রসুল হামজাটফ এর কবিতা ।

আদিব আদ্‌নান ১৯ জুলাই ২০১৩, শুক্রবার, ১০:৩৮:২২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

ব্যর্থতা

আমার দেশের কথা আমি মনের মতন ক’রে
কিছুতেই বলতে পারি না,
ঘোড়ার জিনের সংগে বাঁধা ভারি ভারি বস্তাগুলো
যতই করি না চেষ্টা খুলতে পারিনা ।

নিজের ভাষায় এই পৃথিবীর কথা বলা আজো
হলো না আমার ,এখনো হলো না ,
আমি তো পেয়েছিলাম রত্নের বাক্স একটা
যতই করি না চেষ্টা মুখ তার কিছুতেই খুললো না ।

 

দ্রষ্টব্য……এটি আমার একটি প্রিয় কবিতা ।

৫৮০জন ৫৮০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ