যদি ভাবো পাবে তারে
যদি ভাবো পাবে,
সপ্নের মেয়েটাকে বাস্তবে তুমি,
যদি ভাবো খাবে তারে
গালে চুমু খাবে,
সপ্নের মেয়েটাকে বাস-স্টপে তুমি!!
তবে ভুল তবে ভুল
রুপ কথা সমতুল
সেই কল্পনা-অল্পনা সব বাছাধন,
তুমি বড় বেশি চাও
বেশি বুলি কপচাও
গুরু ছেড়ে দাও ফ্যান্টাসি আ-জন্ম ক্ষন।।
যদি ভাবো যাবে তুমি সিনেমাতে যাবে
সপ্নের ক্যামেরার চেহেরাতে তুমি,
প্রচুর ফ্যান আর শ্যামপেন পাবে
অফিস টাইমের রাশটাতে তুমি \|/
তবে বোকা তবে বোকা
কেন শ্রেফ শুয়োপোকা
হতে পারে প্রজাপতি
কেন মানুষ পারেনা?
যত বুঝি খ্যাতি নয়
মনদিরা ব্যেদি আর মাধুরী
দীক্ষিতের প্রেমিক থাকেনা!!
তাই চেনা চির সুখ চাও
মহা উজবুক তুমি
খুঁটে খুঁটে নিতে পারো
আনন্দ কনা
যতই ত্রি-এক্স আর যতই
ফ্রি সেক্স গুরু :p
বাবারা যা পায়নি
তা আমরা পাবোনা!!
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাবারা না পেলেও আপনার কিন্তু পাওয়ার উজ্জ্বল সম্ভবনা
দেখতে পাচ্ছি ।
সীমান্ত উন্মাদ
এই দোয়া কইরেন না পিলিজ লাগে ভাই। কারন রম্য ছড়া, কাব্য এবং গান লিখা হয় সাধারনত আশে পাশে কটু বিষয়গুলো নিয়ে। যা লেখকের ব্যাক্তি জীবনের সাথে কোন সম্পর্ক নেই।
শুভকামনা জানিবেন নিরন্তর।
লীলাবতী
কল্পানো ভালো না (y)
সীমান্ত উন্মাদ
তাও ঠিক।
বনলতা সেন
জ্ঞানীরা ই সাবধানী হয় ।
অসাধ্য সাধনের পথে না যাওয়াই উত্তম ।
সীমান্ত উন্মাদ
আমি জ্ঞানি না তবুও যাইনা, বিলিভ মি পিলিজ।
জিসান শা ইকরাম
১৮ মাইনাস থাকাই ভালো 🙂
ভালো হইসে , শুভ কামনা ।
সীমান্ত উন্মাদ
হ মামা যেই ডিজিটাল যুগ ১৮ মাইনাস থাকাই ভালো, সব দিক দিয়া নিরাপদ।
শুন্য শুন্যালয়
কবিতা কিন্তু বড়ই বাস্তব হইছে, কল্পনার লেশমাত্র নেই 🙂
সীমান্ত উন্মাদ
এইটা কল্পনার এমন এক পর্যায়ে গেছেগা দেইখা মনে লয় এক্কেবারে বাস্তব। :p