শুন তুমি বাড়ি বাহিরে গেলে আমার খুব টেনশন হয়। কেন তোমার এই রাজনীতি না করলে হয় না।
শিল্পী তার স্বামী সফিককে।
শুন আমরা যদি রাজনীতিতে না আসি তাহলে তো দেশ চালাবে কে? আর রাজনীতি থেকে যদি আমরা সরে যাই তাহলে রাজনীতিতে সব খারাপ মানুষ ঢুকে পরবে। এখনো খারাপ মানুষ নাই তা বলবো না।
রফিক সাহেব গল্পগুচ্ছ দলের শান্তিপুর ইউনিয়নের সভাপতি। বয়স ৪৫/৪৬. নিজের জন্য নই দেশের জন্য রাজনীতিতে যোগ দিয়েছে।
সকাল থেকে আবুল কালামের তাড়াহুড়া কারণ অফিসের কাজটা সেড়ে যেতে হবে। শান্তিপুর হাই স্কুলে। স্কুলের এক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে দাওয়াত পেয়েছে।
আবুল কালাম একজন সাধারণ মানুষ। সে কখনো কেউকে বোঝতে দেয় নাই। সে অন্যদের তুলনাই সে ধনী ব্যাক্তি। এলাকাই কারো কোনো কিছু দরকার হলে সবার জন্য তার দুয়ারটা খোলা থাকতো। এলাকার বিভিন্ন স্কুলের খরচ সে বহন করে। এক কথাই সে নিজের জন্য করে বড় হতে চাই না। অন্যকে এগিয়ে নেওয়ার মধ্যে দেশকে এগিয়ে নিতে চাই।
আজমীর সাহেব রাজনীতিকে পেশা হিসাবে বেচে নিয়েছে। তার রাজনীতি জীবনে ২০ বছরে তিন বার দল পরিবর্তন করেছে।বিভিন্ন রকম অপরাধের সাথে যুক্ত। এলাকার লোকে সব সময় তার ভয়ে থাকে।
সফিকের মত লোককে দেখে অনেকে দেশের কাজে রাজনীতিতে যোগ দেয় আবার আজমীরের মত লোককে দেখে পিছু হাটে।
দেশে আজমীরের মত লোককে দেখে রাজনীতিকে নোংরা বলি। তাই কখনো সফিকের মত লোককে চোখে পরে না।
৯টি মন্তব্য
আমার স্বপ্ন ও মনের কথা
ঠিক বলেছেন
আমারও অনেক কষ্ট হয়
বাড়ির বাহিরে কেউ গেলে ।
রাহুল উজ্জ্বল
হুম, রাজনীতিকে এখন সবাই ভয় পাই, নোংরা বলে। তাই ভালো মানুষ গুলা রাজনীতি থেকে সরে যাই।
খসড়া
জীবনটা বড় অস্থির, কোন নিরাপত্তা কোথাও নেই। রাজনৈতিক অস্থিরতা খুবই ভায়াবহ।
শুন্য শুন্যালয়
রাহুল ভাই আপনার লেখার বিষয় বস্তু বেশ ভালো লাগে …বানানের ভুল গুলো কাটিয়ে উঠলে লেখা আরোও সুন্দর লাগবে …শুভকামনা জানবেন …
রাহুল উজ্জ্বল
শুন্য @ আমার এখান থেকে একক ভাবে মন্তব্য করা যাই না তাই এইভাবে মন্তব্য করতে হল। আমি বাংলাটেক্স থেকে লেখি। তাই বড় লেখা লেখার সময় কিছু শব্দ খুঁজে না পাওয়ার কারণে এই ভুলটা লেখতে হয়।
নীহারিকা
খারাপ দিকিগুলোই আসলে চোখে পড়ে বেশী আর তাতেই আমাদের ভয়।
লীলাবতী
খুবই ভালো লেগেছে ভাইয়া । লিখুন আরো এমনি ভালো লেখা।
বনলতা সেন
এখন শফিকদের সময় নয় ।
সময় এখন ডাকাতের কবলে ।
মা মাটি দেশ
সব ঠিক হয়ে যাবে ।