ঘটনা-১
** ‘ আচ্ছালামু আলাইকুম, ……মাদ্রাসার জন্য কিছু সাহায্য করুণ ‘
@ ভাই মাফ করেন
** আপনি কি চাননা মাদ্রাসার ছাত্ররা কোরআনের আলোকে শিক্ষা গ্রহন করুক ?
@ চাই ভাই, কিন্তু আমাদের এলাকায় তো মাদ্রাসা আছে , আমি সেখানে দেই।
** ( আরো অনেক অপমান জনক কথার পর ) দেখতে তো ভদ্র ঘরের ই মনে হয়।
@ কিছু বলতে পারিনা, যেহেতু ইসলাম নিয়ে এসেছেন তিনি )


ঘটনা-২

রোজার সময়ে হাইওয়েতে গাড়ি থামাল কিছু লোক, নির্মাণাধীন মসজিদের জন্য চাঁদা আদায় করা হচ্ছে। চেয়ারে বসে সুর করে দোজাহানের নেকী হাসিল করার জন্য মাইকে প্রচার চলছে।
** ভাইসাব মসজিদ নির্মাণের জন্য কিছু দেন ।
@ মাফ করেন ভাই , পিছনে এক মসজিদে দিয়ে এসেছি ।
** আপনি কি চাননা আর একটি মসজিদ হোক। আল্লাহর ঘর হোক ?
@ হ্যা চাই ভাই, আধা কিলোমিটার পিছনে এক মসজিদে দিয়ে এসেছি, আমি আমার এলাকার মসজিদে দেই। বাইরের মসজিদ মাদ্রাসায় দিলে আমাদের এলাকার গুলোতে কে দিবে ?
** ( অভিশাপ বর্ষণ কিছুক্ষণ ) আল্লাহর ঘরে দিতে এত সমস্যা ? আপনার গাড়িও কিন্তু পথে এক্সিডেন্ট করতে পারে।
@ কিছু বলতে পারিনা, যেহেতু ইসলাম নিয়ে এসেছেন তিনি ।

এসব হয়ত আমার একার ক্ষেত্রে হয়। ব্যাড লাক আমার। এমন আচরণে একজন গর্বিত মুসলিম হয়ে আমি বিরক্ত এদের প্রতি।

…………………….
১৪ অক্টোবর ২০১৪

৭০৮জন ৫১২জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ