রুদ্ধশ্বাস নীরবতা

ছাইরাছ হেলাল ১ আগস্ট ২০১৪, শুক্রবার, ০৭:৩৮:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৪ মন্তব্য

সবাই বলে
অতঃপর আমরা হেঁটে যাব যার যার পথে ,গিয়েছি যেমন আগেও;
আমাদের মাঝখানে দাঁড়াবে সময়ের শূন্যতা লোনা পানি হয়ে
আমাদের মাঝখানে আকণ্ঠ রুদ্ধশ্বাস নিস্পন্দ নিবিড় নীরবতা;
অতঃপর আমাদের সম্বল শুধুই নিশুতির উল্টো পথে হেঁটে যাওয়া ,
আমাদের থাকে চোখজলের একটুখানি নিশ্ছিদ্র নীল চাঁদোয়া ।

—————————————————————-
প্রিয় শহীদুল জহির থেকে প্রায় নকল করা ।

৮২৩জন ৮২৩জন
0 Shares

৫৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ