জাগ্রত স্বপ্ন নিদ্রাতাড়িত মোহের বাঁধনে
ভাবনার দরিয়ায় স্বপ্নের স্বপ্নীল বোধে
অবারিত প্রেম খেলে সাত রঙের রামধনু
ডুমুরের ফুলের অদৃশ্য স্বপ্লীল সুধায়
নাও ভাসিয়ে প্রেম চলে বোধ হতে জীবনে
আঙ্গুলে আঙ্গুলে প্রেম খেলায় অমৃত সুধা
জল সমুদ্রের ঢেউ খেলার ডুব সাঁতারে
ভাসমান জীবনের ইতি মোহের বাঁধনে।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাপরে , একটু কঠিন হইয়া গিয়েছে
বুঝিনি একবার পরে , আরো পড়তে হবে 🙂 -{@
রকিব লিখন
সালাম ভাই।। ধন্যবাদ মন্তব্য করার জন্য।। \|/
নীলকন্ঠ জয়
“মোহের বাঁধন” অনেক সুন্দর। ভালো লেগেছে।
শুভেচ্ছা।
রকিব লিখন
আপানকেও ধন্যবাদ।। আমার কবিতার সুন্দর মন্তব্য করার জন্য।। (y)
এই মেঘ এই রোদ্দুর
দারুন লাগল
রকিব লিখন
ধন্যবাদ।।
-{@
লীলাবতী
মোহের বাঁধন এড়ানো যায়না । ভালো লেগেছে ।
রকিব লিখন
কিভাবে এড়াবো একটু বললে খুশি হবো।। ধন্যবাদ।। -{@
বনলতা সেন
ভালই লাগল ,
জেগে স্বপ্ন দেখলে তেমন সুবিধা হয় না ।
রকিব লিখন
স্বপ্ন ক্ষয়ে পড়া চোখেও স্বপ্ন আসে, স্বপ্ন ভাসে
তার সাথে উড়াই ঘুড়ি লিলুয়া বাতাসে।।
ধন্যবাদ।। -{@
পাগলা জাঈদ
valo
খসড়া
🙂