১.

সে-ই জানেরে সে-ই জানে
মন পুড়ে যায় যার,
বুকের ভেতর আর কিছু নাই
শুধুই হাহাকার।

২.
হ্যালো ম্যাডাম আর পারিনা
ইতনা জ্বালা বুকে!
ক্যামনে কমু আই এম ইন লাভ
আন্ধাইর দেখি চউক্ষে।

৩.
তোমার দেয়া স্বপ্ন বীজে
আজও করি চাষ,
বন্ধ্যা বীজে হয়না ফসল
কি যে সর্বনাশ।

৪.
শীতে কাঁপায় হাড্ডি মাংস
তুমি কাঁপাও মন,
এমন কাঁপন ধরলো বুকে
ভাংছে সারাক্ষণ!

৫.
ওয়াসার কলে জল আসেনা
জল গেলোরে কই?
চোখের কোণে জল ফোয়ারা
জলে ত থৈ থৈ…

জবরুল আলম সুমন
সিলেট।
২৮শে ডিসেম্বর ২০১২ খৃষ্টাব্দ।

৮৪৬জন ৮৪৬জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ