স্বাধীন হইনি,
বিবেক বুদ্ধি মানবতা আজ
অর্থের দ্বারে বিকিয়ে দিয়েছি।
আমরা রক্ত দিয়ে লাল সূর্য্য আর সবুজ
জমিন কিনেছি,
পারিনি রাখতে পবিত্র,হায়নারা ঢুকিয়েছিল
কালো রক্তের বীজ পারিনি বুঝতে।
আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি
অধিকারের স্বাধীনতা বিলিন
অন্ন,বস্ত্র,বাসস্হান,শিক্ষা,চিকিৎসা
পুড়ে মরে কাদেঁ বাঙ্গালীর হৃদয়ে,
চাইতেই বন্দুকের গুলি।
আমরা রক্ত দিয়ে শুধু জমিন কিনেছি
৪৩টি বছরেও স্বাধীনতা খুজেঁ মরি,
মানবতা কাদেঁ বস্তিতে,
আর হাসে অট্রেলিকায়।
আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি
ঐক্যতায় দেশ গড়তে পারিনি
উল্টো পথে সবাই চলে যেথায় টাকা হয়
সাংবাদিক আর সংবাদপত্র কেহ বাদ যায়নি।
আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি
সেই বঙ্গবন্ধু সোনার মানুষ কোথায় পাই
কে বড় আর কে বা ছোট মিথ্যে তর্কে জড়াই,
মাঝ খানে বন্ধুসূলভ শত্রু যে তাই উকি মেরে যায়।
আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি
স্বাধীন হইনি
কে ছিলো ভাই রাজার পোলা কে ছিল আর প্রজা
মিথ্যের ঘরে বসবাস করে মিথ্যুক হয়ে যাই।
আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি
রক্তেই খেলেছি তেতাল্লিশটি বছর
যে আমাকে দিল জীবন
কি নিষ্ঠুরতায় করেছি হত্যা,
তার দুধের শিশুটিকে।
আমরা রক্ত দিয়ে জমিন কিনেছি
ধর্ম দিয়ে রক্তকে করি ভাগ
কে হিন্দু আর কে বা মুসলিম আছে,
কার রক্তের দাগ?।
১৮টি মন্তব্য
আজিম
খুব ভাল লাগ্লো কবিতাটা । এসমস্ত সমস্যার সমাধান পেতে হলে নিজের মধ্যে দ্রোহ জাগ্রত করে রাখতে হবে সবসময় এবং এগুলোর বিরুদ্ধে কিছু করার চিন্তা লালন করতে হবে ।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ।
মা মাটি দেশ
ধন্যবাদ আপনাকেও -{@ (y)
শুন্য শুন্যালয়
অনেক সত্যি লিখেছেন ভাইয়া, কবিতায় বেশ একটা তেজ আছে (y)
মা মাটি দেশ
ধন্যবাদ আপু -{@ (y)
লীলাবতী
কবিতার ক্ষোভ হতাশা দ্রোহ স্পর্শ করে গেলো আমাকে ভাইয়া । -{@
মা মাটি দেশ
ধন্যবাদ আপু ভাল আছেনতো। -{@ (y)
খসড়া
ভাল লাগা রেখে গেলাম।
মা মাটি দেশ
:Cool:
নীলকন্ঠ জয়
অনবদ্য কাব্য। শুভেচ্ছা।
মা মাটি দেশ
ধন্যবাদ নীল দা -{@ (y)
স্বপ্ন
ভালো লিখেছেন।
মা মাটি দেশ
:Approve: :Ssshh:
রিমি রুম্মান
এটাই সত্য… তবে আমরা হতাশ নই… প্রয়োজনে রক্ত আরও দেবো…
মা মাটি দেশ
ঠিক আছে আপু দেখি কত রক্ত দিতে পারেন। -{@ (y)
জিসান শা ইকরাম
তবুও স্বপ্ন দেখি – একদিন সব ঠিক হয়ে যাবে ।
মা মাটি দেশ
সেই আশায় বেচে আছি। :Pleasure:
মোঃ মজিবর রহমান
দেব দেব রক্ত আর দেব কেন? কাকে দেব, কুত্তার বাচ্চাগুলুকে লুটে পুটে খাওয়ার জন্য!
এখন তাদের রক্ত নিয়ে দেশের মাটি পরিস্কার করা দরকার।
মা মাটি দেশ
ধন্যবাদ মজিবর ভাইয়া কোথায় যান মাঝে মাঝে। -{@ (y)