রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ আনা
কবীরের ভিটেয় পদ্ম ফুলের নিশান দিচ্ছে হানা
রুখে দাও মৌলবাদের কুমন্ত্রনা বিশ্রী সুরে
কাজী নজরুলের কসম তোমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে…
রুখে দাও বর্গীগুলোর জুলুমবাজি, মগের মুলুক
আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক।।
রুখে দাও বাবরি ভাঙা ত্রিশূলধারীর রথের চাকা
গুজরাট কাঁদছে আজও, অনেক বুকেই কান্না রাখা
রাখে দায় কান্না গুলো, শান্তি পাখি আসুক উরে
শান্তির কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে…
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
কিছু গানের কোন দেশ নেই,স্থান কাল পাত্র শুধু পাল্টায় সুমন কবিরের গাওয়া গানটি শুনুন এ ক্লিক করে
২২টি মন্তব্য
খেয়ালী মেয়ে
তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে, রুখছে নাতো কেউই 🙁
শিশির কনা
রুখবে আপু রুখবে।আল্লাহ এতবড় জুলুম সহ্য করবেন না।
জিসান শা ইকরাম
তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে…………
রুখে দাও বর্গীগুলোর জুলুমবাজি, মগের মুলুক
আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক।।
এমন গান সব দেশের জন্য প্রযোজ্য।
শিশির কনা
কেমন মিলে যাচ্ছে আমাদের দেশের সাথে।
ব্লগার সজীব
শান্তি আসুক আমাদের সোনার দেশে।
শিশির কনা
শান্তি কি আর আসবে আমাদের দেশে?
বৃষ্টিহত ফাহিম
গানটা নতুন মনে হচ্ছে। সাম্প্রতিক অবস্থার সাথে যায়।
শিশির কনা
গানটি পুরানো,যে কোন হানাহানির সাথে গানটি যায়।
ছাইরাছ হেলাল
আগে না শোনা গানটি শুনলাম অনেকবার।
এমন গান হয় ভাবতেই পারিনি।
শিশির কনা
কবির সুমনের এমন বেশ কিছু গান আছে।
প্রজন্ম ৭১
ধর্মীয় উন্মাদনা,সন্ত্রাস রুখতেই হবে।
শিশির কনা
সচেতন না হলে রুখবে কে?
নওশিন মিশু
পৃথিবীর ইতিহাসে ধর্ম নিয়ে রাজনীতি এ যাবৎ মৃত্যু ও ধ্বংস ছাড়া কিছুই দিতে পারেনি এবং ভবিষ্যতে পারবেও না।
কিন্তু “আমার মাকে যে প্রতিদিন পুড়ানো হচ্ছে” যা সত্যিই আর সহ্য করা যাচ্ছেনা ….
শিশির কনা
দিন দিন সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে আপু।
খসড়া
রুখে দাও সন্ত্রাস।
শিশির কনা
রুখে দাও সন্ত্রাস।
স্বপ্ন
গানটি প্রথম শুনলাম।দেশের বর্তমান অবস্থার সাথে মিলে গিয়েছে।রুখে দাও সন্ত্রাস।
শিশির কনা
রুখে দাও সন্ত্রাস,শান্তি শেষ ভাইয়া।
শুন্য শুন্যালয়
চমৎকার গান। কথা আর সুমনের প্রতিবাদী কন্ঠস্বরের সংমিশ্রন। প্রথম শুনলাম আজ। শিশিরকনা কে অনেক ধন্যবাদ শেয়ারের জন্য। গানের পাখি হয়ে গেছেন দেখছি।
শিশির কনা
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।গান শেয়ার দিচ্ছি কেবল।আপনাদের মত লিখতে পারলে কি আর গান শেয়ার দেই? 🙂
নুসরাত মৌরিন
অসাধারন একটি গান।
কবির সুমন আমার খুব প্রিয় একজন শিল্পী।
তার এই গানটি আজই শুনলাম।
ধন্যবাদ শিশির কনা।
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ আপু।