সাধারণ পরিবারের মেয়ে রুপার বিয়ে হয় ধনী পুত্র রাজের সাথে।
বিয়ের কিছুদিন পর সে দেখল যে, তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে অবজ্ঞা করছে।কিন্তু রুপা অত্যন্ত গুণবতী মেয়ে।সে ভেঙে পড়ল না।রুপার বাবা একজন প্রায়মারী স্কুল মাস্টার।ছোটবেলা থেকে তিনি মেয়েকে শিক্ষা দিয়েছেন, কিভাবে নিজের গুণ দিয়ে মানুষের মন জয় করতে হয়।রুপা তার বাবার কথা মত শ্বশুর বাড়ির লোকদের সেবা করতে থাকল।এক পর্যায়ে সে সবার মন জয় করে ফেলল, এবং শুখে শান্তিতে বসবাস করতে লাগল।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
শুখে শান্তিতে বসবাস চলুক 🙂
ব্লগার রাজু
হাহহা 😀
লীলাবতী
সব কিছু এত সহজ?
ব্লগার রাজু
সহজ করে ভাবি তো তাই সহজ মনে হয়।
প্রহেলিকা
সত্যি কাহিনী নাকি?
ব্লগার রাজু
না ভাই, আমার কল্পনা থেকে লেখা 🙂
শুন্য শুন্যালয়
কার কথা বললেন? ধনী গরীব যাই বলেন শ্বশুর বাড়ির লোকদের মন জয় করা রূপাদের জন্য অনেক কস্টের ..শান্তি কি শুধু একজনের উপর নির্ভর করে?
ব্লগার রাজু
হ্যাঁ এটা ঠিক বলেছেন, তবে স্ত্রীর গুন থাকে সবকিছুই সম্ভব (আমি মনে করি) 🙂