রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।

রুখে দাও সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ আনা
কবীরের ভিটেয় পদ্ম ফুলের নিশান দিচ্ছে হানা
রুখে দাও মৌলবাদের কুমন্ত্রনা বিশ্রী সুরে
কাজী নজরুলের কসম তোমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে…

রুখে দাও বর্গীগুলোর জুলুমবাজি, মগের মুলুক
আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক।।
রুখে দাও বাবরি ভাঙা ত্রিশূলধারীর রথের চাকা
গুজরাট কাঁদছে আজও, অনেক বুকেই কান্না রাখা
রাখে দায় কান্না গুলো, শান্তি পাখি আসুক উরে
শান্তির কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে…

রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।

কিছু গানের কোন দেশ নেই,স্থান কাল পাত্র শুধু পাল্টায় সুমন কবিরের গাওয়া গানটি শুনুন এ ক্লিক করে

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ