আদিব আদ্নান জুলাই ১৯, ২০১৩ at ৮:০৬ অপরাহ্ন আপনার অপেক্ষা যেন শেষ হয় । কামনা করি ফিরে পান সব কিছু যা আপনি হারিয়েছেন ।
ঋতুরাজ জুলাই ১৯, ২০১৩ at ১১:১১ অপরাহ্ন জানি দেখা হবে না , হবে না কথা হারিয়েছে যে না বলে-কয়ে ই । নিদারুন সত্যিটা মেনে নেয়া ছাড়া আর উপায় কি!?
অদ্ভুত শূন্যতা জুলাই ২০, ২০১৩ at ৬:৩৩ অপরাহ্ন কষ্ট কষ্ট অনুভূতির ব্যবচ্ছেদ। সাদা-কালো তে লিখে যাওয়া যন্ত্রনার দারুন কবিতা হয়ে ওঠা। গেট ইন্সপাইয়ারড।
বনলতা সেন জুলাই ২০, ২০১৩ at ৭:৫২ অপরাহ্ন আপনিতো বেশ সুন্দর করে মন্তব্য করেন । হ্যা, যন্ত্রণার কথাই বলতে চেয়েছি ।
সাতকাহন আগস্ট ৯, ২০১৩ at ২:০০ পূর্বাহ্ন কোথাও যেনো একটু অপূর্ণতা আছে, তবে বয়ান ভালো, প্লাটফর্মও ভালো চুজ করেছেন। এগিয়ে যান, কন্টিনিউ করেন। ভালো করবেন। শুভ কামনা রইলো আপনার পথ চলায়।
বনলতা সেন আগস্ট ৯, ২০১৩ at ৭:৪৬ পূর্বাহ্ন হ্যা , অপূর্ণতা অবশ্যই আছে , থাকবেও । এগিয়ে যাব না , চলমান থাকবে কীনা জানিনা ।
১৬টি মন্তব্য
প্রজন্ম ৭১
এমন হাড়িয়ে ফেলা কষ্টের । খুজে না পাওয়া হতাশার ।
বনলতা সেন
এমন যন্ত্রনা মেনে নেয়াও যন্ত্রণার ।
জিসান শা ইকরাম
অদ্ভুত সুন্দর এক কবিতা ।
বনলতা সেন
ধন্যবাদ ।
আদিব আদ্নান
আপনার অপেক্ষা যেন শেষ হয় ।
কামনা করি ফিরে পান সব কিছু যা আপনি হারিয়েছেন ।
বনলতা সেন
মনে হয় না ফিরে পাব কিন্তু অপেক্ষা করব ।
শিশির কনা
খুব সুন্দর লিখেছেন আপু ।
বনলতা সেন
পড়েছেন দেখে ভাল লাগল ।
ঋতুরাজ
জানি দেখা হবে না , হবে না কথা
হারিয়েছে যে না বলে-কয়ে ই ।
নিদারুন সত্যিটা মেনে নেয়া ছাড়া আর উপায় কি!?
বনলতা সেন
সত্যকে সত্যের মতই মেনে নিতে চাই কিন্তু———-
অদ্ভুত শূন্যতা
কষ্ট কষ্ট অনুভূতির ব্যবচ্ছেদ। সাদা-কালো তে লিখে যাওয়া যন্ত্রনার দারুন কবিতা হয়ে ওঠা। গেট ইন্সপাইয়ারড।
বনলতা সেন
আপনিতো বেশ সুন্দর করে মন্তব্য করেন ।
হ্যা, যন্ত্রণার কথাই বলতে চেয়েছি ।
ব্লগার সজীব
অসাধারন ।
বনলতা সেন
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
সাতকাহন
কোথাও যেনো একটু অপূর্ণতা আছে, তবে বয়ান ভালো, প্লাটফর্মও ভালো চুজ করেছেন। এগিয়ে যান, কন্টিনিউ করেন। ভালো করবেন। শুভ কামনা রইলো আপনার পথ চলায়।
বনলতা সেন
হ্যা , অপূর্ণতা অবশ্যই আছে , থাকবেও ।
এগিয়ে যাব না , চলমান থাকবে কীনা জানিনা ।