সবাই বলে
অতঃপর আমরা হেঁটে যাব যার যার পথে ,গিয়েছি যেমন আগেও;
আমাদের মাঝখানে দাঁড়াবে সময়ের শূন্যতা লোনা পানি হয়ে
আমাদের মাঝখানে আকণ্ঠ রুদ্ধশ্বাস নিস্পন্দ নিবিড় নীরবতা;
অতঃপর আমাদের সম্বল শুধুই নিশুতির উল্টো পথে হেঁটে যাওয়া ,
আমাদের থাকে চোখজলের একটুখানি নিশ্ছিদ্র নীল চাঁদোয়া ।
—————————————————————-
প্রিয় শহীদুল জহির থেকে প্রায় নকল করা ।
৫৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
সোনেলা আজ রুদ্ধশ্বাস নীরবতায় শুরু করিয়ে দিলেন। কেমন এক গুমোট ঝিম মেরে যাওয়া। এতোদিন পরে এসে আপনিও দেখি মনে করিয়ে দিলেন, সেই সেটা যেটা সবসময়ই ভুলে গেলেই খুশি থাকি।
না না, লেখা ভালো হয়নি 🙁
ছাইরাছ হেলাল
কী করব বলুন ? মাঝে মাঝেই গুমোট দমবদ্ধতায় আটকে যাই ,আটকে পড়ি , আটকে পড়ে যাওয়া দেখি ।
তখন অনেক কিছুই মনে হয় , মনে করি । যদিও সাময়িক এ সব ।
অবশ্য আনন্দকে ভুলে যাইনা ,যেমন যাইনি আগেও । আবারও হাসি আনন্দ আমাদের জয় করে নেবে ।
অবশ্যই ভাল হয়নি , হবে কী করে ? সাময়িক শ্বাস রুদ্ধতা যে ।
শুন্য শুন্যালয়
সাময়িক হলে ঠিক আছে, আনন্দ দ্বিগুন হয়ে আসবে 🙂
লেখা অনেক ভালো হয়েছে, শেষের লাইনটি বেশি।
দমবদ্ধতা কেটে যাক, জলদি জলদি।
একটু কম আসছেন কি আজকাল?
ছাইরাছ হেলাল
অবশ্যই সাময়িক । দ্বিগুন নয় হাজার গুন হয়ে আসবে ।
না কম না , মন্তব্য করার জায়গা পাচ্ছি না ।
প্রশংসা পাচ্ছি ! নকল লেখায় !
শুন্য শুন্যালয়
প্রায় নকল লেখা বলেই বেঁচে গেলেন। নইলে এমন লেখায়-এন্টি মরটেম এর নিয়ম আছে। ছুরি কাঁচি ও ব্যবহার করা যেতে পারে। 🙂
ছাইরাছ হেলাল
সবই প্রভুর কৃপা , এ যাত্রা নকলের উপ্রে দিয়ে দেছে ।
ছুরি সুই কাঁচিতে খুব ভয় পাই ।
শুন্য শুন্যালয়
শোনা কথা, যেখানেই ভয়, সেখানেই নাকি সন্ধ্যা হয়।
মশাই
শুধু চোখ বুলালেই বলা যাবে লেখাটি আপনার।
কিছু কিছু লাইন লেখাটিকে বেশ উঁচুতে নিয়ে গেছে। রাতে আবার আসব এই পোষ্টে এখন শুধু লেখা শেষ হবার পর আপনার অনুভূতি বলুন।
ছাইরাছ হেলাল
আমি তাঁর লেখা সামনে নিয়ে এটি লিখেছি , এক কথায় নষ্ট করেছি ।
আমার খুব বেশি প্রিয় মূল লেখাটি ।
আমার অনুভুতি লিখে প্রকাশ করা প্রায় অসম্ভব । সে চেষ্টা করছি না ।
আজিম
অনুভুতি প্রকাশ তো করেই দিয়েছেন জনাব আপনি মূল লেখাটা প্রকাশ করে দেয়ার মাধ্যমে।
কে বিশ্বাস করবে আপনি অনুভুতি লিখে প্রকাশ করতে পারেননা!
ছাইরাছ হেলাল
সত্যি আমি নিজেকে প্রকাশে অক্ষম ।
আর মূল লেখাটি তুলে দেইনি ইচ্ছে করেই ,তাতে আমার লেখা যে কতটা অপাংক্তেয় তা
লুকানোর পথ পেতাম না ।
পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ , ঈদের শুভেচ্ছা সহ ।
আজিম
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
কি আর করা !
এমন নীরবতা চাইনা
তারপরেও এসে যায় ——
ছাইরাছ হেলাল
আমরা চাই বা না চাই কিছু নীরবতা আমাদের মেনে নিতেই হয় । মেনে নেই ই ।
শ্বাস রুদ্ধ হলেও ।
পড়ার জন্য ধন্যবাদ ।
বনলতা সেন
আপনি কষ্ট কষ্ট নিয়ে লিখলে হবে না । এ লেখা পড়লে কোথায় যেন বিঁধে যায় । বিদ্ধ হয় ।
এত ভালো লেখার দরকারটা কিসের ! আমাদের লেখা শিকেয় তুলে রাখতে হবে মনে হচ্ছে ।
ছাইরাছ হেলাল
এ লেখা তেমন হিসাবে না রাখাই ভাল । ভালো আর লিখতে পারলাম কখন !
শিকেয় তুলে আমাদের না খাইয়ে মারতে চান । বরং আমার গুলোই তুলে রাখি ।
পড়ছেন দেখে ভালোও লাগল ।
ব্লগার সজীব
রুদ্ধশ্বাস অপেক্ষার কথা শুনেছি, রুদ্ধশ্বাস নীরবতা এই প্রথম শুনলাম। লেখায় +++++++
ছাইরাছ হেলাল
কলিকাল বলে কথা , কালে কালে কত কী শুনবেন তার ইয়ত্তা নেই ।
পড়ছেন দেখে ভালো লাগল । ধন্যবাদ ।
আগুন রঙের শিমুল
নিজের ভেতরে প্রতিটা মানুষ একা
ভেতরের একাকীত্ব অল্পকথায় একদম চোখের সামনে এনে দেয়ার মুনশীয়ানা চমৎকার ।
পঞ্চতারকা
ছাইরাছ হেলাল
হ্যাঁ, নিজের ভেতরে মানুষ একা । কেউ কেউ একটু বেশিই একা ।
পছন্দের মানুষের প্রশংসা আরও বেশি আনন্দের ।
নূতন লেখা চাই নিয়মিত এদিকেই , আমি ওদিকের মানুষ নই ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
কৃতিত্ব যা কিছু মূল লেখকেরই ।
আগুন রঙের শিমুল
তথাস্ত 🙂
থার্ড পার্সন পুরাল
কষ্টের একটা বাণ এ বিদ্ধ হয়ে আছেন মনে হচ্ছে ।এত নিরবতা কেন ? হাসি খুশি থাকেন না ।
ছাইরাছ হেলাল
নিরব নীরবতা আমাদের বহন করতেই হয় ।
ঠিক আছে হাসি খুশি ই থাকব ।
পড়ার জন্য ধন্যবাদ ।
লীলাবতী
প্রায় নকল করা মানে কি ? 🙂
ছাইরাছ হেলাল
নিজে লিখতে না পারলে অন্যেরটা মেরে দেওয়া বলতে পারেন ।
এই যেমন এই লেখাটি ।
হা হা ………
সিনথিয়া খোন্দকার
মুড চেঞ্জ করে দেবার মত পোস্ট।
ছাইরাছ হেলাল
আপনি ঠিক ধরে ফেলেছে , লেখার মূল সুর খুঁজে পেলে আপনি থমকে যেতে বাধ্য হবেন অবশ্যই ।
আপনি কিন্তু লিখছেন না বেশ ক’দিন ।
পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ ।
প্রজন্ম ৭১
মনের বিশ্রাম কি শেষ ভাই ? তাহলে ফুল স্পীডে শুরু করুন -{@ (y)
ছাইরাছ হেলাল
স্পীডের উপ্রেই আছি ।
শিশির কনা
নকল করা ভালো না :p ভাইয়া সময় দিতে পারিনা। মিস করি সোনেলাকে।
ছাইরাছ হেলাল
ঠিক বলেছেন , কিন্তু নিজে যেহেতু লিখতে পারিনা তাই একটু নকল প্রবণতা চলে আসে ।
ছেড়ে দেব অবশ্যই লেখা শিখতে পারলে । আপনাকে ও মিস করি অনেক ।
তবুও এলেন পড়লেন ,তাতেই খুশি ।
নীলাঞ্জনা নীলা
না চাইলেও এমন হয়, উল্টো পথে হেটে যাওয়া। এর জন্যই হয়ত অপেক্ষা ।
ছাইরাছ হেলাল
সব চাওয়া যেহেতু পাওয়া না তাই উল্টো পথে যেতেই হয় ।
অনেক ভালো লাগল আপনার মতামত পেয়ে ।
ওয়ালিনা চৌধুরী অভি
নীরবতার প? রে কি
ছাইরাছ হেলাল
নীরবতার পর থাকে শুধুই নিরবে থাকা । আপনি কৈ কৈ যে থাকেন ?
ভালো থেকে সাথেই থাকুন ।
অজানা এক পথে চলা
কবিতা বুঝতে পারিনা আমি ভাইয়া 🙁
ছাইরাছ হেলাল
এত্ত এত্ত দিন পর !
কবিতা আমিও বুঝি না ,তাই লিখিও না । মাঝে মাঝে খোঁজ নিতে হয় আমাদের ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
কেমন একটা ভয় আর গাম্ভির্য আপনার এখানে :p
ছাইরাছ হেলাল
খুঁজে এসে পুরনো লেখা পড়েছেন দেখে ভালো লাগল অনেক ।
না না , ভয়ের কিছু নেই ।
আনন্দে থেকে ভাল থাকুন বেশি করে । ধন্যবাদ
শুন্য শুন্যালয়
এতোদিন ধরে নীরবতায় রেখে দেয়া ঠিক না, এবার কিছু বলুন।
ছাইরাছ হেলাল
জ্বি , ঠিক না । চেষ্টা চালু আছে ।
তবে ভোরেরা এখন কোথায় কীভাবে আছে বড়ই জানতে ইচ্ছে করে ।
শুন্য শুন্যালয়
এই যে ভাইজান, কিছু মুভির নাম দিন। কোথাও টুরে গেলেন নাকি?
ছাইরাছ হেলাল
জ্বি, আছি ভাইয়া , একদিনের সামান্য একটি ট্যুর করছি ।
আমার খুব প্রিয় তিনটি ছবি , মন দিয়ে দেখবেন । এরপর অন্য ছবির নাম দিব ।
একটি রিভিয়ু দ্যান । আগে বলে দিলে ছবিটি দেখে রাখতে পারি বা এই ছবি দেখেই একটু লিখুন । কতদিন ছবি নিয়ে কথা বলি না ।
The Banishment (2007) .Elena (2011) .The Return (2003)
এখনই দেখতে শুরু করুণ ।
শুন্য শুন্যালয়
the return দিয়েই রিটার্ন করি তাহলে। অবশ্য এর মধ্যে কয়েকটা মুভি দেখেছি। before sunrise দেখলাম।
আপনাকে তো দেখিইনা, কথা বলবো কেমন করে। রিভিউ দেব শীঘ্রই 🙂
ছাইরাছ হেলাল
আপনি শুরু করে দিন , আছি তো ।
before sunrise এর সাথে আরও দু’টো আছে দেখে ফেলুন ।
শুন্য শুন্যালয়
before sunset…আরেকটা?
ছাইরাছ হেলাল
Before Midnight (2013) দেখে ফেলুন ।
শুন্য শুন্যালয়
দেখবো, আগে রিটার্ন দেখি। আপনি কি দেখছেন?
ছাইরাছ হেলাল
হ্যাঁ আগে রিটার্ন দেখতে হবে । Before Midnight (2013) সব দেখিনি ,
তবে দেখব । কঠিন ছবি এখন দেখছি । এরপর এটি দেখব ।
শুন্য শুন্যালয়
লেখাটেখা দিচ্ছেন না কেনো? খুব খারাপ ।
মিথুন
এমন সত্য প্রকাশ কস্ট দেয়।
গিয়েছি যেমন আগেও। ফিরে যখন এসেছিল, আবার আসবে।
আপনি ভালো লেখেন খুব, তবে কম লেখেন মনে হয়।
ছাইরাছ হেলাল
অনেকদিন পর আপনাকে দেখলাম ।
পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ ।
লিখতে শুরু করুণ ।
আমি একটু কমই লিখি , বেশি লিখলে আপনাদের লেখা পড়ব কখন !
শাদমান সাকিব
নিজেকে ভাগ্যবান ভাবতে ইচ্ছে করছে । আমাকে ফিরে আসার সুযোগ দেয়ার জন্য ।
লিখব নিয়মিত ।পড়ব আপনাদের লেখা ।
আমি যে আপনাদেরই লোক ।
ছাইরাছ হেলাল
আমরাও আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে ।
লিখতে শুরু করছেন দেখে আরও আনন্দিত । আপনি এখানে ছবির গুরু তা তো অস্বীকার করার জো নেই ।
মুভি এবং মুভি । আমরাও আপনারই মানুষ ।