ব্যর্থতা
আমার দেশের কথা আমি মনের মতন ক’রে
কিছুতেই বলতে পারি না,
ঘোড়ার জিনের সংগে বাঁধা ভারি ভারি বস্তাগুলো
যতই করি না চেষ্টা খুলতে পারিনা ।
নিজের ভাষায় এই পৃথিবীর কথা বলা আজো
হলো না আমার ,এখনো হলো না ,
আমি তো পেয়েছিলাম রত্নের বাক্স একটা
যতই করি না চেষ্টা মুখ তার কিছুতেই খুললো না ।
দ্রষ্টব্য……এটি আমার একটি প্রিয় কবিতা ।
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
এতো কঠিন ব্যর্থতা
নিজের কাছে সবকিছু , অথচ ব্যবহার করা যাচ্ছে না ।
আদিব আদ্নান
এমন ব্যর্থতা কিন্তু আমাদেও আছে ।
বনলতা সেন
দেশের জন্য মনের কথা নিজের মত করে না বলতে পারার
ব্যর্থতা আমাদেরও আছে ।
আদিব আদ্নান
আমাদের সাধারণ জীবন ব্যর্থতায় ভরপুর ।
মিসু
অসাধারন বললে কম বলা হয় । অনেক অনেক অনেক ভালো লেগেছে ।
আদিব আদ্নান
বিখ্যাতরা কত রকম করে ভাব প্রকাশ করে ।
শিশির কনা
এই কবির নাম প্রথম শুনলাম। খুব ভালো একটি কবিতা ।
আদিব আদ্নান
বিখ্যাত রুশ কবি , আমার খুব পছন্দ ,
আরও অনেক সুন্দর সুন্দর লেখা পড়েছি ।
এখানে ও দিয়ে দিব পরে কোন এক সময়ে ।
শিশির কনা
অপেক্ষায় রইলাম 🙂
ছাইরাছ হেলাল
সত্যিই আমিও নিজের ভাষায় প্রায় কিছুই বলতে পারিনি ।
চমৎকার সংগ্রহ ।
আদিব আদ্নান
এই সব বড় বড় কবিরাই যেখানে বলতে পারেননি
সেখানে আমাদের আর ভরসা কী ?
সংগ্রহে আরও আছে ।
প্রজন্ম ৭১
রসুল হামজাটফ এর নাম আমিও প্রথম শুনলাম । অসাধারন (y)
আদিব আদ্নান
হ্যা, নাম না শোনার ই কথা ।
আমার খুব পছন্দ ।
জসীম উদ্দীন মুহম্মদ
অসাধারন অনুভূতির একটা চমৎকার কবিতা ! শুভ কামনা জেনো আদিব —- ।।