-বিশ্বাস করো জরিনা, আমি ঐ ছেমড়ি এর লগে আমার কিছু নাই।
-বিশ্বাস ? তোকে ? ঐ ছেমড়ির সাথে গতকাল যেমনে হাত ধইরা ঢেই ঢেই কইরা হাইটা হাইটা জাচ্ছিলা, এর পরেও বিশ্বাস করতে কও ?
-ওইটা আমার বুইন লাগে, তালতো বুইন।
-তালতো বুইন ? মজা লও ? আর তালতো বুইন এর হাত ধইরা ঘুরতে হইব ক্যান ?
-আরে বেচারি তো ভয় পাইতাছিল। একটু আগে ওদিক দিয়া যে শিবির এর মিছিল গেছিল, এক হুজুর ওরে দ্যাইখা থু থু দিতে নিছিল, আমি সরায় নিছি তাড়াতাড়ি। কইছি যে আমার বুইন লাগে, আমি জামাত করি।
-মিছিল আমিও দেখছিলাম, কিন্তু তুমি জামাত করো? আগে কও নাই তো ! আমার বাপ মুক্তিযোদ্ধা, সে তো তোমার লগে আমারে বিয়া দিবে না!!!
-আরে ঐডা তো তখন ওগো হাত থে বাঁচতে কইছিলাম। বুঝো ন ক্যান ???
-আর এখন আমার থেইকা বাঁচতে এই কাহিনী বানাইতাছ, তাই না ?
-আরে না, তোমার লগে কি আমি মিথ্যা কমু নাকি ? তার উপর তুমি রাইগা আছো, এখন ক্যামনে মিথ্যা কই?
-এর মানে আমি যখন রাইগা থাকি না, তখন তুমি আমার সাথে মিথ্যা কথা কও?????
-আরে আমি কি ওইটা বলছি নাকি !!!
-বুঝছি, বুঝছি !!! তোমার এই রূপ টা ক্যান আগে বুঝি নাই !!!! ছি ছি !!!
-জান, বিশ্বাস করো, ঐ মাইয়া এর লগে আমার কিচ্ছু নাই 🙁 🙁 !!!
-চুপ যা বেয়াদব, আজকের পর থে আর ফোন দিবি না, ছাগুর বাচ্চা ছাগু, তোর সাথে আমার আর কোন কথা নাই।
-জান, প্লিজ, শুনো, জাআআআআআআআআআআআআআআআআআআআআন,
কট করে শব্দ হয়ে ফোন কেটে গেলো !!!
পরের রাতে>>>>>
-জান, তোমার পায়ে পড়ি, হরতাল প্রত্যাহার কইরা নাও, প্লিজ লাগে 🙁
-পারুম না, কইছি না সারাজিবন এর লেইগা হরতাল দিছি তোর নামে, আবার ফোন দিছস ক্যান ????
-কাইল্কা তুমারে কে এফ সি টে খাওয়ামু, প্রমিজ লাগে, হরতাল প্রত্যাহার কইরা নাও। 🙁
-রাখ তোর কে এফ সি, আমারে খাওয়ার লোভ দেখাস ? আমার কথার দাম আছে। হরতাল দিছি মানে দিছি!!
-জান রে, প্লিজ লাগে, এইরাম কইর না।
-রাখ তোর জান, ফোন রাখ ছাগুর ব্যাটা,
-আমার দিক টা একটু তো ভাইবা দেখবা ????
-টাইম নাই, দূরে যা।
-এইভাবে বইল না 🙁 তোমার সুকণ্ঠে এইরকম কথা মানায় না। 🙁
-তোর সুকণ্ঠের গুস্তি কিলাই ফোন রাখ
-জান, এইটা ঠিক না, আমার কথা একটু ও পাত্তা দিতাছ না তুমি 🙁
-তোর পাত্তার গুষ্টি কিলাই……………………
কট… ফোন কেটে গেলো।
১৬টি মন্তব্য
আফ্রি আয়েশা
হাহাহাহাহা … বাংলাদেশের রাজনীতি
তওসীফ সাদাত
হু, সর্পিল রাজনীতি !!
নীলকন্ঠ জয়
গত রাতে মনে এমন কিছুই শুনেছি। 😛
তওসীফ সাদাত
শুনে থাকতে পারেন !! 😀 কো ইন্সিদেন্স !!! :D)
স্বপ্ন
:D) :D) :D)
তওসীফ সাদাত
ধীরে ধীরে !! বেশি হাসলে গুলাপির ভুত ধরপে কিন্তুক :p
জি.মাওলা
ভাল ভাল তো ভাল না
তওসীফ সাদাত
হুম, বেশি বেশি ভালো :p
খসড়া
:D) :c
তওসীফ সাদাত
(y)
জিসান শা ইকরাম
:p :p
তওসীফ সাদাত
😀
প্রিন্স মাহমুদ
😀
তওসীফ সাদাত
😀 :p
আমার স্বপ্ন ও মনের কথা
:c
তওসীফ সাদাত
:p (y)