আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছে ঘুমকাতুরে ছেলেটা।রাতেই জুতা কালি করে ও পুরাতন শার্টটা ইস্ত্রি করে মেসে রেখেছে।
সকাল ১০টা ১০ মিনিটে রিপনের ভাইবার জন্য ডাকলো।রিপন কে জিজ্ঞাসা করল এর আগে কোথাও জব করছে কি না। রিপনের উত্তর হল না। তাকে বলা হল আচ্ছা আপনি আসতে পারেন পরে আপনার সাথে যোগাযোগ করব। রিপনের আর বুজতে বাঁকি রইল না ওর জব টা হবে কি না। কিন্তু ওর জন্য ধানমন্ডি লেকে বসে আছে রিতা,কিন্তু রিতাকে কি বলবে তাই ভাবতে ভাবতে আনমনে ফুটপাত দিয়ে ধীর গতিতে হাটতে থাকে। রিতাকে অনেক দিন ধরে অপেক্ষা করিয়ে রেখেছে চাকরী হলেই তারা সংসার শুরু করবে।ওর সামনে যেতে রিপনের আনেক কষ্ট হচ্ছে। তার পরও গিয়ে শুধু বল্লো এর আগে আমার বিয়ে করার কোন অভিজ্ঞতা নেই,তাই আমি তোমাকে বিয়ে করতে পারব না।এর পর চোখের পানি মুছতে মুছতে চলে যায় রিপন।
৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
অল্প কথায় কত সুন্দর একটা লেখা দিলেন। আসলেই অবাক লাগে সবাই অভিজ্ঞতা চায় কাজের, কাজ না করে কি করে অভিজ্ঞতা হবে সেটা যেন তাদের ব্যাপার না।
লেখাটির শিরোনাম আগে দেখেছিলাম, এখন দেখছিনা কেনো? আর আইডি নীচে চলে এলো কি করে? সবই দেখছি ভূতের ব্যাপার স্যাপার।
জিসান শা ইকরাম
আপনার পুর্বের একটি লেখার শিরোনামে সমস্যা ছিল দেখেছে।আমাদের কিন্তু এমন সমস্যা হয়না।সোনেলার সব কিছু ডিফল্ট করা আছে।পোষ্ট দিয়ে গিয়ে শিরোনাম,বডিতে লেখা এরপর প্রকাশে ক্লিক করবেন।এর বেশি ক্লিক করলেই সমস্যা হবে।আপনি এর বেশী Image এ ক্লিক করে লেখাটি প্রকাশ করেছেন বলে এমন হয়েছিল।
অন্য লেখকের লেখা বেশি বেশি পড়ুন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সাত সকালে মিষ্টি একটি এক দিকে হাসি অন্যদিকে বেকারত্ত্বের অভিশাপময় দৃশ্য দেখালেন।খুবই সুন্দর হয়েছে অভিজ্ঞতা!নতুন চাকুরীজীবির জন্য এ এক অভিশাপ।যেখানে স্বপ্নগুলো বন্দী থাকে দিনের পর দিন।
খেয়ালী মেয়ে
সুন্দর বলেছেন….অভিজ্ঞতা অর্জনের সুযোগ কেউ দিতে চায় না, কিন্তু অনেক অনেক অভিজ্ঞতা চায়..