সারাজীবন নিরপেক্ষ থাকার পর, দেশের এই ক্রান্তিলগ্নে এক বয়স্ক লোক রাজনীতিতে ঢুকবেন বলে মনোস্থির করলেন।
বয়স হয়ে যাওয়ার কারণে ব্রেইন ঠিকমত কাজ করছে না তার, তাই দোকানে গেলেন ব্রেইন কিনতে।
ভাল রাজনৈতিক গুণ সম্পন্ন ব্রেইন খুজছেন তিনি। দোকানে বিভিন্ন লেভেল অনুযায়ী, বিভিন্ন দলের নেতাদের ব্রেইন সাজানো ছিল। তিনি দোকানদারের কাছে ব্রেইনের দাম জানতে চাইলেন-
ভাই, জাতীয় পার্টির ব্রেইনের দাম কত?
৫০০ টাকা প্রতি আউন্স।
এই বিএনপি’রটা কত করে?
১০০০ টাকা প্রতি আউন্স।
ও! আর আওয়ামীলীগের টা?
২০০০ টাকা প্রতি আউন্স।
বাম গুলোর দাম কেমন?
আগেরটার মতই।
এইযে ভাই, জামাতিদের ব্রেইন কত করে?
১০০০০ টাকা প্রতি আউন্স।
সবগুলোর তুলনায় এটা এত বেশি কেন?
সংগ্রহ করতে বিরাট ঝামেলা। ওদের ঘিলু খুজেও পাওয়া যায় না! দাম বেশি হবে না কেন?
-বিদেশি গল্প অবলম্বনে।
১২টি মন্তব্য
ব্লগার সজীব
দারুন লাগলো ভাই :D) (y)
আমার মন
😀
ছাইরাছ হেলাল
বাহ্ বেশ ভাল দোকানের খোঁজ পেয়েছেন ।
ব্রেইনহীন ব্রেইন ই এখন মহার্গ্য মনে হচ্ছে ।
আপনি লেখেন না কেন ?
আমার মন
সময় পাই না। কিছু অকাজ করতে ব্যস্ত।
ধন্যবাদ এই দোকানের শাখা খুলতে হবে চাহিদা বেশি… :v
খসড়া
অন্য রকম কবিতা। বেশ ভাল লাগল। ব্রেন বাংলাদেশী রাজনীতিবিদদের বেশী কলেবরে ও ওজনে কিন্তু ধার নাই।
আমার মন
কথা সত্য।
জিসান শা ইকরাম
হা হা হা হা হা হা , দারুন হইসে 🙂
আমার মন
😀 🙂
ফাহিমা কানিজ লাভা
Good joke :D)
আমার মন
:v :v
নিশিথের নিশাচর
হা হা হা হা হা হা না হেসে পারলাম না। 😀
আমার মন
হাসুন ;? ;?