প্রিয়ো পাঠক
আপনারা যখন এই ব্লগটা পড়ছেন তখন আমি ১০৫-১০৪ ডিগ্রী হাড় কাপানু জ্বরে ভুগছি।
হতে পারে এই লেখাটা যখন আপনারা পড়ে শেষ করে নীচের দিকে স্ক্রল করে অন্য কারো লেখায় মগ্ন হয়ে যাবেন ,তখন হয় আমি মারা যেতে পারি বা ৮ বছর ধরে হার্টে ব্লক নিয়ে যুদ্ধ করা রিফাত মারা যেতে পারে।
সানজাম হোসেন রিফাত-
যখন তার বয়স ২ মাস তখনই তার হার্টে একটা ব্লক ধরা পরে।। তখনই ডাঃ তাদেরকে অপারেশন করাতে বলে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে দীর্ঘ আট বছর পারেনি। এখন রিফাত শ্বাস নিতে গেলে হার্টের ব্লকের কারণে ব্লাড এবং অক্সিজেন সার্কুলেশনে বাধা পায়। যার ফলে তার শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটে।
রিফাতের ফুসফুস প্রয়োজনীয় অক্সিজেন পায়না। ভাবুন একবার, আপনার নাক-মুখ কেও চেপে ধরে আছে আর দিনের পর দিন আপনাকে প্রচন্ড কষ্ট করে জোর করে নিশ্বাস নিতে হচ্ছে। কেমন হতো এভাবে বেচে থাকা।
অপারেশনের মোট টাকা লাগে। ১৪০০০০ এবং আনুষাঙ্গিক খরচ, ঔষুধ খরচ মিলিয়ে ২০০০০০ টাকা।
ভাবেন একবার আপনার বা আমার যদি এমন হতো ! পারতাম সারভাইভ করতে।
কিন্তু রিফাত পেরেছে। যুদ্ধ করে যাচ্ছে।
মায়ের বুক খামছে ধরে পরে আছে।
আপনাদের একটু সহায়াতা পারে রিফাতের ফুস্ফুস বাতাসে ভরে দিতে।
আপনাদের একটু মানবিক ইচ্ছা হতে পারে তার মায়ের বুকের স্থায়ী বসত।
দিবেন ৫-৬ বন্ধু মিলে ২০০ টাকা !!!
দিবেন ১০০-৫০-২০০-৫০০ !
দিবেন আজকের রুই মাছ বা আস্কারা-মাস্কারার টাকাটা !
দিবেন !!!!!!???
কিচ্ছুই পারবেননা ! তাহোলে কপি, পেষ্ট শেয়ার করে ছরিয়ে দেন। বাংলাদেশে প্রতি মিনিটে ৭৬০০০ হাজার মানুষ ফেসবুকে লগ ইন করে । হতে পারে আপনার শেয়ার করা জিনিষ্টা কারো ছোখে পরলো যার সাহায্য করার মতো ১০০ টাকা আছে।
রিফাতের মেডিকেল রিপোর্ট এখানেঃ https://goo.gl/80fIo0
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ পার্সোনালঃ
+8801741648548 (ছেলের মা)
+8801956664882 (ছেলের মা)
ব্যাংকের মাধ্যমে সাহায্য করতে চাইলে
Jasmin Akter Some
A/C No: 27244
Islami Bank, Mymensingh Branch।
দেশের বাহির থেকে কেউ সাহায্য পাঠাতে চাইলে
National ID:
Jesmin Akter Sumi
ID No: 6125202109917
রিফাতের পরিবারের সাথে কথা বলতে-
+8801741648548 (ছেলের মা)
অর্থ সংগ্রহের বিস্তারিত দেখতে লিঙ্ক এখানে: https://goo.gl/oS3lqt
মানবতা যেখানে জয় সেখানে নিশ্চিত।
বিঃ দ্রঃ পোস্টদাতার হাতে কোন অর্থ আদান-প্রদান থেকে নিজেকে বিরত রাখুন। প্রয়োজনীয় অর্থ রিফাতের পরিবারের সাথে যোগাযোগ করে সরাসরি পাঠান। পারলে নিজ এলাকা এবং আশপাশের মানুষের থেকে টাকা সংগ্রহ করে রিফাতের পরিবারের সাথে সরাসরি টাকাটা দিন। সম্ভব হলে পোস্টটি শেয়ার, কপি-পেস্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এই মানবিক আবেদনে সবাই সাড়া দেবেন এ আশা রাখি।
ইমন
আশায় থাকলাম। ব্যাপক সাড়া পাইছি এখন পর্যন্ত 🙁
অরুনি মায়া
🙁
ইমন
!
জিসান শা ইকরাম
নিজে যতটা সম্ভব করার চেষ্টা করবো
সবাই এগিয়ে আসুক রিফাতের এই দুঃসময়ে।
ইমন
ধন্যবাদ ভাইয়া। 🙂
মেহেরী তাজ
সাধ্যমত চেষ্টা করবো…..!!
ইমন
ধন্যবাদ আপু 🙂
ব্লগার সজীব
রিফাতকে বাঁচাতে এগিয়ে আসি আমরা।শেয়ারের জন্য ধন্যবাদ।
ইমন
ধন্যবাদ সজীব ভাই 🙂
নীলাঞ্জনা নীলা
আছি পাশে। সুস্থ হয়ে উঠবেই রিফাত।
ইমন
ধন্যবাদ আপু 🙂
শুন্য শুন্যালয়
মনপ্রাণ থেকে দোয়া করছি, বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক।
রোগ সম্পর্কে তথ্যগুলো একটু ক্লিয়ার করে বললে সবাই আরো উদ্বুদ্ধ হবে জনসচেতনতায়। যেন ভুল বুঝে কোন বিভ্রান্তি না ছড়ায়। প্রথমে বলা হয়েছে বাচ্চাটির কলিজায় ফুটো, এরপর বলা হয়েছে হার্টে ব্লক, এরপর ফুটো, তিনটা ভিন্ন ভিন্ন জিনিস। আমার বলার উদ্যেশ্য কেউ যেন ভুল না বোঝে। ইমন ভাইয়া আমি কি বোঝাতে পেরেছি?
কেন যে বিধাতা এই পরীক্ষা নেয়, জানা নেই। আল্লাহ্ বাচ্চাটিকে সুস্থ করে দাও সবার প্রচেষ্টায়।
ইমন
কলিজা আর হার্ট একি জিনিষ বলে জানতাম। তাই হয়তো লিখেছি। আর এটা আমি আমার মতো অরে লিখেছিতো তাই। আর ব্লক আর ফুটো একই বুঝতাম তাই …… 🙁 মূর্খ্য হলে যা হয় 🙁 ………… এটা আমার কাছের এক বড় ভাইয়ের পরিবারের ঘটণা। অথেন্টীক ণা হোলে আমী আপাততো লিখতাম না। 🙂
শুন্য শুন্যালয়
ভাইয়া স্যরি আমার মন্তব্যে কষ্ট পেলে। আমি ভেবেছিলাম হয়তো আপনি কপি করে লিখেছেন। আমার বলার কারণটা আপনি বুঝতে পারলে ভালো লাগবে আমার। বাচ্চাটির জন্য মন থেকে প্রার্থনা করছি ইমন ভাই।
ইমন
(y) হুম। কেমন আছেন ? 🙂
অরণ্য
দিনে দিনে সন্দেহবাতিক হয়ে উঠছি কিনা জানিনা। ভাবছি “SCAM”-এর নতুন ধারা নয়তো আবার! ;?
শুন্য শুন্যালয়
সন্দেহ করবার কোনই কারণ নেই অরণ্য। ইমন ভাইয়ার পোস্ট এটি, আমার প্রিয় আর শ্রদ্ধার। আমার বলার উদ্যেশ্য ছিলো ভুল না বোঝা।
বিশ্বাসে কেউ কখনো কিছু হারায় না। ঠকলেও বিশ্বাস করতে হয়। অনেক অনেক আগে আমার এক বন্ধু বলেছিল আমাকে।
ক্যাস্পার চলে যাবার পর থেকে মনটা খুব বিষন্ন। সব বাচ্চাগুলোর মাঝে তাকে দেখি। রিফাত ভালো হয়ে যাবে এটা আমার প্রার্থনা।
ইমন
আমার ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান না। তাই হয়তো কলিজা কেই হার্ট বুঝতাম। আর ব্লক কেই ছিদ্র ভাবতাম। আসলে আমি এসব পিচ্ছি-পাচ্ছার অসুস্থতার কথা শুনলে সাথে সাথে রিএকট করি। তাই সাথে সাথে অফলাইন এবং অনলাইন দুই জায়গায়ই সবাইকে বলি কিছু করার। সো, ……।। 🙂
অনিকেত নন্দিনী
এখুনি কিছু বলবোনা। আগে দেখবো, পরে বলার চেষ্টা করবো।
ইমন
আমার ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান না। তাই হয়তো কলিজা কেই হার্ট বুঝতাম। আর ব্লক কেই ছিদ্র ভাবতাম। আসলে আমি এসব পিচ্ছি-পাচ্ছার অসুস্থতার কথা শুনলে সাথে সাথে রিএকট করি। তাই সাথে সাথে অফলাইন এবং অনলাইন দুই জায়গায়ই সবাইকে বলি কিছু করার।
লীলাবতী
এত মিষ্টি একটা বাচ্চা এভাবে কষ্ট পাচ্ছে? 🙁 পাশেই থাকবো যতটা পারি। আমরা এভাবে সবসময় একজন আরেকজন মানুষের পাশে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ারের জন্য ইমন ভাই।
ইমন
আপনাকেও ধন্যবাদ 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
রিফাতরা অকালে ঝড়ে পড়ে অর্থের কারনে -{@ যা হয়তো অনেকের ঈদে স্পেশাল মার্কেটিং -{@ সাধ আছে সাধ্য যেন ধরা ছোয়ার বাহিররে -{@
ইমন
(y)
ব্লগার সজীব
ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক! -{@