রাজনিতি

মোঃ মজিবর রহমান ১৬ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ০২:২২:০০অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

 

আমি জানি আমার এই লেখায় অনেকে রাগম্বিত হবেন। এখানে উত্তর ও প্রতি উত্তরের বিষয়। আমার ধারনা যুক্তিতর্ক এখানে প্রধান বিষয়। তাঁরা নিতি কোথায় বিশ্বাসী কিন্তু খমতায় যেতে পারেনি। আবার অনেকেই ধামাধরা পথে খমতায় গেলেও আদর্শচ্যুত । এখনো তাঁরা টকশো তে আদর্শ আর নিতি কথা ছহাড়া কিছুই আওড়াতে পারেনা।

বাংলাদেশের রাজনিতিতে সব চেয়ে ক্ষতিকারক দল জাসদ ও বাম্পন্থী দল।

তারা অস্ত্রবাজি বেশি পছন্দ করত।

তাঁরা কোন সরকারকে সুস্থভাবে দেশ চালাতে দেয়নাই।

 

প্রথম সরকারকে তাঁরা প্রথম রাজনিতিতে বিপথ গ্রস্থ করেছে, কিন্তু তাঁরা কিছুই করতে পারেনি দেশের জন্য।

 

মেজর জিয়া আসলে তাঁকে স্বাগত পরে বিরুধচারণ।আবার কেউ নিজ আদর্শ ভুলে তাঁকে পিতা হিসেবে নিয়েছে।

 

এরশাদ সাহেবকে খমতায় আনা এক জাসদ  এবং অন্য জাসদ ের বিরুধ্ব চারণ। রাজনিতির পুরাতন চাল।

 

আবার খমতায় সরাতে আরও জাসদ।

 

এরা সব সময় ধামাধরায় ব্যস্ত ।

এগুলো সপুরন আমার ব্যাক্তি গত ধারনা।

৫৩৩জন ৫৩৩জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ