-মামা একটা চা দাও।
-সিগারেট লাগবে?
-না।
-দেশের কি অবস্থা?
-শব্দের উৎসব চলছে।
-সামনে তো হরতাল।
-হা!
-আচ্ছা হরতাল মুলত কি?
-গুজরাটি শব্দ।
-আরে হরতালে মুলত কি কাজ।
-হাতে সিগারেট মুখে “মাদকে না বলো” এইটার মত।
-দেশটা মুলত কার জনগনের তাই না?
-মনে হয় বইতে আছে।
-সব দল বলে জনগন আমাদের পাশে আছে। আসলে জনগন কারা?
-যারা রাস্তাই বের হতে জীবনের নিরাপত্তা খুজে তারা। আর বাকি সবাই চে গুয়েভারার মত বিপ্লবীরা।
-রাজনীতি মুলত কি?
-৫ বছরের এই পাড় আর ঐ এই পাড়।
-জনগন কি চাই।?
-কিছু না, যদি চাওয়ার আগে হারিয়ে পেলে।
-হুম!
-০
১১টি মন্তব্য
আদিব আদ্নান
আপনি মন্তব্যের উত্তর দেন না কেন ?
রাহুল উজ্জ্বল
আমি বাংলাটেক্স থেকে লেখার কারণে মন্তব্য করা কষ্ট হয়ে উঠে। তাই মন্তব্য করি না। এখন থেকে মন্তব্য করার চেষ্টা করবো।
শুন্য শুন্যালয়
ভালো লাগলো …
রাহুল উজ্জ্বল
থ্যাঙ্কস্
খসড়া
আপনার উত্তর না পেলে আজই শেষ মন্তব্য আপনার পোস্টে। শুধু আমার নয় সবার মন্তব্যের জবাব দেবেন আলাদা ভাবে এতে আপনি খাটো হবেন না ।
রাহুল উজ্জ্বল
আগে আমি আমার প্রব্লেম এর কথা বলি। আমি বাংলাটেক্স থেকে লেখার কারণে মন্তব্য করা কষ্ট। আবার কোনো সময় একক ভাবে মন্তব্য করা যাই না। যাক তবু আমি মন্তব্য করার চেষ্টা করবো।
নীহারিকা
বাহ! সুন্দর লিখেছেন।
রাহুল উজ্জ্বল
থ্যাঙ্কস্, ভালো না লেখার পরেও এইভাবে বলার জন্য
জিসান শা ইকরাম
এক্কেবারে সঠিক কথা ।
দারুন পোস্ট (y) (y)
রাহুল উজ্জ্বল
ধন্যবাদ ভাইয়া
যাযাবর
রাজনীতি একটা ভুয়া জিনিস (y)