তাইতো ভাবি আমার গাছের
রস চুরি কে করে,
যদি একবার সময় পাই
ধরব গিয়ে তারে।
কোন পাঁজিটা কষ্টের রস
চুরি করে খায়,
পাইলে তারে হাতের মুঠোয়,
দড়ি দেব পায়।
থানায় দেব পুলিশেতে
ভাবছে আমি বোকা,
কিংবা আমি ফিডার খাই
ছোট্ট কচি খোকা?
মোটেই আমি কচি নইকো
নইকো আমি বোকা,
এই কথাটা মনে গেঁথে,
মাথার মধ্যে ঢোকা।
রসের ভান্ডে সন্ধ্যা বেলা
দিয়েছি ফরমালিন।
কি রে খুকি এই শুনে তোর
মুখটা কেন মলিন?
তুই কি আমার রস খেয়েছিস?
গাছে উঠে একা?
তাহলে আর চিন্তা কিসের
রসের সাথে খা না খানিক ছ্যাঁকা।
২৪টি মন্তব্য
আবু খায়ের আনিছ
বেশ ছন্দ দিয়ে লিখেছেন। ভালো লেগেছে কবিতা।
শুভ্র রফিক
ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
আপনি ছন্দ তো বেশ ভালোই পারেন 🙂
মজা পেলাম খুব।
শুভ্র রফিক
সাধুবাদ আপনাকে
অরুনি মায়া
গাঁয়ের খুকি রস খেয়েছে তাতেই এত রাগ?
ধরা পড়বি পুলিশ এলে ও খুকি তুই ভাগ |
রসের ভাড়ে ঢেলে ফরমালিন ভুল করেছেন ভাই
খুকির যদি কিছু হয়ে যায় পাবেন কি খুঁজে উপায়?
শুভ্র রফিক
অরুনী মায়ার ছন্দের মায়ায় আটকা পরে গেলাম।সাধুবাদ সতত।
ছাইরাছ হেলাল
ফরমালিন দেয়া ঠিক না।
দারুণ ছন্দ লেখেন আপনি।
শুভ্র রফিক
যদি জানতেম সুন্দরী আমার রস চুরি করে,তাহলে কি ফরমালিন দেই ভায়া?
মোঃ মজিবর রহমান
ছন্দে ছন্দে কবিতা পাঠ
ভালই লাগলো
তবে রস খাওয়ার অপরাধে ফরমালিন তো ঠিক না কবি।
শুভ্র রফিক
যদি জানতেম সুন্দরী আমার রস খায় তাহলে কি আর ফরমালিন দেই দাদা?অনেক ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
সুন্দরির পায়ে বাধন
ধরাতে পারতেন কাপন।
রিমি রুম্মান
ছন্দে ছন্দে দুলি আনন্দে… সুন্দর -{@
শুভ্র রফিক
সাধুবাদ রিমি আপা।আপনার দেখাদেখি সোনেলায় আসা।
মরুভূমির জলদস্যু
আমার নেত্রীত্বে চুরি হয়েছে কতবার আমরই গাছের রস।
শুভ্র রফিক
ছোটবেলা আমিও অমন করেছি।সাধুবাদ আপনাকে
লীলাবতী
ছন্দে ছন্দে মাথা দুলিয়ে পড়লাম আপনার কবিতা। এত্ত কিউট একটি মেয়েকে ছ্যাঁকা দিবেন কেন?
শুভ্র রফিক
আপনার কথায় ওকে মাফ করে দিলাম।
অপার্থিব
কবিতা দারুণ রসালো। কবিতার সাথে দেখি আবার মডেলও আছে !! ভাল ! ভাল!
শুভ্র রফিক
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
অনিকেত নন্দিনী
ফরমালিনের জ্বালায় এম্নিতেই ভুগছি
ছড়াতেও ফরমালিন ঢুকে গেছে দেখছি! ;?
সুন্দর ভাবনা সুন্দর ছন্দ
ভালোই লাগলো, নয়কো মন্দ।
নিয়মিত মন দিয়ে লিখতে থাকুন
সব ব্লগবাড়িতেই পদধূলি রাখুন। 🙂
শুভ্র রফিক
আপনার মন্তব্য প্রীত হলাম।
যাবার সময় সালাম জানিয়ে গেলাম।
নতুন পথিক আমি পথ চিনি নাকো,
এই আশা তোমাদের সাথে শুধু রাখ
অনিকেত নন্দিনী
সাথে রাখতে চাই বলেই শেষের দুই লাইন বলেছি। 🙂
হতভাগ্য কবি
হা হা ছন্দের রসে ভেজা মিষ্টি কবিতা 😀 ভালোলাগা
শুভ্র রফিক
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।