লুকোচুরি

বনলতা সেন ৫ সেপ্টেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১২:০১:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

থু থু দেইই ?
থু থু ফিকে দেব তোমার ঐ গোমরা মুখে
হে- আমার কালো রাত্রি ,
ভুলিনি চা-তে ভিজিয়ে খাওয়া লাঠি বিস্কুটের স্বাদ ।

দরজার ছিটকিনি তুলে – আমাকে
অনর্থক আটকে রাখা যায়নি , এখনও যেমন যায় না ।
নূপুর নিক্বণ – তানপুরা ,সারেঙ্গী , হারমোনিয়াম বা
বাতিদানের সব বাতি জ্বেলে
জোৎস্না স্নাত পেলবতায় এ সরোবরে ফাতনার লুকোচুরি !
কিছুতেই দিচ্ছেনে লিখে এমন দাসখত
হে-আমার আলোকিত অন্ধকার রাত্রি
হে-আমার অমানিশা ।

ছিপ-ছিপানো বৃষ্টিতে – ঠারে-ঠোরে ইতি-উতি উঁকি-ঝুঁকি দিয়ে
হাতছানি যতই দাও না কেন ।

১৫৫৬জন ১৫৫৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ