেনে লিখে এমন দাসখত
হে-আমার আলোকিত অন্ধকার রাত্রি
হে-আমার অমানিশা ।
ছিপ-ছিপানো বৃষ্টিতে – ঠারে-ঠোরে ইতি-উতি উঁকি-ঝুঁকি দিয়ে
হাতছানি যতই দাও না কেন ।
২০টি মন্তব্য
আদিব আদ্নান
‘ছিপ-ছিপানো বৃষ্টি ‘ বৃষ্টির এমন সুন্দর শব্দরূপ আমি এই প্রথম পড়লাম ।
কোথায় এমন শব্দেরা থাকে অনুগ্রহ করে ঠিকানা বলে দিয়েন ।
আপনার লেখা নিয়ে আমি কিছুই বলতে পারব না ।
বনলতা সেন
এমন বা এর থেকেও আরও সুন্দর শব্দ পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে আছে ।
একটু সবুজ চোখে চারপাশে তাকান , উল্লম্ফ নৃত্যে বিশেষ সুবিধে হয় না ।
বিশেষ কিছু বলতে হবে এমন কথা নেই ।
নিয়মিত পড়লেই হবে ।
লীলাবতী
অদ্ভুত সুন্দর মনে হয় একেই বলে । +++++
বনলতা সেন
এমন কথা শুনতে কার না ভালোলাগে ।
খসড়া
:c
বনলতা সেন
লিখে না বললে কিছুই মেনে নেব না ।
ফাঁকি দিচ্ছেন ?
ক'রেখেলা_কাটেবেলা
কবির সংগ্রামী মনোভাবের বলিষ্ঠ প্রকাশ ভঙ্গি ভালোলাগল |
বনলতা সেন
যাক বিপ্লবী বলেননি তাই রক্ষা ।
আপনার আরো লেখা পড়তে চাই ।
ছাইরাছ হেলাল
‘ছিপ-ছিপানো বৃষ্টিতে – ঠারে-ঠোরে ইতি-উতি হাতছানি
যতই দাও না কেন ‘
যে – বুকের পাটা নিয়ে আপনাকে হাতছানি দিতে পারে
সে তো নমস্য , আল্লাহ্ তাকে হায়াৎ দরাজ করুক , সে যেন তাঁর মনে আশা পুরন করতে পারে ।
সাহসীদের আমরা পছন্দ করি ।
বনলতা সেন
সাহস ভাল তবে ‘অতি’ হলে সমস্যা ঘোরতর ।
চিড়া ভেজার কোনই সম্ভবনা নেই ।
আপনার জন্য প্রশংসা ।
জিসান শা ইকরাম
প্রথম শব্দ থুথু দেখেই ভয় পাইছি
কবিকে আটকে রাখে এমন সাধ্য কার আছে ?
বনলতা সেন
না না ভয়ের কিছু নেই ।
না সে সাধ্য কারো নেই , হবেও না ।
ধন্যবাদ ।
বন্দনা কবীর
কিছুতেই দিচ্ছিনে লিখে এমন দাসখত// (y) রাইট… নো নতি স্বিকার।
চলুক প্রতিরোধ চলুক সংগ্রাম
বিজয় আসবেই (3
বনলতা সেন
বিজয় আসবে কীনা জানিনে তবে চলবে প্রতিরোধ কঠিন কঠোরতায় ,
সময়ে অসময়েও ।
ধন্যবাদ , সাহসী প্রেরণার জন্য ।
স্বপন দাস
প্রথম ৪ লাইন পড়ে হোঁচট খেয়েছিলাম । শেষ ৬ লাইন পড়ার পরে যাকে বলে অভিভূত ।। কিছুতেই দিচ্ছিনে লিখে এমন দাসখত — হাতছানি যতই দাওনা কেন ।। দারুন ।।
বনলতা সেন
অনেক অনেক ধন্যবাদ মন দিয়ে পড়ার জন্য ।
মন্তব্যের উত্তর কি এখন দিতে পারছেন ঠিক ভাবে আপনার পোষ্টে ?
মোবাইলে একদম নীচে ডেস্কটপ এ ক্লিক করে তার পর চেষ্টা করে দেখুন ।
নিশিথের নিশাচর
খুব ভালো লাগলো লিখার ভেতর অনেক ভাবার বিষয়বস্তু আছে +++++++++
বনলতা সেন
অবশ্যই ভাবার বিষয় আছে ,
ঠিক ভাবে পড়তে হবে কিন্তু ।
আফ্রি আয়েশা
//কিছুতেই দিচ্ছেনে লিখে এমন দাসখত// – দারুন প্রতিরোধ । দারুন লাগলো 🙂
বনলতা সেন
কিছুতেই দাসখত লিখে দেয়া যাবে না ।
ভাল থাকুন ।