যন্ত্রনা

বনলতা সেন ১৯ জুলাই ২০১৩, শুক্রবার, ০৪:৩২:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

জীবনের বাঁকে বাঁকে মৃত্যু ফেলেছে ছাপ
লক্ষে অলক্ষে ও ,
নিঃশব্দে এই যে বয়ে যাওয়া
ক্রমাগত ক্ষয়ে যাওয়া , শুধু  অপেক্ষা তোমারই।

আকাশের হাজারো তারার মাঝে খুঁজি
একটি তারা ,
জানি দেখা হবে না , হবে না কথা
হারিয়েছে যে না বলে-কয়ে ই ।

১৬৪৬জন ১৬৪৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ