লুকোচুরি

নীলাঞ্জনা নীলা ১৬ মে ২০১৭, মঙ্গলবার, ০৫:১৬:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২০ মন্তব্য
মেঘ-রোদ্দুর লুকোচুরী...
মেঘ-রোদ্দুর লুকোচুরী…

যে শহরে তোমার বাস, সেই মাটির ঘ্রাণ নিয়ে বেঁচে থাকি আমি প্রতিদিন
অথচ তোমার শহরের বাতাস দূষিত পেট্রোল-ডিজেলে,
হাসপাতালের এমার্জেন্সিতে চাটাই পেতে শুয়ে থাকা শ্বাসকষ্টের যন্ত্রণায় কাতর রোগী;
বৃষ্টির দিনে হাটু-জল কাদায় ডাষ্টবিনের ময়লা ভাসতে থাকে, একবেলা খাদ্য জোটেনা যে শহরে
যে শহরকে ছেড়ে চলে আসতে হয়েছে একটুকু সুখের খোঁজ করতে,
কেবল ওই শহরে তুমি থাকো বলেই এখনও আমি ভালোবাসি।
এখনও আমি ওই মাটির বুকের অস্বচ্ছ ঘ্রাণে আচ্ছন্ন হই!

আচ্ছা প্রেম কি মানুষকে বেসামাল করে দেয়? হয়তো তাই!
তা নইলে বুকের ভেতর সুনামি, আর বাইরে আমি কি শান্ত, চুপচাপ!
আবার হাসছিও, এমনকি ছবিও তুলছি, বেড়াচ্ছি, ঘুরছি। কেউ বুঝতেই পারবেনা, আমার নি:শ্বাসে তোমার শহরের ঘ্রাণ।
বুঝতে দেবোই বা কেন? ভালোবেসে খুণ করেছি নিজেকে, সে কথা জানাবোই বা কেন?

জানো আজ সকালে ঘুম ভাঙ্গতেই অন্যরকম এক ঘ্রাণ নাকে এলো!
আচ্ছা তুমি কি এখন আমার শহরে এসেছো? বাতাসে আমি তোমার শরীরের গন্ধ পাচ্ছি যেনো!
ভৌগলিক সীমারেখা পেরিয়ে বহুদূরে তোমার শহরকে মনে হয় ওখানে আর কোনো ঘ্রাণ-ই নেই।
আচ্ছা তুমি কি এখন আমার শহরে এসেছো?
আমার এই খাজনার শহরে…!
এই মাটিতে…!!
লুকোচুরি খেলছো?

তুমি কি খেলা…কোথায় তুমি!
মেঘের ভেতর তোমার ঘ্রাণ, লুকোচুরী মেঘ-রোদ্দুর ঘ্রাণ…!!!

জানালায় মেঘ...
জানালায় মেঘ…
হ্যামিল্টন, কানাডা
১৫ মে, ২০১৭ ইং।
৫৮২জন ৫৮২জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ