যদি সাদ্ধ্য থাকতো,ওই আকাশ থেকে
চাদঁ পেড়ে আনতাম তোমার জন্য।
কখনো পরতে দিতাম না মাটিতে তোমার পা
পঙ্খীরাজ এর মতো পিঠে চাপিয়ে
উড়িয়ে নিয়ে চলতাম দূর গগনে,
ঘুড়িয়ে নিয়ে আসতাম গ্রহ নক্ষত্র দূর দিগন্ত
আর অসাধারন সুন্দর এক জগত থেকে।
গড়ে দিতাম এক সপ্নের রাজ্য
যে রাজ্যে রাজা থাকতে একমাত্র তুমি।
যেখানে কোন ভয় ভীতি,এক মুহুরতের জন্য,
স্পরশো করবেনা তোমাকে।
আসতে দিতাম না কখনো চোখে অশ্রু
হতাশা কে ঘেষতে দিতাম না তোমার পাশে।
মনি মুক্তা হীরক ও সরগের অম্রীতোর মাঝে,
অনাবিল প্রসান্তি ও সুখ শান্তিময় জীবনে,
ভরিয়ে তুলতাম তোমাকে।
—————————সীমা সারমিন
২২টি মন্তব্য
মা মাটি দেশ
এমন সুন্দর মনের জন্য অবশ্য সুন্দর মনের মানুষ একদিন আসবেই (y) ভাল লাগল খুব -{@
হলুদ পরী সাদা নাকফুল
দোয়া রাখিয়েন ভাইয়া…………… ধন্যবাদ আপনাকে
আফ্রি আয়েশা
ভালো লাগলো 🙂
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ আপু 🙂
লীলাবতী
এত্তগুলো ভালোবাসা তাঁর জন্য ? ভালো লেগেছে খুব ।
হলুদ পরী সাদা নাকফুল
হুম আপু শুধুই তার জন্য 🙂 ধন্যবাদ আপনাকে
মোঃ মজিবর রহমান
সুন্দর মনের কবির ভাসায় ফুটে উঠেছে প্রেমের একটি মনরঞ্জ কবিতা
ধন্যবাদ।
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ ভাইয়া 🙂
বনলতা সেন
একটু বেশি বেশি আশাবাদী হয়ে যাচ্ছে মনে হয় ।
যদিও চাওয়াগুলো বেশ সুন্দর ।
হলুদ পরী সাদা নাকফুল
হতে পারে আপু …………
নীলকন্ঠ জয়
হুম আশা তার একমাত্র ভেলা। আশাহত না হওয়ার পরামর্শ।
হলুদ পরী সাদা নাকফুল
ঠিক বলেছেন ভাইয়া , আশাই এক মাত্র ভেলা
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ আপু
শিশির কনা
ইচ্ছে সব সময়ই সাধ্যকে অতিক্রম করে যায় 🙁
হলুদ পরী সাদা নাকফুল
ঠিক বলেছেন আপু
স্বপ্ন নীলা
ভাল লাগলো,,,,,,,,,,,শুভকামনা
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ আপু ……… আপনার জন্য ও শুভকামনা
খসড়া
সুন্দর কবিতা।
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ খসড়া ভাইয়া।
শুন্য শুন্যালয়
বাহ সুন্দর ইচ্ছে .. (y)
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ, শুভকামনা রইলো।