যাদুকর

প্রিন্স মাহমুদ ১৩ নভেম্বর ২০১৩, বুধবার, ০৫:৩৮:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

চোখ খুলে চেয়ে দেখি চারপাশে 

কতো হিমু আমাদের কাছে
বেঁচে থাকার মন্ত্রনা দেয় নতুন করে .
শুধু তুমি নেই যাদুকর
বই দিয়ে ভরবেনা আর ঘর
থাকবেনা তাদের কথা নতুন গল্পজুড়ে ।

তোমার হাতে জাদু ছিল
দেশের মানুষ জানতো
জানতো বলেই তোমার লেখা
ছেলে বুড়ো গিলতো ।

তুমি এখন নেই কাছে
কোথায় ? কেমন আছো ?
সেখানেও কি খাতা কলম
নিয়ে গল্প লিখে যাচ্ছো ?

শুভ জন্মদিন লেখক নামদার
হুমায়ুন আহমেদ ।

প্রিন্স মাহমুদ ।

৫৩৩জন ৫৩৩জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ