ছবি আঁকা হবে ,
তাই রঙ চাই
ওই রঙ-এর জন্ম কারখানার বন্ধ-ধোঁয়াটে পরিবেশে নয়
গাছের পাতা থেকে নেবো সবুজ
আকাশ দেবে নীল
মেঘের থেকে কালো
মাটি দেবে পিঙ্গল
বেলী ফুলের থেকে সাদা
আর লাল নেবো এই শরীরের সতেজ রক্ত থেকে
তারপর চিত্রকরকে দেবো এমন পেইন্টিং পেপার
প্রকৃতি এবং রক্তের রঙ মিশিয়ে তোমার ছবি আঁকা হবে
স্পষ্ট হবে তোমার অবয়ব
আরোও থাকবে সেখানে আমাদের গল্প ,
শুধুই আমাদের কথা—
সেসব তোমার চোখে-ঠোঁটে উদ্ভাসিত হবে
তুলির শেষ টানে…
( সামিরা আব্বাসী আপুর সৌজন্যে আমার এই লেখা )
হ্যামিল্টন , কানাডা
১৩ নভেম্বর , ২০১২ ইং ।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর ।
অনেক দিন পরে পোস্ট।
কিছু পোস্ট মুছে গিয়েছে , আশাকরি আর হবেনা এমন ।
শুভকামনা।
নীলাঞ্জনা নীলা
সময় পাইনা 🙁
জবরুল আলম সুমন
সুন্দর লিখেছো দিদি… এত্তো বড় ছবিটাও অনেক সুন্দর।
নীলাঞ্জনা নীলা
কার দিদি দেখতে হবে না ? 🙂
লীলাবতী
সুন্দর লেখা । প্রকৃতির রং দিয়ে ছবি আকা । একে ফেলুন দিনি ।
নীলাঞ্জনা নীলা
একেছিতো লিলাদিদি মনি 🙂 (3
শিশির কনা
লেখা ও ছবি দুটোই সুন্দর । শুভ প্রত্যাবর্তন 🙂
নীলাঞ্জনা নীলা
অনেক দিন পরে আজ আবার আসলাম , আবার শুভ প্রত্যাবর্তন বলবেন নাকি ? :p
প্রজন্ম ৭১
রং দিয়ে একে ফেলুন না ! সুন্দর লিখেছেন।
নীহারিকা
রং দিয়ে আঁকা ভালো লেগেছে
নীলাঞ্জনা নীলা
আমার মনের সবদিকেই রঙ আর রঙ । কেবলই নীল রঙ । 🙂
antara mitu
রঙ চাই……………………………………
নীলাঞ্জনা নীলা
রঙ সবদিকেই আছে ছড়ানো ।
আফ্রি আয়েশা
//তারপর চিত্রকরকে দেবো এমন পেইন্টিং পেপার
প্রকৃতি এবং রক্তের রঙ মিশিয়ে তোমার ছবি আঁকা হবে
স্পষ্ট হবে তোমার অবয়ব//
চমৎকার লাইনগুলি
নীলাঞ্জনা নীলা
এখনও চিত্রকরই খুঁজে পাইনি । কি করা যায় বলুন তো আপুমনি ! ;?
সুরাইয়া পারভীন
অসম্ভব সুন্দর লেখা।