পৃথিবীর পথে; দিশেহারা নাবিকের মত
ভাসমান জীবনের স্রোতে অনন্ত যাত্রার মাঝে
ঠিক একটি বিন্দুর চিহ্ন পালটে দিল আমাকে
বিন্দুর বর্ষণে সৃষ্টি সিন্ধু; অবারিত জল
আমার জীবন ভাসে সিন্ধুর থই থই ভালবাসায়
সিক্ত হৃদয়ের স্পর্শে কাঁপি আমি; আমার স্বপন
আনাগোনা করে পৃথিবীর পথে; আনন্দ উল্লাসে
মোহময়ী কল্পনার নড়াচড়া আমার ভিতর
চেতনের মাঝে অবচেতন; তোমার অনুভব
আর পারি না ধরে রাখতে নিজেকে অবরোধে
মিলনের ধাবমান সুখ ছুটে চলে ঝর্ণার মত
তোমার দিকে; মোহ হতে মোহনায়…..
১৮টি মন্তব্য
আমার স্বপ্ন ও মনের কথা
ভালো লাগল ভাইয়া 🙂
রকিব লিখন
ধন্যবাদ।। আমার কবিতা ভাল লাগার জন্য।। -{@
লীলাবতী
ভাইয়া পরপর ২ টি পোস্ট ? সোনেলা বার্তা পড়েননি মনে হয় । একারনেই অন্যের পোস্ট পড়া দরকার 🙂
রকিব লিখন
আর দুইটা পোস্ট দিব না।।
শুন্য শুন্যালয়
ভালো লাগলো …
রকিব লিখন
ধন্যবাদ।। -{@
আদিব আদ্নান
চেতনার মাঝে অবচেতনে চলুক সুখের অবগাহন ।
রকিব লিখন
খুজিতে সুখের গান
যায় গো মন-প্রাণ।।
অবচেতন কে চেতন করার জন্যই আমার আমরণ প্রচেষ্ঠা।। -{@
খসড়া
জীবনানন্দ এর আদল পাওয়া যায় কবিতায়। ভাল লাগল।
রকিব লিখন
ধন্যবাদ আপনাকে।। -{@
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর খুব সুন্দর খুউবই সুন্দর
ভাল লাগা রইল
রকিব লিখন
আপনার মন্তব্য পড়ে আমারও খুব খুব খুবই ভাল লাগল।। ধন্যবাদ।। (3
জিসান শা ইকরাম
ছুটে চলুক ——-
রকিব লিখন
ছুটে চলতে চলতেই একদিন যার ওপার……………………… ধন্যবাদ ভাইয়া।। (3
রাইসুল জজ্
🙂 🙂
রকিব লিখন
:T
ছাইরাছ হেলাল
আনন্দ উল্লাসে কল্পনার নড়াচড়া ভালই হচ্ছে ,
কিন্তু লেখা ফেলে কোথায় যে থাকে !
রকিব লিখন
ভাল লাগার জন্য ধন্যবাদ।।
কিন্তু কে যায় কোথায??
-{@