নেতা ওরা গুন্ডা ওরা
রাজনীতিরই ভক্ত,
৫ বছরেই ফিরে এল
রক্ত খওয়ার ওয়াক্ত।
সিইসি’ র আযান শুনে
গোড়খোদক ও তৈরি,
স্বাদ মিটিয়ে রক্ত খাবে
বাজারও নয় বৈরি।
হাম্বা আছে, ছাগু আছে
রাজনীতির মাঠে,
হরতালে তে উভয় দলই
শব্দ করে হাগে। (ইহা ককটেল হাগু)
ঝলসে গেল, ঝলসে গেল
গরীবের দেহ,
অন্তরেতে জ্বললে আগুন
রেহাই পাবিনা কেহ।
১২টি মন্তব্য
লীলাবতী
কষ্ট হচ্ছে মানুষগুলো মারা যাচ্ছে দেখে 🙁
মেহেদী হাসান
আমারা কতটা অসহায়!!!
আমারা জিম্মি আওয়ামীলীগ-বিএনপি রাজনৈতিক সিণ্ডিকেটের নিকট।
ইয়া মাবুদ, আমাদের দেশকে রক্ষা করো।
ছাইরাছ হেলাল
আম জনতার হাতে সব সময়ই হারিকেন
মেহেদী হাসান
ঠিক বলেছেন ভাই।
তন্দ্রা
অত্যান্ত বাস্তব একটি কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
মেহেদী হাসান
আপনাকেও ধন্যবাদ
নীলকন্ঠ জয়
গগনবিদারী কান্না, দুঃখ আর কষ্ট ছাড়া আর কি দিলো পোড়া রাজনীতি? 🙁
মেহেদী হাসান
হুম, আমারা পুড়ি।
জিসান শা ইকরাম
হুম , বুঝেছি 🙂
বিশেষ শব্দের ভয় দেখানো হয় —
মেহেদী হাসান
জি ভাই! :p অনেক ব্লগারের আবার হাগানুভুতিতে আঘাত লেগে যেতে পারে। তাই একটু পূর্ব সতর্কতা, কথায় আছে সাবধানের মাইর নাই। 😀
যদিও সোনেলাতে এখনো এমন ব্লগার পাইনাই!!
খসড়া
কি জানি কি হয়?
মেহেদী হাসান
হুম!
যতদিন দুই নেত্রীর হাতে দেশ
পথ খুঁজে পাবে না বাংলাদেশ।