প্রজাপতি তার বহুবর্ণিল কাব্যময় পাখাদুটো তুলে দিল মেয়েটির হাতে…
মেয়েটি জানতে চাইল, তোমার কী খুব কষ্ট হচ্ছে?
প্রজাপতির নীল ঠোট, নড়লো সামান্য, বলল, এই দেখো আমি কেমন কথা বলছি…
তোমার কী খুব ঘুম পাচ্ছে?
আমার চোখের পাতা অবাধ্য ভীষণ…
তুমি মরে যাচ্ছো না তো!
আমি একলব্য! আমার বৃদ্ধাঙ্গুল অনাশ্রিত চিরকাল… কেবল রক্তক্ষরণ…
আমার খুব ভয় করছে…
আমার কথা ফুরিয়েছে রাজকন্যা…
আকাশে পুষ্পবৃষ্টি হলো…
এলো জল…
জলে জলে সৃষ্টি হলো সমুদ্র…
মেয়েটি সমুদ্রে নেমে গেল…
মৎস্যকন্যা হলো…
মৎস্যকন্যার পুচ্ছে সুখের রূপালি ঝিলিক…
মেয়েটি জানতে চাইল, তোমার কী খুব কষ্ট হচ্ছে?
প্রজাপতির নীল ঠোট, নড়লো সামান্য, বলল, এই দেখো আমি কেমন কথা বলছি…
তোমার কী খুব ঘুম পাচ্ছে?
আমার চোখের পাতা অবাধ্য ভীষণ…
তুমি মরে যাচ্ছো না তো!
আমি একলব্য! আমার বৃদ্ধাঙ্গুল অনাশ্রিত চিরকাল… কেবল রক্তক্ষরণ…
আমার খুব ভয় করছে…
আমার কথা ফুরিয়েছে রাজকন্যা…
আকাশে পুষ্পবৃষ্টি হলো…
এলো জল…
জলে জলে সৃষ্টি হলো সমুদ্র…
মেয়েটি সমুদ্রে নেমে গেল…
মৎস্যকন্যা হলো…
মৎস্যকন্যার পুচ্ছে সুখের রূপালি ঝিলিক…
সমুদ্রের দ্বাররক্ষীরা মৎস্যকন্যার পথ আটকালো…
একটা মৃত প্রজাপতির মন চাই তাদের…
না হলে যে প্রবেশ করা যাবে না জলের স্বর্গে…
মৎস্যকন্যা চিৎকার করে কাঁদলো, তুচ্ছ ভেবে প্রজাপতির মন সে ফেলে এসেছে পথে…
অন্যমনস্ক মেঘ বেদনার জন্ম দিলো…
দ্বিধাগ্রস্ত সমুদ্র ঘর বাঁধলো মৎস্যকন্যার চোখে…
ছবি: সংগৃহীত
২৪টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
কবিতায় একলব্য হলেন দাদা…চমৎকার।
এর বেশী বলার মতো বৃদ্ধাঙ্গুল আমার নেই আপাতত।
-{@ (3 -{@
দীপংকর চন্দ
নীতেশ দা,
অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা উপস্থিতিতে।
অপ্রত্যাশিত অদ্ভুত সুন্দর মন্তব্যের কথা উল্রেখ না করলেই যে নয়!
মুগ্ধতা!!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
নীতেশ বড়ুয়া
কবিতার চাইতে দাদা আমি কবিতায় ভাবকে পড়ার চেষ্টা করি। ভাবটুকুতেই বলেছি কারণ কবিতা বুঝতে পারি না অতো সহজে।
ভাল থাকবেন দীপংকর দাদা। শুভেচ্ছা -{@
দীপংকর চন্দ
শুভকামনা পুনরায় নীতেশ দা।
গদ্য আর পদ্যের সীমানাটাও কি সবসময় সঠিকভাবে নির্ণয় করা সহজ??
অনুভবই মূখ্য হয়ে দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে!
ভালো থাকবেন। অনেক।
নীতেশ বড়ুয়া
আর যাই হোক শৈল্পিক কোন কিছুর সীমানা নেই যখন তা পাঠক বা দর্শক/শ্রোতার কাছে আসে। কারণ তা তাদের ভাবনার সাথেই নানানভাবেই আসে।
ভাল থাকবেন আপনিও দাদা। ধন্যবাদ -{@
দীপংকর চন্দ
শুভকামনা এবং শুভকামনা দাদা। বারবার। অনেক।
অরুনি মায়া
আমরা অবহেলায় এমন অনেক কিছুকে গুরুত্বহীন ভাবে ফেলে দেই ,তখন তার প্র্যয়োজনীয়তা আমলে রাখিনা |কিন্তু যখন ভুল ভাঙে তখন আর কিছুই করার থাকেনা
দীপংকর চন্দ
মন্তব্যের গভীরতায় শ্রদ্ধা থাকছে।
আজ যা গুরুত্বহীন মনে হচ্ছে, সময়ের আবর্তে হয়তো তা-ই গুরুত্ববহ আগামীকাল!
শুভকামনা অনিঃশেষ জানবেন অরুনি মায়া।
অনেক ভালো থাকবেন। সবসময়।
অরুনি মায়া
খুব সুন্দর লিখেছেন
দীপংকর চন্দ
কৃতজ্ঞতা।
আপনার লেখায় ভিন্নস্বাদ পরিলক্ষিত হয়েছে ইতিমধ্যেই যতটুকু পড়েছি।
শুভকামনা জানবেন। পুনরায়।
আবু খায়ের আনিছ
যে ভালোবেসে তার সব দিয়ে দিল তাকেই অবহেল, আর কত এই রাগনীর সুর শুনব।
দীপংকর চন্দ
এই সুরের আধিপত্যের কারণেই ভালোবাসা মোহনীয় সম্ভবত!!
হা হা হা হা
কথাটা কিন্তু সংশয় রেখে বললাম!!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
আর ভালো যে আপনাকে থাকতেই হবে, তাই না??
শুভকামনা পুনরায়।
আবু খায়ের আনিছ
সংশয় নয় বাস্তব বলেছেন। মানুষ জানে অতি সুখের পিছনে কষ্ট থাকে তবে সেই কষ্টের পথ পাড়ি দিয়ে সবাই সুখের দেখা পেতে চায়।
অবশ্যই ভালো ত শুধু আমাকে নয় আপনাকেও থাকতে হবে।
হা হা হা
-{@ -{@ -{@
দীপংকর চন্দ
সুন্দর বক্তব্য।
// মানুষ জানে অতি সুখের পিছনে কষ্ট থাকে তবে সেই কষ্টের পথ পাড়ি দিয়ে সবাই সুখের দেখা পেতে চায়।//
শুভকামনা ভাই। পুনরায়।
অপার্থিব
এ তো দেখি মহাভারতের একলব্য আর দ্রোণাচার্য উপাখ্যানের কাব্যিক সংস্করন ! দারুণ ভাল লাগলো।
দীপংকর চন্দ
শুভকামনা অপার্থিব। অনিঃশেষ।
একলব্য মহাভারতের এক প্রান্তিক চরিত্র, যিনি পরাভূত আভিজাত্যের কাছে!
বেদনাদায়ক!!
ভালো থাকবেন। অনেক। সবসময়।
ছাইরাছ হেলাল
মৎস কন্যার চোখে মেঘবেদনা দেখলাম,
বেচারা একলব্য!!
দীপংকর চন্দ
‘মেঘবেদনা’ শব্দটির প্রতি ভালো লাগা থাকলো অনেক।
শুভকামনা অনিঃশেষ ভাই।
অনেক ভালো থাকবেন। সবসময়।
জিসান শা ইকরাম
লেখায় অত্যন্ত দক্ষ আপনি
শুভ কামনা।
দীপংকর চন্দ
আমার প্রত্যাশা একজন ভালো মানুষ হবার।
প্রার্থণা করবেন, আমার মাথা যেন নত থাকে সবসময় কৃতজ্ঞতায়।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
মারজানা ফেরদৌস রুবা
সুন্দর!
দীপংকর চন্দ
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
শুন্য শুন্যালয়
অসাধারন একটি লেখা, এর বেশি কিছু বলতে পারছিনা দাদা। পুরো লেখাটিতেই আচ্ছন্ন হয়ে গেলাম। সুযোগ থাকলে অবশ্যই এটা নিজের প্রোফাইলে নিয়ে রাখতাম। অসম্ভব সুন্দর।
দীপংকর চন্দ
কি যে বলেন!!
আসলে আপনাদের অকৃত্রিম আন্তরিকতা থেকে মনে হয় এমন!
কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।