রাত

ওয়ালিনা চৌধুরী অভি ২৫ জুন ২০১৪, বুধবার, ০১:৩৭:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

এক মগ ক্যাফিন গলা দিয়ে নীচে নামতেই উবে গেলো সব ঘুম,
চোখের আলসেমি কে আর পরোয়া করি না ।
একটা নিরলস রাতের গল্পে আঁটকে আছে চোখ,
কিছু হিসেবের গরমিল আর মধ্যরাতের নিস্তব্ধতা উপভোগ করছি ।
বেশ লাগছে, একটা ছন্নছাড়া রাতও এতো আপন হয় ?
জানা ছিল না…
কখনো নিজেকে নিজের করে ভাবিনি, বোধহয় ভুলটা সেখানেই !
আষ্টেপৃষ্ঠে বাঁধা একটা দায়সারা শৃঙ্খল… ও আমি বুঝি ।
পুরানো কষ্টগুলোকে ধুয়ে ফেলি নতুন কষ্টগুলোকে জায়গা দেবো বলে,
আমি জানি কালই তুমি আমাকে দেবে এক জোড়া আনকোরা
দলা পাকানো কষ্ট।
সে তুমি দিতেই পারো.. .
কিন্তু ওই মরা পেঁচাটা? উফ কি ভয়ানক…
কি ভয়ংকর চাহুনি পেঁচাটার দেখলেই গা রি রি করে।
চোখগুলো এখনো তার কিসের অপেক্ষায় কে জানে?
কিন্তু আমি জানি আজ এই দ্বিপ্রহরে তার মৃত্যুর কারন খুঁজতে
আর কেউ আসবে না।

৫৬৭জন ৫৬৭জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ