সুপ্রিয় লেখক এবং পাঠক বৃন্দ , কেমন আছেন সবাই ?
পথের ধারে অযত্নে বেড়ে ওঠা বনফুল ঘাসফুল দের নিয়েই এবারের ছবি ব্লগের এলবাম টি সাজানো হয়েছে ।
মোট চার টা পর্বে এদের সৌন্দর্য অবলোকন করবো আমরা ।
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
আগের পর্বে আমরা শিশির বিন্দু দেখেছিলাম । এবারে দেখবো ঘাস ফুল আর বনফুল ।
লজ্জাবতী ফুল
কামরাঙ্গাফুল
একটা ঘাসফুল ছিড়ে দিয়ে বলবো, অনেক ভালবাসি তোমায়।
গোলাপ নয় তবু সে, সে যে পথফুল।
সূর্যের হাসিতে পুষ্পজ্যোতি
পুষ্পমুকুট Gloriosa (genus) – Wikipedia
১৫টি মন্তব্য
আগুন রঙের শিমুল
সুন্দর হয়েছে
সঞ্জয় কুমার
ধন্যবাদ
নীলাঞ্জনা নীলা
প্রতিটি ছবি অসাধারণ!
সঞ্জয় কুমার
অসংখ্য ধন্যবাদ ।
ইঞ্জা
খুব খুব সুন্দর।
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ
ইঞ্জা
শুভেচ্ছা।
মেহেরী তাজ
ছবি গুলো কি সব ফোনে তোলা? অন্য সব ব্যাপারে আমাদের এক্সপার্ট ফটোগ্রাফার রা বলতে পারবেন।
কিন্তু আমার ছবি গুলো বেশ ভালো লেগেছে।
সঞ্জয় কুমার
হ্যাঁ । সব গুলো ছবিই মোবাইল এ তোলা ।
ধন্যবাদ আপনাকে ।
মিষ্টি জিন
পথের ধারে অবহেলার ফোটা ফুল খুব ভালোলাগে আমার । আমিও এদের অনেক ছবি তুলি।
প্রত্যেকটা ছবিই খুব সুন্দর।
সঞ্জয় কুমার
পথের ফুলের ছবি তোলা আমার নেশা ।
আপনার তোলা কিছু ছবি আমাদের শেয়ার করুন ।
ধন্যবাদ । শুভ কামনা
মিষ্টি জিন
ভাইঁয়া সেয়ার করতে চাই কিন্তু ছবি ছোট করতে পারিনা তাই দিতে পারঁছি না।
সঞ্জয় কুমার
আপনার জন্য
https://sonelablog.com/%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AA/
নীরা সাদীয়া
ভাইয়া, আমিও যেখানেই যাই খুব ছবি তুলি। ফুল,পাখি ইত্যাদির ছবি তুলতে খুব ভালবাসি। আপনার প্রত্যেকটি ফুলই অসাধারন হয়েছে। আমারতো খুবই পছন্দ হয়েছে। এরকম রঙবেরঙের ফুল দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। -{@
সঞ্জয় কুমার
আপনাকে অনেক ফুলের শুভেচ্ছা -{@ -{@ -{@