অফিসে আসতেই ডাক পড়ল বসের ঘরে । বস আমাদের আগে এসেছে? সমস্যার গন্ধ পাচ্ছি। বসের রুমে ঢুকে দেখি সহকর্মীরা সব আমার আগে এসে বসেছে তার চারপাশে। কিছু না। নিছক অফিস শেষ হবার আগের আড্ডা। এরপর সবাই মিলে ওয়ার্কারদের উতসাহ দিতে যাবে । ঈদ মোবারক জানানোই উদ্দেশ্য। কেউ কেউ আজ চলে যাবে , কাল হয়তো সকাল সাতটায় হাজিরা দিয়েই অনেকে চলে যাবে। এবারে ঈদ পার্ফরমেন্স খুব ভাল। থ্যাক্সলেস জবে আমরা ওদের সাথে কোলাকুলি করলে ওরা খুবই কৃতার্থ হয়।
আমাদের আড্ডা চলছে। কিছুক্ষন পরে দেখি আড্ডা আর বস মানছে না। সবাই বেশ ফ্রী মুডে কথা বলছে। হঠাত খেয়াল হলো পুরুষের আড্ডা কিন্তু বিষয় মহিলাদের কাপড়। অর্থাত শাড়ি আর ইমিটিশনের গয়না।
আমিও সমানতালে বলছি ওদের সাথে। তো এই নারী বিবর্জিত এলাকায় নারীর পোষাক বেমানান ভাবতেই লুঙ্গী মনে এল আর প্রকাশিত হল আমার মুখ থেকে এবারে যাকাতের লুঙ্গী ১৮৫ টাকা। আর ব্যাবসায়ীদের বড় লুঙ্গী ১২০০র উপরে। সবাই যে আমার মুখের দিকে প্রসঙ বদলের কারনে চুপ করে তাকিয়েছে খেয়াল করিনি।
——-আর পাঞ্জাবী র তো দাম আকাশ ছোঁয়া । বিভিন্ন ব্রান্ডের উপরে দাম। এ ছাড়া মনে হয় এবার হেফাজতের কল্যানে পাঞ্জাবীর দাম আরও বাড়বে।
খেয়াল হল সবাই চুপ। তাড়াতাড়ি শেষ টানলাম ,”তেতুল “আমাদের বড় অসম্মান করেছে। এই সম্মান আমাদেরই ফিরিয়ে আনতে হবে। তেতুলের কাছে আমাদের প্রমান করতে হবে আমরা মানুষ ,তোমরা ও মানুষ। আখকাকুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এ দায় আমাদের ,যাদের আমরা তেতুল বলছি তাদের নয়। এ অসম্মান আমাদের পুরুষের। যে গালি দেয় সে নিজেকে অপমানিত করে। যাকে গালি দেয়া হয় সে প্রতিবাদ করে প্রতিহত করে, কিন্তু নিজেকে নিজে অপমানিত করে না। বউ মেয়েকে নিয়ে মা বোনের সামনে কিভাবে দাড়াই।
——————
৪ আগষ্ট ২০১৩
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ঈদ মোবারক ।
সত্যিকারের মানবিক গুণাবলি আমাদের মানসিকতায় প্রতিফলিত না হওয়া
পর্যন্ত এ সমস্যা থেকে মুক্তি নেই ।
খসড়া
মুক্ত আমাদেরই হতে হবে।
খসড়া
ঈদ মোবারক @ছাইদার হেলাল।
জিসান শা ইকরাম
যে অসন্মান করে আসলে সেই অসন্মানিত হয়
এই বোধটুকু এদের নেই ।
ভালো লিখেছেন ।
ঈদের বিলম্বিত শুভেচ্ছা ।
খসড়া
ঈদের শুভেচ্ছা সোনেলের সবাইকে সহ আপনাকে। দেখেছেন দেশ কত এগিয়েছে। আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় শেষ করতে পারলাম না আর ওদিকে ঈদ পরবর্তি কর্মসূচি শুরু হয়েগেছে।
সাতকাহন
ভালো লিখছেন, শুধুই প্লাস।
খসড়া
ধন্যবাদ।
শিশির কনা
যে কথা কেউ আজতক বলার শাহস পায়নি , একজন অসভ্য লোকের মত তা বলে দিলেন একজন হুজুর । ক্ষনিকের ভাবনা ভালো লেগেছে ।
খসড়া
হুজুতকে কি আপনি সভ্য ভাবসবচেয়ে দু:খ জনক কি জানেন?সবচেয়ে কম শিক্ষিত লোকের কাছ থেকে আমাদের ধর্ম জ্ঞান নিতে হয় , আমরা যতই শিক্ষিত হই, আমাদের বিবেক বুদ্ধি যাই বলুক না কেন ওদের ভুল আমরা ধরিয়ে দিতে পারব না কিছু বলতেও পার ব না।
ব্লগার সজীব
মা বোনের সামনে লজ্জা লাগে এখন । যেদিন বাসায় এটা প্রথম জানলো – শফি হুজুর এমন কথা বলেছে , ছোট বোনটা সারাদিন মন খারাপ করে বসে ছিল। বাসার বাইরে যেতে এখন উৎসাহ পায়না আর।
খসড়া
কেন তার মন খারাপের কি আছে। মন খারাপতো আপনার হবার কথা? বোনকে বলুন মেয়ে হিসেবে বেড়ে না উঠে মানুষ হয়ে উঠো। রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করবেই। তাই বলেতো সবাই চোর না।
অদ্ভুত শূন্যতা
সুশিক্ষায় মানবমন আলোকিত হোক।
বোধসম্পন্ন লেখা।
ভাল লিখেছেন।
খসড়া
সুশিক্ষায় মানবমন আলোকিত হোক। সুন্দর মন্তব্য।
প্রজন্ম ৭১
হালকা ভাবে শুরু করে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এসে শেষ করলেন । এ লজ্জা আমাদের । আমরা ভালো ভাবে এর প্রতিবাদ করতে পারিনি।
খসড়া
সঙ্কোচেরই বিহ্ববলতা নিজেরই অপমান।
প্রত্যেককেই সম্মান করতে শিখলেই মানুষ হয়ে উঠব আমি আপনি।
হতভাগ্য কবি
+++ বড়ই মুক্তচিন্তা
মিসু
সহজ ভাবে কঠিন একটি কথাকে সুন্দর ভাবে উপস্থাপন করলেন । ধন্যবাদ আপনাকে।
যাযাবর
লজ্জায় মরে যাই একজন পুরুষ হিসেবে , এমন কথায় । ইচ্ছে করে শফিকে জুতা দিয়ে পিটাই ।
অরুনি মায়া
যে নিজের সম্মান নষ্ট করতে পারে তার কাছে অন্যের সম্মান আশা করা যায়না।