প্রথমেই বলে নেই আমি এই ব্লগে নতুন । যদিও ৩ বছর ৭ মাসের মত ব্লগিং অভিজ্ঞতা আছে আমার :v ।
তাই আমাকে স্বাগতম জানাতেই পারেন ।
———————————- ইহা কোন রকম বিজ্ঞাপন নহে । গেইমটি দেশের প্রতি ভালোবাসা থেকে উদ্দ্যোগ নেয়া হয়েছে এবং সবাই বিনা পারিশ্রমিক এ পরিশ্রম করছে । ইহা ব্লগ বাসীদের কে জানানোর জন্য একটা নিউজ ( ইনফরমেটিভ ) —————-
( মডারেশন এর আপত্তি থাকলে পোস্ট বিনা নোটিশে ডিলিট করে দেয়ার অনুরোধ রইলো 🙂 )
গেইম টি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে করা এবং সম্পূর্ণ অলাভ জনক ।
——————————————————————————————————————————————
লিবারেশন ৭১। একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম। নির্মাণ করেছে এবং করছে “টিম ৭১”। উল্লেখ্য যে, টিম ৭১ এর প্রত্যেক সদস্যই আমাদেরই মতো সাধারণ পাবলিক। কোনো প্রোফেশনাল ব্যক্তিত নেই তাদের গ্রুপে। তাও তারা আজ অনেক দূর এগিয়ে গিয়েছে।
মার্চ ২৬, ২০১৪ সালে গেমটির বেটা / ডেমো সংস্করণ ফ্রিতে নেটে ছেড়েছে নির্মাতা গ্রুপ “টিম ৭১”।
গেইম এর প্রেক্ষাপটঃ
আজ থেকে ৪১ বছর আগে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে যোগ হয়েছিল একটি নতুন দেশের নাম, বাংলাদেশ!
৪১ বছর খুব একটা কম সময় নয়! তিন যুগ পার হয়ে স্বাধীনতার চার যুগের কাছাকাছি আজ আমরা। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে পারছি না স্বাধীনতার সঠিক ইতিহাস। বিভিন্নি বিতর্ক, রাজনৈতিক কোন্দল সহ বিভিন্ন কারণে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিকৃত হচ্ছে বারে বারে! আমাদের প্রজন্ম ঠিকমত জানতে পারছে না, কি এই মুক্তিযুদ্ধ? কিভাবে এসেছে এই আকাঙ্ক্ষিত স্বাধীনতা! বিকৃত হতে হতে হয়তো একদিন হারিয়ে যাবে আমাদের এই মহান স্বাধীনতার আসল ইতিহাস! যথাযথ পরিকল্পনা এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে ইতিহাস রক্ষার নতুন নতুন উদ্যোগ বার বার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে!
ঠিক এই সময়ই এক দল তরুণ হাতে নিয়েছে এক যুগোপযোগী উদ্যোগ! আজকালকার শিশু কিশোররা নিজেদের অবসর সময় ব্যয় করে ঘরে থাকা কম্পিউটার, ল্যাপটপে। শুধু তাই নয়, শিক্ষার বিভিন্ন কাজে এই কম্পিউটার হয়ে উঠেছে বাংলাদেশের শিশু কিশোরদের এক অবিচ্ছেদ্য অংশ। আর সেই সুবিধা টি নিয়েই বাংলাদেশের সর্ববৃহৎ ফেসবুক ভিত্তিক গেমার কমিউনিটি গ্রুপ “Gamer Zone” এর কয়েকজন তরুণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কম্পিউটার গেম তৈরি করার যেটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে বানানো হবে।
এই গেমের মাধ্যমে দেশের শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দেয়া হবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস। জানিয়ে দেয়া হবে আজ থেকে ৪১ বছর আগে কি ঘটেছিল, কিভাবে আমরা অর্জন করেছি আমাদের মহান স্বাধীনতা। ব্যবহার করা হবে মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিবাহিনীর বিভিন্ন দুঃসাহসী মিশনের পটভূমি।
গেইমটিতে ১৬টা মিশন থাকবে এবং ১৬ টা মিশনই হবে ইতিহাসকে কোন রকম বিকৃত না করে ।
কিছু গেইম এর স্ক্রিন শট ।
লিঙ্কসঃ
www.liberation71.com ( Official Web Site )
http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8_%E2%80%99%E0%A7%AD%E0%A7%A7_(%E0%A6%97%E0%A7%87%E0%A6%AE%E0%A6%B8) ( উইকি পিডিয়া )
https://www.facebook.com/Liberation71.BD ( অফিসিয়াল পেইজ )
——-
পরবর্তিতে মুচি বিদ্যা নিয়ে কিছু লিখার ইচ্ছা আছে 😉 😀
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে । দেখি কোন গেমার আছে কী না ।
তাদের মতামত আমিও চাই ।
লীলাবতী
গেইম এর প্রেক্ষাপট পড়ে মুগ্ধ হলাম ভাইয়া । আমাদের মুক্তিযুদ্ধকে আমরা ধারন করি জীবনের সব ক্ষেত্রে , তাহলেই একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়া সম্ভব । মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোন উদ্যগ কে সোনেলা ব্লগ স্বাগত জানায় । অল্প বয়েসিরা গেমের মাধ্যমে মুক্তিযুদ্ধকে জানবে এতো আনন্দের কথা । স্বাগতম আপনি এখানে ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
পুরাতন চেনা মানুষকে দেখে ভালোই লাগছে ।
স্বাধীনতা , মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোন বিষয়কে সোনেলা উৎসাহিত করে ।
আপনারা একটি সু চিন্তা করছেন । আপনাদের পাশে আছি আমরা ।
অপেক্ষা করছি এই গেম এর জন্য ।
শুভ কামনা ।
শুভ ব্লগিং ।
শুন্য শুন্যালয়
দারুণ ..খুব ভালো লেগেছে আপনাদের উদ্যোগ দেখে..উইন্ডোজ 8 এ নেয়া যাবে? পিসিতে বসলে নিচ্ছি মাস্ট. বাকি মন্তব্য খেলে জানাবো. 🙂
ও হ্যাঁ আপনাকে স্বাগতম সোনেলায়. আশা করছি নিয়মিত এখানে দেখবো আপনাকে. শুভেচ্ছা -{@
মোঃ মজিবর রহমান
সোনেলায় আপনাকে অন্তরের অন্সথল থেকে স্বাগতম।
আরও অভিনন্দন মুক্তিজুদ্বের উপর ভিত্তি করে গেম করার জন্য।
আপনার পোস্টটি আপনার অনুমতি ছারাই সংরক্ষন করলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন দয়া করে।
সুভেচ্ছা অবিরত।
ব্লগার সজীব
অভিনন্দন পথ প্রদর্শক । শুভকামনা আপনাদের প্রতি ।
খসড়া
ভাল লাগলো।
স্বপ্ন
গেমের অপক্ষায় থাকবো ভাই ।