এক মগ ক্যাফিন গলা দিয়ে নীচে নামতেই উবে গেলো সব ঘুম,
চোখের আলসেমি কে আর পরোয়া করি না ।
একটা নিরলস রাতের গল্পে আঁটকে আছে চোখ,
কিছু হিসেবের গরমিল আর মধ্যরাতের নিস্তব্ধতা উপভোগ করছি ।
বেশ লাগছে, একটা ছন্নছাড়া রাতও এতো আপন হয় ?
জানা ছিল না…
কখনো নিজেকে নিজের করে ভাবিনি, বোধহয় ভুলটা সেখানেই !
আষ্টেপৃষ্ঠে বাঁধা একটা দায়সারা শৃঙ্খল… ও আমি বুঝি ।
পুরানো কষ্টগুলোকে ধুয়ে ফেলি নতুন কষ্টগুলোকে জায়গা দেবো বলে,
আমি জানি কালই তুমি আমাকে দেবে এক জোড়া আনকোরা
দলা পাকানো কষ্ট।
সে তুমি দিতেই পারো.. .
কিন্তু ওই মরা পেঁচাটা? উফ কি ভয়ানক…
কি ভয়ংকর চাহুনি পেঁচাটার দেখলেই গা রি রি করে।
চোখগুলো এখনো তার কিসের অপেক্ষায় কে জানে?
কিন্তু আমি জানি আজ এই দ্বিপ্রহরে তার মৃত্যুর কারন খুঁজতে
আর কেউ আসবে না।
২০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আপনি অনেক ভালো লেখেন, লেখাটা পড়ে কস্ট হলো অজানা কস্টে.
এক মগ ক্যাফিন না খেয়ে বরং ঘুম দিন। সকাল অন্যরকম হতেও তো পারে। ভালো থাকুন আপু, সবসময়।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপনাকে শুন্য , আপনিও ভালো লেখেন 🙂
ছাইরাছ হেলাল
এ দেখছি এক পেয়ালা জমাট কষ্ট ।
এখন আর কেউ কাউকে খুঁজে কষ্ট ভুলিয়ে দিতে আসে না ।
ভাল লেখা কষ্টের হলেও পড়তে ভালই লাগে ।
ওয়ালিনা চৌধুরী অভি
ভালো মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।
মশাই
দারুন লিখেছেন!! রাত শিরোনাম দেখে চাঁদ দেখার আশায় ঢুকে পেঁচা দেখে কিন্তু সত্যি অবাক হয়েছি। আসলেই শেখার অনেক কিছু বাকি এখনো।
ওয়ালিনা চৌধুরী অভি
পেঁচা দেখা নাকি সৌভাগ্য ? :p
মা মাটি দেশ
-{@ (y)
ওয়ালিনা চৌধুরী অভি
-{@ -{@
মোঃ মজিবর রহমান
এক ক্যাফিনে সব কষ্ট চুকে গেলেত ভাল আপু,
চাদের বদলে পেঁচা বর বর চোখ।
”কখনো নিজেকে নিজের করে ভাবিনি, বোধহয় ভুলটা সেখানেই ” দারুন অভিব্যাক্তি
ভাল লাগলো কষ্ট বুঝলাম।
ভাল থাকুন।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপনাকে ।
লীলাবতী
আমার এত কিউট আপুটা, এত কষ্টের কথা কেনো লিখবে? 🙁
ওয়ালিনা চৌধুরী অভি
কষ্টের মাঝে আছি যে আপু 🙁
স্বপ্ন নীলা
হুমমম ——- নিজেকেই আগে ভালবাসতে হবে—নিজের করে ভাবতে হবে ——
ওয়ালিনা চৌধুরী অভি
এর বিকল্প নেই নীলাপু ।
জিসান শা ইকরাম
কি মন্তব্য করবো বুঝতে পারছি না ।
কোষ্টগুলো যেন ছবি হয়ে সামনে এসে দাড়িয়েছে ।
শুভ কামনা ।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপনাকে -{@
নীলাঞ্জনা নীলা
হিসেবের কিছু গরমিল থাকবেই আপু । কষ্টকে অতিক্রম করতেই হবে । ভালো লিখেছেন ।
ওয়ালিনা চৌধুরী অভি
কষ্টকে অতিক্রম করতেই হবে -{@ (y)
মিথুন
না না এমন রাত চাইনা। কফি খেতে হবেনা, আপনি ঘুমান। এক ঝুড়ি আম খেয়ে ঘুম দিন।
ওয়ালিনা চৌধুরী অভি
আম যে খাবো তারও তো কোন উপায় নেই , ফরমালিন 🙁