যাকে ভালোবাসা যায়, তার সমালোচনাও করা যায়…

আমরা তারা ভালো করলে ভালো ও বলি, আবার তারা খারাপ করলে তাদের খারাপ কাজটার সমালোচনা ও করি যাতে তারা তাদের সেই খারাপ কাজটা শুদরিয়ে নিতে পারে…

আর এই ভালোবাসার যায়গাটা হচ্ছে লীগ, আওয়ামীলীগ…

আমরা লীগকে ভালোবাসি বলেই এমনটা করি…

অনলাইনে একটা ২৫০ জনের গ্রুপ আছে, আমরা সবাই সেই গ্রুপকে চিনি, এই গ্রুপের কাজ হচ্ছে সারাদিন লীগের গুনগান গেয়ে যাওয়া, তারা কখনোই সমালোচনা করে না, বা করতেই পারবেইয়ো না, কারন তারা দলটাকে ভালোবাসে না, তারা হচ্ছে পেইড এজেন্ট, যখন যারা টাকা দেয় তাদের পক্ষে সাফাই গাওয়াই হচ্ছে এদের কাজ…

হয়ত দেখছেন আজকে এদের কথা বলছে পরে হয়ত অন্য কারো গুনগান গাইবে…

ভাই আমরা মন থেকে লীগকে সাপোর্ট করি কোন টাকা পয়সা, বা পোস্টের বিনিময়ে তাদের সাপোর্ট করি না, আমরা তাদের খারাপটা বলি শুধু তারা যাতে খারাপটা বাদ দিয়ে ভালোর পথে অগ্রসর হতে পারে সেই কারনে…

ভাই আপনারা যদি মন থেকে লীগকে ভালোবেসে থাকেন, বা একজন সত্যিকারের মুজিব সৈনিক হয়ে থাকেন, তাহলে দলের খারাপ কাজটাও ধরিয়ে দিতে বা তুলে ধরতে শিখুন…

আপনাদের দেখি শুধু ভালো কাজটাই তুলে ধরেন, ভালো কাজটা অবশ্যই তুলে ধরবেন, তুলে ধরাও উচিত, কিন্তু তার সাথে সাথে খারাপ কাজটাও যদি তুলে ধরতেন তাহলে লীগ যতটা না এগিয়েছে তার থেকে হাজারগুন বেশী এগিয়ে যেত…

একটা কথা মনে রাখবেন, ভালো জিনিসটা কারো কাছে তেমন একটা তুলে ধরতে হয় না, মানুষ সেটি আপনা আপনি টের পায়, বা বুঝতে পারে…

যাকে ভালোবাসেন তার খারাপ দিকটা বলুন, তুলে ধরুন, বা ভালো কাজটা করতে উধভুদ্ধ করুন যাতে করে যেই জিনিসটাকে ভালোবাসেন সেই জিনিসটা পার্ফেকশনিস্টের খেতাব পায়…

আমরা এই দলকে মনপ্রান দিয়ে ভালবাসি এবং সব মানুষের কাছে একটা ভালোবাসার দল হিসেবে দেখতে চাই বলেই তার ভুল্গুলো ধরিয়ে দিয়, বা সমালোচনা করি…

এই কাজটা করি বা করেছি বলেই যদি আমাকে চুতিয়া, গাদ্দার, বাম- ডান, জামাতি এজেন্ট ট্যাগ দেয়া হয়ে থাকে, তাদের উদ্দেশ্যে বলব ” ভাই এইগুলো বললে আমার কিছুই হবে না, বা কোনদিন হয়নি… ”
শেষ কথাঃ ভালোর পাশাপাশি দলের খারাপ দিকটাও তুলে ধরতে শিখুন, খারাপ কাজটা করা হতে তাদের বিরত রাখার চেষ্টা করুন, দেখবেন দল মানুষের কাছে যতটা না জনপ্রিয় ছিল, তার চেয়ে বেশী জনপ্রিয় হবে…

নিজের ঢোল নিজে পিটালে হয় না ভাই, ” আমি ভালো, আমি ভালো করলে কি হবে, আপনি ভালো মানলাম কিন্তু আপনার খারাপ দিকটাও তো আছে নাকি???? সেটাও মানতে শিখুন… ”

” কিছু অতিরন্জিত কথা বলে, অনলাইনে গালাগালি করে একটা সংহঠিত গ্রুপ, আওয়ামীলীগ দলের নাম খারাপ করছে বলেই, এই পোস্টটা দিলাম…

ভালো থাকবেন সবাই…

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবি হোক… 🙂

৯৭০জন ৯৭১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ