১.
সে-ই জানেরে সে-ই জানে
মন পুড়ে যায় যার,
বুকের ভেতর আর কিছু নাই
শুধুই হাহাকার।
২.
হ্যালো ম্যাডাম আর পারিনা
ইতনা জ্বালা বুকে!
ক্যামনে কমু আই এম ইন লাভ
আন্ধাইর দেখি চউক্ষে।
৩.
তোমার দেয়া স্বপ্ন বীজে
আজও করি চাষ,
বন্ধ্যা বীজে হয়না ফসল
কি যে সর্বনাশ।
৪.
শীতে কাঁপায় হাড্ডি মাংস
তুমি কাঁপাও মন,
এমন কাঁপন ধরলো বুকে
ভাংছে সারাক্ষণ!
৫.
ওয়াসার কলে জল আসেনা
জল গেলোরে কই?
চোখের কোণে জল ফোয়ারা
জলে ত থৈ থৈ…
জবরুল আলম সুমন
সিলেট।
২৮শে ডিসেম্বর ২০১২ খৃষ্টাব্দ।
১০টি মন্তব্য
লীলাবতী
শীতে কাঁপায় হাড্ডি মাংস
তুমি কাঁপাও মন,
এমন কাঁপন ধরলো বুকে
ভাংছে সারাক্ষণ!
এই শীতে এটাই উপযুক্ত 🙂
জবরুল আলম সুমন
হুম, এখনো শীতে কাঁপছি… 🙁
জিসান শা ইকরাম
তোমার এই পিচ্চি পদ্য গুলো অসাধারন হয় ।
প্রতিটি পদ্যই অসাধারন , বিশাল অর্থ বোধক ।
জবরুল আলম সুমন
থ্যাংকস দাদু… অনুপ্রাণিত হলাম। ধারাবাহিকটা চালিয়ে যাবার আশা রাখছি… 🙂
শিশির কনা
হ্যালো ম্যাডাম আর পারিনা
ইতনা জ্বালা বুকে!
ক্যামনে কমু আই এম ইন লাভ
আন্ধাইর দেখি চউক্ষে।
@সুমন ভাই হাসতে হাসতে শেষ আমি। ডাক্তার দেখান 🙂
জবরুল আলম সুমন
শেষ হচ্ছেন আপনি আর ডাক্তার দেখামু আমি!! কাহিনী ত কিছুই বুঝলাম না ম্যাডাম… 😛
প্রজন্ম ৭১
আপনার এই পিচ্চি কাব্য গুলো বেশ মজার হয়।
জবরুল আলম সুমন
জেনে অনেক ভালো লাগলো, বেশ অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ আপনাকে।
নীহারিকা
অনেক ভালো লেগেছে
সুরাইয়া পারভীন
ওয়াসার কলে জল আসেনা
জল গেলোরে কই?
চোখের কোণে জল ফোয়ারা
জলে ত থৈ থৈ…
এটা অনেক চমৎকার লিখেছেন
সবকটায় দারুণ