ম্যাজিক বলের মতো চোখ

নাজমুল হুদা ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১০:২৮:৪৬পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

স্পর্শে গেলেই বুঝি ভঙ্গ হয়
বিশ্বাস করে আমাকে স্পর্শ করি না;

চুপচাপ ম্যাজিক বলের মতো চোখে
ঘুম ঘুম নেশা ধরলেই বলো- ঘুমাও
ঘন ঠোঁটে অপুষ্ট কথা আঁটকে গেলে
উচ্চারণ করো না- ভালো লাগে।

হঠাৎ কেন আজ
এলিয়ে দেওয়া চুলের ঘ্রাণ বাতাসে
উঠোন ভরা ধানে নরম পা হেঁটে গেলে
ঈগলের মতো তুলে নিলে তোমার ভিতরে

উজাড় করে দিলে একা পোষার যন্ত্রণা
উন্মুক্ত এখন তোমাকেই বলতে থাকো-
ভালোবাসি ভালোবাসি স্পর্শ করেই দেখো না।

নেত্রকোণা, ময়মনসিংহ

৪৭৫জন ৩৮১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ