
বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল। মোবাইল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি ছাড়া সময় অচল। এক মুহূর্ত আমরা এটি ছাড়া চলতে পারি না। বিশেষ করে কাজের জন্য বাড়ির বাইরে যাদের সারাদিন থাকতে হয়। আচ্ছা মাঝে মাঝে এটি সাথে না রাখলে কেমন হয়।
এস এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। তাই দিনের অর্ধেক সময় মাঝে মাঝে মোবাইল ছাড়া কাটাতে হয়। আজ ইচ্ছে করেই মোবাইল বাসায় রেখে গেলাম। সকাল ৮ টায় বাসা থেকে বের হই। পরীক্ষার পর স্কুল ক্লাস নেয়া এবং নিজস্ব কিছু কাজ শেষে , বাসায় ফিরেছি সন্ধ্যা ৬ টার পর। প্রায় ১০ ঘন্টার বেশি সময় মোবাইল নামক যন্ত্র বিহীন। বোঝা গেল জীবনে কোন কিছুই অপরিহার্য নয়।
ছবি সংগ্রহ – সোনেলা ব্লগ
৬টি মন্তব্য
নাজমুল আহসান
ভালো বলেছেন। জীবনে কোনো কিছুই অপরিহার্য নয়।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা
নার্গিস রশিদ
ভালো বলেছেন ।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
নিতাই বাবু
“মোবাইল বিহীন সময়টা ছিলো এক অনন্য অভিজ্ঞতার অধ্যায়। তখন যোগাযোগের গতি ধীর ছিল, কিন্তু সম্পর্কের গভীরতা ছিলো অনেক বেশি। মানুষ মুখোমুখি বসে গল্প করতো, অপেক্ষার মধ্যে ভালোবাসা খুঁজে পেতো। সময় যেন একটু ধীর গতিতে চলতো, আর সেই ধীরতাই ছিলো জীবনের সৌন্দর্য। মনে হয়, আমরা তখন একটু বেশি মানবিক ছিলাম, একটু বেশি কানেক্টেড — প্রযুক্তির নয়, হৃদয়ের মাধ্যমে।”
হালিমা আক্তার
বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ। কবির কথা শতভাগ সত্যি। প্রযুক্তি সব কিছু সহজ করে দিয়েছে। কিন্তু অনুভূতি প্রকাশ করার ভাষা কেড়ে নিয়েছে। বর্তমান সময়ে প্রযুক্তি বিহীন চলা সম্ভব নয়। তবু যতটুকু পারা যায়, আবেগের বাঁধন ধরে রাখতে হবে। শুভ রাত্রি।