“রক্ত দিয়ে কিনেছি জমি”

মনির হোসেন মমি ১৮ এপ্রিল ২০১৪, শুক্রবার, ১২:১৯:১৯অপরাহ্ন কবিতা, বিবিধ ১৮ মন্তব্য

আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি

স্বাধীন হইনি,

বিবেক বুদ্ধি মানবতা আজ

অর্থের দ্বারে বিকিয়ে দিয়েছি।

আমরা রক্ত দিয়ে লাল সূর্য্য আর সবুজ

জমিন কিনেছি,

পারিনি রাখতে পবিত্র,হায়নারা ঢুকিয়েছিল

কালো রক্তের বীজ পারিনি বুঝতে।

আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি

অধিকারের স্বাধীনতা বিলিন

অন্ন,বস্ত্র,বাসস্হান,শিক্ষা,চিকিৎসা

পুড়ে মরে কাদেঁ বাঙ্গালীর হৃদয়ে,

চাইতেই বন্দুকের গুলি।

আমরা রক্ত দিয়ে শুধু জমিন কিনেছি

৪৩টি বছরেও স্বাধীনতা খুজেঁ মরি,

মানবতা কাদেঁ বস্তিতে,

আর হাসে অট্রেলিকায়।

আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি

ঐক্যতায় দেশ গড়তে পারিনি

উল্টো পথে সবাই চলে যেথায় টাকা হয়

সাংবাদিক আর সংবাদপত্র কেহ বাদ যায়নি।

আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি

সেই বঙ্গবন্ধু সোনার মানুষ কোথায় পাই

কে বড় আর কে বা ছোট মিথ্যে তর্কে জড়াই,

মাঝ খানে বন্ধুসূলভ শত্রু যে তাই উকি মেরে যায়।

আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি

স্বাধীন হইনি

কে ছিলো ভাই রাজার পোলা কে ছিল আর প্রজা

মিথ্যের ঘরে বসবাস করে মিথ্যুক হয়ে যাই।

আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি

রক্তেই খেলেছি তেতাল্লিশটি বছর

যে আমাকে দিল জীবন

কি নিষ্ঠুরতায় করেছি হত্যা,

তার দুধের শিশুটিকে।

আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি

ধর্ম দিয়ে রক্তকে করি ভাগ

কে হিন্দু আর কে বা মুসলিম আছে,

কার রক্তের দাগ?।

৪৯৫জন ৪৯৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ