নেতা ওরা গুন্ডা ওরা
রাজনীতিরই ভক্ত,
৫ বছরেই ফিরে এল
রক্ত খওয়ার ওয়াক্ত।

সিইসি’ র আযান শুনে
গোড়খোদক ও তৈরি,
স্বাদ মিটিয়ে রক্ত খাবে
বাজারও নয় বৈরি।

হাম্বা আছে, ছাগু আছে
রাজনীতির মাঠে,
হরতালে তে উভয় দলই
শব্দ করে হাগে। (ইহা ককটেল হাগু)

ঝলসে গেল, ঝলসে গেল
গরীবের দেহ,
অন্তরেতে জ্বললে আগুন
রেহাই পাবিনা কেহ।

৬৯৭জন ৬৯৬জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ