আজকাল কেবলি আমি হারিয়ে যাবার কথা ভাবি। বেঁচে থেকে থেকে হৃদয় বেশ ক্লান্ত। আমি হারালে কারো কিছুই যাবে আসবেনা জানি। পৃথিবীর কোন কিছুই থেমে থাকবেনা। একই নিয়মে রাতশেষে ভোর হবে, দুপুর গড়িয়ে বিকেল। কোন এক গৃহত্যাগি জোছনায় এক বাউন্ডুলে পথে নেমে আসবে। একসময় সে ঘোরতর বাউন্ডুলেও সংসারি হবে। লবন তেলের হিসেবের ভীড়ে তার স্মৃতি থেকেও আমি মুছে যাব।
২২টি মন্তব্য
জিসান শা ইকরাম
একজন মানুষ হাড়িয়ে গেলে , তার শুন্যতা কিছুতেই পূর্ণ হয়না।
তবে এটা ঠিক যে – একটি সময়ে স্মৃতি কিছুটা ঝাপসা হয়ে যায়। তবে হঠাৎ দু এক সময় তা সাইক্লোন হয়ে ফিরে আসে.
সোনেলায় স্বাগতম । এটিকে রাফখাতা ভেবেই লিখতে থাকুন নিয়মিত ।
মিসু
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।
হতভাগ্য কবি
আহা বেশ। স্বাগতম ভাই 🙂
মিসু
ধন্যবাদ কবি ভাই 🙂
ছাইরাছ হেলাল
আমিও স্বাগতম বললাম আপনাকে ।
হারিয়ে যেতে আনন্দ আছে , আর তা নিয়ে হারালে মন্দ কী ?
আবার আপনি হারিয়ে গেলেও ‘সোনেলা’ কিন্তু আপনাকে মনে রাখবে । সে আপনি চান বা না চান ।
অতএব আপাতত আপনার হারানোর সম্ভাবনা দেখছি না ।
এমন হারিয়ে যাওয়ার ভাব নিয়ে নিয়মিত লিখুন , আমরা পাঠক হব ।
মিসু
ধন্যবাদ ভাই 🙂 🙂
আদিব আদ্নান
বেশ বৈরাগ্য নিয়ে শুরু করলেও একটি শুরুর জন্য শুভেচ্ছা এখানে ।
লিখবেন নিয়মিত বৈরাগ্য হীন ভাবে ।
মিসু
ধন্যবাদ ভাই । নিয়মিত লেখার চেষ্টা করবো ।
"বাইরনিক শুভ্র"
সবাই একদিন হারিয়ে যায়। হারাতে না চাইলেও। তবে আপনি যদি হারিয়ে জেতেন তাহলে এরকম বৈরাগ্য পুর্ন লেখা কি আমরা পড়তে পারতাম??
মিসু
ধন্যবাদ ভাই ।
অন্তরা মিতু
কোন এক গৃহত্যাগি জোছনায় এক বাউন্ডুলে পথে নেমে আসবে। একসময় সে ঘোরতর বাউন্ডুলেও সংসারি হবে……………..
সুতরাং, হারিয়ে যাওয়ার ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার দরকার নেই… রয়ে যান আমাদের মাঝে………..
মিসু
আচ্ছা , থেকেই গেলাম 🙂
শিশির কনা
আপনি হাড়িয়ে গেলে কারো কিছু আসবে যাবে না , এই ধারনা সত্যি নাও হতে পারে ।
মিসু
কেউ কথা রাখেনি । আমিও না 😛
যাযাবর
আমিও ইদানিং এমন ভাবছি , আপনার মতই ।
মিসু
আমি তাহলে একা নই , সাথি আছে আমার 🙂
কৃন্তনিকা
“পৃথিবীর কোন কিছুই থেমে থাকবেনা। একই নিয়মে রাতশেষে ভোর হবে, দুপুর গড়িয়ে বিকেল।” কঠিন সত্য। কিন্তু মন মানতে চায় না… 🙁
মিসু
🙁 🙁
বনলতা সেন
সব কিছু মুছে যাবে আমার কেন যেন তা মনে হয় না ।
এতটা হতাশার কিছু নেই ।
মিসু
দোয়া করবেন বনলতা
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
কোন এক গৃহত্যাগি জোছনায় এক বাউন্ডুলে পথে নেমে আসবে। একসময় সে ঘোরতর বাউন্ডুলেও সংসারি হবে। লবন তেলের হিসেবের ভীড়ে তার স্মৃতি থেকেও আমি মুছে যাব—
চমৎকার লিখেছেন!!! আপনার লেখায় আবেগ অনেক….।ভাল লাগল।
মিসু
আপনাকে অনেক ধন্যবাদ সোহেল । -{@