স্পর্শে গেলেই বুঝি ভঙ্গ হয়
বিশ্বাস করে আমাকে স্পর্শ করি না;
চুপচাপ ম্যাজিক বলের মতো চোখে
ঘুম ঘুম নেশা ধরলেই বলো- ঘুমাও
ঘন ঠোঁটে অপুষ্ট কথা আঁটকে গেলে
উচ্চারণ করো না- ভালো লাগে।
হঠাৎ কেন আজ
এলিয়ে দেওয়া চুলের ঘ্রাণ বাতাসে
উঠোন ভরা ধানে নরম পা হেঁটে গেলে
ঈগলের মতো তুলে নিলে তোমার ভিতরে
উজাড় করে দিলে একা পোষার যন্ত্রণা
উন্মুক্ত এখন তোমাকেই বলতে থাকো-
ভালোবাসি ভালোবাসি স্পর্শ করেই দেখো না।
নেত্রকোণা, ময়মনসিংহ
২০টি মন্তব্য
সুরাইয়া পারভীন
ভালোবাসা এমনই যে ভাই
চমৎকার লিখেছেন
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
নতুন বছরের শুভেচ্ছা
সৈকত দে
খুব সুন্দর ভাবে লিখেছেন।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাই।
নতুন বছরের শুভেচ্ছা
ফয়জুল মহী
নান্দনিক লিখনশৈলি ।
নাজমুল হুদা
ধন্যবাদ প্রিয় ভাইয়া 💞
নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা রইল।
ছাইরাছ হেলাল
ভালবাসাবাসির স্পর্শ-সুখ থাকেই।
সুন্দর লেখা।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 💞
নব বর্ষের শুভেচ্ছা রইল।
নৃ মাসুদ রানা
উজাড় করে দিলে একা পোষার যন্ত্রণা
উন্মুক্ত এখন তোমাকেই বলতে থাকো
নাজমুল হুদা
এক সময় সব একাকার হয়ে যায় ভালোবাসার কাছে।
ধন্যবাদ ভাইয়া 💞 নতুন বছরের শুভেচ্ছা রইল।
সুপায়ন বড়ুয়া
“স্পর্শে গেলেই বুঝি ভঙ্গ হয়
বিশ্বাস করে আমাকে স্পর্শ করি না; “
বুঝতে বড় কষ্ট বন্ধু
নাকি আমার বুঝার ভুল।
প্রথম দুটো লাইনে এমন শুল !!!
শুভ কামনা
নাজমুল হুদা
প্রথম লাইনে আসল রহস্য।
কিন্তু একসময় সব একাকার হয়ে যায় ভালোবাসার কাছে হার মানে।
ধন্যবাদ দাদা 💕 নতুন বছরের শুভেচ্ছা রইল।
নিতাই বাবু
অসাধারণ! ভালো লাগলো দাদা। ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানবেন!
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 💕
নতুন বছরের শুভেচ্ছা রইল।
জিসান শা ইকরাম
ভালওবাসাময় কবিতা,
ভাল লাগল খুব।
নাজমুল হুদা
জীবন স্তরে স্তরে যেহেতু ভালোবাসা সজ্জিত
জীবনেও তাই ভালোবাসাময়, আপনাকেও অনেক ভালোবাসি।
নতুন বছরের শুভেচ্ছা রইল ভাইয়া 💞
রুমন আশরাফ
চমৎকার লেখা। বেশ লাগলো ভাই।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ ভাইয়া 💞
নতুন বছরের শুভেচ্ছা রইল।
সুপর্ণা ফাল্গুনী
হঠাৎ কেন আজ
এলিয়ে দেওয়া চুলের ঘ্রাণ বাতাসে
উঠোন ভরা ধানে নরম পা হেঁটে গেলে
ঈগলের মতো তুলে নিলে তোমার ভিতরে। অসাধারণ হয়েছে এতটুকু। শুভ কামনা ও শুভেচ্ছা রইল
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 💕।
নতুন বছরের শুভেচ্ছা রইল।