কতো হিমু আমাদের কাছে
বেঁচে থাকার মন্ত্রনা দেয় নতুন করে .
শুধু তুমি নেই যাদুকর
বই দিয়ে ভরবেনা আর ঘর
থাকবেনা তাদের কথা নতুন গল্পজুড়ে ।
তোমার হাতে জাদু ছিল
দেশের মানুষ জানতো
জানতো বলেই তোমার লেখা
ছেলে বুড়ো গিলতো ।
তুমি এখন নেই কাছে
কোথায় ? কেমন আছো ?
সেখানেও কি খাতা কলম
নিয়ে গল্প লিখে যাচ্ছো ?
শুভ জন্মদিন লেখক নামদার
হুমায়ুন আহমেদ ।
প্রিন্স মাহমুদ ।
৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ … কত কস্ট পেয়েছো চলে গিয়ে জানিনা, কত কস্ট দিয়ে গেছো জানবেনা…ভালো থেকো যেখানেই থাকো …
তন্দ্রা
শ্রদ্বেয় হুমায়ুন স্যার আপনাকে নমিঃ আরও শ্রদ্বা করি যারা আপনার হয়ে যারা লিখছে। কারন আমি লিখতে পারিনা।
খসড়া
হুমায়ুন আহমেদকে নিয়ে কবিতা চমতকার।
মা মাটি দেশ
(y) -{@ (3 (y)
জিসান শা ইকরাম
শুভ জন্মদিন প্রিয় মানুষ হুমায়ুন আহমেদ ।
লেখা ভালো হৈসে ।
নীলকন্ঠ জয়
কবিতা ভালো লেগেছে। স্যারকে জন্মদিনের শুভেচ্ছা।
লীলাবতী
শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ স্যার -{@ । ভালো লেখা (y)