যে চলে যাবার
সে চলেই যায় ।
নিঃশ্বাস কি টের পায় সে কোথায় যাচ্ছে ?
জানে কেবল বৃক্ষ…
হলুদ হয়ে যাওয়া পাতারা যেমন চেনে ,
ঝরে পড়ার শব্দ
নটরাজের মতো প্রলয় নাচন নাচে অদৃশ্য হাওয়া
কচি সবুজ পাতা হাসে
আর চৈত্রের বুকে ছিন্ন পাতারা ওড়াওড়ি করে ।
যায় , চলে যাবার যা সে তো যাবেই
আমি যাওয়া দেখি ,
পাওয়াকে আপন করিনা ।
যে সময়কে ভোর বলি , তাকেও চলে যেতে হয়
দীর্ঘ ভ্রমণে
দুপুর-বিকেল-সন্ধ্যে গড়িয়ে অন্ধকারের আলোয়ান জড়ায়
আমার নক্ষত্র-জলে স্বপ্ন ভাসে যখন ,
চরম বাস্তবতা আঘাত করে সুনামী হয়ে
মাটি এবং বালু এক হয়ে যায় ।
তুমি-আমি’র মধ্যে আমি-ই কেবল ডুবে মরে : চলেই যাই ।
তুমি বয়সের ভারে ন্যুব্জ
আর আমি বয়সী সুতোয় কৈশোরী কাল গাঁথি ।
কি হতো ? কি হতোনা ! সময়ের মুখ নেই…কেবল ছুটে চলে ।
কুয়াশা ভেঙ্গে পড়েনা ভোর না এলে ;
তাই তো বলি , আজ যে সময় ফিরে গেছে ,
ফিরিয়ে দিয়েছো
ফিরে চলে গেছি আমি।
যদি আমার নীল পৃথিবীর কাছে তোমার অরণ্য আজীবনকাল সবুজই থাকতো ,
কোনো রং আর জন্ম নিতো না ।
রঙ বিবর্ণ হয় , মানুষ আর সময় কেবল স্মৃতির কাছেই আছড়ে পড়ে ।
হ্যামিল্টন , কানাডা
৩ নভেম্বর , ২০১৩ ইং ।
২৬টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ………….. এই মেঘ এই রোদ্দুর -{@
জিসান শা ইকরাম
অসাধারণ ,
অনেক দিন পরে নিলাঞ্জনা নীলাকে খুঁজে পেলাম কবিতায়।
পোস্ট দিয়ে চলে গেলে কেমনে হবে ?
আমাদের মত দু একজনের পোস্টে একটু মন্তব্য টন্তব্য করলে আমরা একটু উৎসাহিত হই —
আশাকরি আমার এই কথাটা বিবেচনা করবেন ।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে ……………জিসান শা ইকরাম -{@
–
–
–
–
তুই থেকে একেবারে আপনি সম্বোধন এর কারন বোধগম্য নহে ।
জিসান শা ইকরাম
এটি ব্লগ
সন্মানিত এখানে সবাই
আশাকরি বুঝতে পেরেছেন ।
নীলাঞ্জনা নীলা
না বুঝতে পারিনি , বুঝতে চাইও না 🙁
নীলকন্ঠ জয়
এককথায় অ সা ধা র ণ… (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ………… নীলকন্ঠ জয় -{@
মা মাটি দেশ
(y) 🙁 প্লিজ সাথে থাকুন।
নীলাঞ্জনা নীলা
সাথেই তো আছি 🙂 ………… মা মাটি দেশ -{@
লীলাবতী
এত্ত নীল , মন পাগল হয়ে গেলো নীল সবুজ ছবিটি দেখে । নীলাঞ্জনা নীলার নীল । কবিতাও এত সুন্দর!! এত ভালো পোস্ট দেখে মন জুড়িয়ে গেলো দিদি।
নীলাঞ্জনা নীলা
আমি নিজেও যে নীল , দিদি মনি ………… লীলাবতী -{@
খসড়া
খুব চমতকার।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ………… খসড়া -{@
ছাইরাছ হেলাল
স্মৃতিই একমাত্র সত্যি ।
আপনি আমাদের ভুলেই গেছেন ।
নীলাঞ্জনা নীলা
স্মৃতিই একমাত্র সত্যি (y) , ভুলিনি , বিদেশে নার্সের চাকরী খুবই কঠিন 🙁
…………ছাইরাছ হেলাল -{@
রকিব লিখন
অসাধারণ বাক্যবাণ।।
যেন তীক্ষ্ণতার সুরে বেজেছে হৃদয়ে প্রেমের গান।।
বেদনার কাব্য দেবী ম্রিয়মাণ, হাসি মুখে করছে জ্যোৎস্না স্নান।।
কবিতায় যেন খুজে পেলাম নতুন প্রাণ।।
ভাললাগায় আর ভালবাসায় কবিকে জানাই বিনম্র সম্মান।। -{@
নীলাঞ্জনা নীলা
প্রেম ছাড়া জীবন…মরুভূমি ভূবন… 🙂
মর্তুজা হাসান সৈকত
বাহ! বেশ লিখেছেন কবিতা।
নীলাঞ্জনা নীলা
চেষ্টা করে যাচ্ছি কি করে লিখতে হয় কবিতা-কথা… 🙂
শুন্য শুন্যালয়
খুব ভালো লাগলো …সবচেয়ে ভালো লাগার লাইনটি খুজতে গিয়ে দেখি তার সংখ্যা অনেক …অনেক ভালো লেগেছে … -{@ (y)
নীলাঞ্জনা নীলা
আমি ধন্য সাথে লেখাটিও… -{@
আদিব আদ্নান
না না ছুতোয় কাজের বা অকাজের আমাদের নিশ্চয়ই বঞ্চিত করা হচ্ছে ।
ফিরে যাওয়া সময়কে ফিরিয়ে আনুন জোর করেই ।
নীলাঞ্জনা নীলা
এই যে এলাম…এভাবেই আসবো…না এসে যাবো কই ? পালিয়ে যাবার জায়গা নেই -:-
প্রত্যাবর্তন
ভালো লাগল অনেক ।
নীলাঞ্জনা নীলা
আমার পুরাতন লেখা খুঁজে পড়েছেন দেখে ভালো লাগলো বেশ । ধন্যবাদ আপনাকে ।