কেমনে হলে এতোটা পাষান
যে বুকে স্রোত ছিলো
ছিলো ঢেউ পাহাড় সমান
আমার ছেঁড়া জামা ভেজা গা
ছেঁড়া পাল ভাঙ্গা না
ইশারায় ডেকেছিলে
ছুঁতে ঐ নীল আসমান
আমি উজানে তুলেছি পাল
স্রোত ভেঙ্গে ধরি হাল
উঠে ঝড় হাওয়া জলে
আকাশ জুড়ে, বানের পরে বান
তুমি কোথায় হারালে প্রিয়া
কোন বন্দরে নাও ভিরাইয়া
খুঁজবো তোমায় কোন মহলে
কোন প্রাসাদের কড়ায় দিবো টান
তোমার এ কেমন পাথর চোখ
কি দিয়ে বেঁধেছ বুক
দেখে যেও কেউ ফিরেছে
পিছু তোমার, ভ্রান্ত মায়ার টান
তোমায় বলবো না গো চিনে নিও
মহল কুঞ্জে জায়গা দিও
বেলকনিতে আর যেওনা
পড়বে চোখে, দুরের কবরস্থান
তুমি ! কেন হলে এতোটা পাষান
আশা জাগিয়ে বুকে
দাগলে সোজা, মোগলের কামান ॥
–
২৫/১০/২০১৯
১৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
পাষাণে যে বাধে বুক তার সামনে কবরস্থান, মরুদ্যান সবই এক। সে ব্যালকনিতে দাঁড়িয়ে তাই দেখবে, যা সে দেখতে চায়। এই জন্যেই প্রেম পাথরে পরিনত হবার আগেই তার যত্ন নিতে হয়।
ভালো লাগলো আপনার সঙ্গীত কাব্য। আরও লিখুন, অন্যদের লেখাও পড়ুন প্লিজ। ব্লগ আমাদের উঠোন-বাড়ি। এখানে সবাই সবার খোঁজ-খবর নিতে/দিতে চায়।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
হাহাহা
যে প্রেম পাথর হয়,
বানান দেখতে এক হলেও -তা ছিলো অভিনয়
যত্নে কি আর শেষ রক্ষা হয় !!
সোনেলায় আমি অনেকটাই এলিয়েনের মতো, উঠানে হয়ত কেউ চিনবে না। তবু যতটা সময় পাই দেখা হয়ে যাবে।
নিরন্তর শুভকামনা রইলো।
সাখিয়ারা আক্তার তন্নী
আমার ছেঁড়া জামা ভেজা গা
ছেঁড়া পাল ভাঙ্গা না
ইশারায় ডেকেছিলে
ছুঁতে ঐ নীল আসমান
ভালো লাগলো।
এস.জেড বাবু
আপ্লুত হলাম, তারচে বেশি অনুপ্রাণিত।
ধন্যবাদ আপনাকে
রেজওয়ান
ভাল লাগলো ভাই✌
এস.জেড বাবু
অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই
শুভেচ্ছা রইলো
রেজওয়ান
ভাল থাকুন সবসময়❤
সুরাইয়া পারভিন
পাষানী প্রিয়া দেওয়া কামান বুকে নিয়ে চমৎকার রচিলেন সঙ্গীতখানি। ভালো লেগেছে
এস.জেড বাবু
অনুভুতির নিজেস্ব কোন আকার নেই, যখন যে পাত্রে রাখা হয় তেমনি সাঁজে।
অশেষ কৃতজ্ঞতা রইলো আপু।
জিসান শা ইকরাম
অনেকেই আছে পাষান হৃদয়ের,
এরা কামান কেন, পারমাণবিক বোমাও মারতে পারে।
ভালো হয়েছে গান,
নিজে গেয়ে ইউটিউবে দিয়ে লিংক দিলে পারতেন 🙂
শুভ কামনা।
এস.জেড বাবু
সবার হৃদয়ে হিরোশিমা নাগাসাকির মতো যৌলুস থাকে না। হিসেবি মিত্রপক্ষ অত দামী বোমা টা বৃথা নষ্ট করে নাই।
কৃতজ্ঞতা রইলো ভাইজান।
রেহানা বীথি
বাহ্, ব্লগে গান বোধহয় এই প্রথম পড়লাম আমি।
বেশ ভালো লাগলো।
এস.জেড বাবু
তাই
তবে তো অজান্তে ইতিহাস হয়ে যাবো
ধন্যবাদ আপু
আরজু মুক্তা
গান, মনে হশ ব্লগে প্রথম এলো।
ভালো লাগলো।
এস.জেড বাবু
অশেষ কৃতজ্ঞতা রইলো আপু
চাটিগাঁ থেকে বাহার
বিরহি কবিতা ভাল লেগেছে। শুভ কামনা।
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ বাহার ভাই।
আপনার চমৎকার সব লিখায় আমি অলওয়েজ মুগ্ধ।
শুভেচ্ছা রইলো