ঘুমহারা মেয়ে ঘুম হারিয়ে
তুমি ঘুম খুঁজছো রাতের আঁধারে।
ওদিকে ঘুম নেই শুধুই যন্ত্রণার হাতছানি
এই লোমশ বুকে মাথা পেতে দেখ
শুনতে পাবে ঘুম স্রোতের ধ্বনি।
শব্দহারা মেয়ে এমন নির্বাক হয়ে বসে থেকে লাভ নেই
ভাষাহীন শূন্যতার মাঝে বসবাস করে কষ্টের নোনাজলে ভেসে গেলেও
শহরের ঘ্রাণ পাবে না তুমি?
ওদিকে যেও না
ওদিকে প্রাণ নেই নিষ্প্রাণ জড় পদার্থের মত কিছু মানুষের
দীর্ঘশ্বাসের শব্দই শুধু শুনতে পাবে তুমি
যাদের স্বপ্নগুলো মুখ থুবড়ে পড়ে আছে দুর্গন্ধযুক্ত বদ্ধ জলাশয়ে।
কোন এক অলস দুপুরে স্মৃতিস্তম্ভরা যখন মাথা তুলে দাঁড়াবে
শ্মশানের বুকজুড়ে দেখা দেবে দীর্ঘশ্বাসের ঝড়
তখন না হয় হাজার রাতের পিয়াসী চাতকের মত সবটুকু কষ্ট শুষে নিয়ে
বৈশ্বিক শহরের মাতাল বাতাসে সুখের উষ্ণতা ভাসিয়ে দিব আমি।
৭টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এই লোমশ বুকে মাথা পেতে দেখ
শুনতে পাবে ঘুম স্রোতের ধ্বনি। :Yes-Sir:
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ
মিথুন
ভালো লাগলো কবিতা।।
মোকসেদুল ইসলাম
খুশি হলাম
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ অবিরাম
মোঃ মজিবর রহমান
:Angel:
ঘুমের ঘোরে উরে জাব কবি।
মোকসেদুল ইসলাম
উড়ে গেলে কবিতা পাঠ করবে কে?