কেউ বা যেতো আলোচনায়
কেউ শুনতো গান
আমার মধ্যে ছিলো কিন্তু
অন্য কিছুর টান।
কালী মন্দির, সন্ধ্যা পুজো
নাগ-লিঙ্গম ফুল
তারা আমায় টানতো কাছে
ভীষণ রকম ভুল।
আলোকচিত্রে নরেন্দ্রনাথ
বারোই জানুয়ারি
মা সারদা, বড় পুকুর
ঠাকুর মশাইর বাড়ি
ওসব কিছু টানতো নাতো
আমায় কোনোদিন
অন্য কিছু টানতো আমায়
টানতো অন্তহীন।
আমায় টানতো পুবদুয়ারী
ছোট্ট টিনের ঘর
বুকের ভেতর একশো ঘোড়া
ছুটতো নিরন্তর।
সেই ঘর ঘেষে জাম রঙের
কাঞ্চন ফুল গাছ
ফুলের ছোঁয়ায় মনে হতো
লাগতো তার ছোঁয়াচ।
সন্যাসী রঙ ডালিয়া ফুল
নিরব সন্ধ্যাবেলা
চেয়ে চেয়ে দেখতো শুধু
চোখ মেলানোর খেলা।
কিশোর বয়েস দেবদারু গাছ
রান্নাঘরের পাশে
সাক্ষী ছিলো মনের গোপন
গভীর সর্বনাশে।
লম্বা বেনীর সেই মেয়েটা
টানা টানা চোখ
সেই তো ছিলো তীর্থ আমার
সেই আনন্দলোক।
৬ জুলাই ২০১৫
নর্থ সার্কুলার রোড, ধানমন্ডি
ঢাকা, বাংলাদেশ
২২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
সে আমি কবিতা শুরুর আগেই বুঝতে পেরেছিলাম 🙂
ভাল্লাগছে 🙂
সাতকাহন
সে আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা।
নীলাঞ্জনা নীলা
কিশোরবেলা কি ভোলা যায়? প্রথম প্রেম, প্রথম চা, আর প্রথম চিঠি। (y)
সাতকাহন
ঠিক বলেছেন নীলাঞ্জনা, এখনো সেই প্রেমের গন্ধ খুঁজে বেড়াই।
মেহেরী তাজ
প্রথম প্রেম?
ভালো লেগেছে। 🙂
সাতকাহন
জ্বি, ইহা কৈশরবেলার প্রথম প্রেম।
অনিকেত নন্দিনী
প্রথম প্রেম!
মনের মাঝে হাজার কথার জ্যাম
বুকের মাঝে নিনাদ
দেখা পেলে আত্মহারা
অদেখায় বিষাদ। ^:^
প্রথম প্রেমের স্মৃতি অম্লান রয়ে যায় আজীবন। ভালোলাগা জানিয়ে দিলাম। -{@
সাতকাহন
ধন্যবাদ, অনিকেত নন্দিনী।
হিলিয়াম এইচ ই
অনুভূতি বুঝি এমন হয়? কি জানি!!
সাতকাহন
কতো তীব্র তা ভাষায় প্রয়োগ করা যায় না।
লীলাবতী
লম্বা বেনীর সেই মেয়েটা এখন কোথায়?
সাতকাহন
সে এখন তিন বাচ্চার মা, এবং অন্য আরেকজনের ঘরণী, আমার মায়ের ছাত্রী ছিলো, রবীন্দ্র সঙ্গীত শিখতো মায়ের কাছে। আমার কৈশরের সেই ভালোবাসায় বাধা হয় ধর্ম।
লীলাবতী
ধর্ম যে কত মিলনকে আঁটকে দিলো 🙁
সাতকাহন
হুম, তবে এটা একপাক্ষিক ছিলো, মায়ের ছাত্রী ছিলো বিধায় তাঁকেও কোনোদিন বলতে পারি নি মনের কথা।
খেয়ালী মেয়ে
লম্বা বেনীর সেই মেয়েটাই বুঝি আপনার প্রথম প্রেম ছিলো?…
কবিতা চমৎকার হয়েছে (y)
সাতকাহন
সেই আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা।
ছাইরাছ হেলাল
প্রথম ভালবাসার মতই সুন্দর প্রকাশ।
সাতকাহন
ধন্যবাদ হেলাল।
পারভীন সুলতানা
এই রকমই হয় । প্রথম প্রেমের এমন কিছু হৃদয় গেঁথে যায় ।
সাতকাহন
ধন্যবাদ আপা।
জিসান শা ইকরাম
এক যে ছিলো সোনার কন্যা …………… 🙁
সাতকাহন
মেঘ বরণ কেশ, ভাঁটি অঞ্চলে ছিলো…