অবিশ্বাসের দানাগুলো যখন মহীরুহ আকার ধারন করে
তৃষ্ণায় যখন বুকের ছাতি ফেটে চৌচির হওয়ার উপক্রম হয়
অতৃপ্ত প্রেত্মাতারা যখন ঘুরে বেড়ায় অবাধে দেশময়
তখন আমি বিশ্বাসের সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টায় মাতি।
বুনো ষাঁড় হিংস্রতা ভুলে এখন ঘরে ঢোকে মানুষ হওয়ার প্রত্যাশায়
অসহায়ত্ব ফুটে ওঠা ষাঁড়ের চোখ দেখে আমার বুকের পাঁজর মুচড়ে ওঠে
একি! ষাঁড়ের চোখে যে বনের হিংস্রতা দেখি না
দেখি আমার বাংলা মায়ের মুখ।
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবি সত্যই জেন তাই হয়।
বৈশাখী ঝড়
ধন্যবাদ
মা মাটি দেশ
দেখি আমার বাংলা মায়ের মুখ। -{@ (y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ কবিতা পাঠের জন্য
নীহারিকা
(y)
বৈশাখী ঝড়
-{@
খসড়া
বুঝতে কষ্ট হচ্ছে কবি একি হতাশা, নাকি আশার, আনন্দের অথবা বেদনার।
বৈশাখী ঝড়
সবগুলোই শুধু আনন্দ ছাড়া
লীলাবতী
শেষ লাইনটি হৃদয় স্পর্শ করে গেলো (y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ। হৃদয় স্পর্শ করতে পেরেছে জেনে খুশি হলাম
আমীন পরবাসী
অবিশ্বাসের দানাগুলো যখন মহীরুহ আকার ধারন করে
তৃষ্ণায় যখন বুকের ছাতি ফেটে চৌচির হওয়ার উপক্রম হয়
অতৃপ্ত প্রেত্মাতারা যখন ঘুরে বেড়ায় অবাধে দেশময়
তখন আমি বিশ্বাসের সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টায় মাতি।
(y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ দাদা
আদিব আদ্নান
দেশ ভাবনা ভাল লাগে ।
বৈশাখী ঝড়
ভাল লেগেছে জেনে খুশি হলাম
মোঃ মজিবর রহমান
দেখি আমার বাংলা মায়ের মুখ।
সত্যই তাই ভাই
বৈশাখী ঝড়
অজস্র ধন্যবাদ
রিমি রুম্মান
দেখি আমার বাংলা মায়ের মুখ… মন ছুঁয়েছে।
বৈশাখী ঝড়
অশেষ ধন্যবাদ
ছাইরাছ হেলাল
বিশ্বাসটুকুই আমদের একমাত্র এবং শেষ সম্বল ।
বৈশাখী ঝড়
শুভেচ্ছা
শুন্য শুন্যালয়
বাহ … সুন্দর কবিতা।।
আপনার লেখাগুলো সময়ের পেক্ষাপটে হয়, দেশকে নিয়ে হয়।। ভালো লাগা জানালাম -{@
বৈশাখী ঝড়
অফুরন্ত ধন্যবাদ রইল