মোগলের কামান

এস.জেড বাবু ২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০৯:১২:৫৯পূর্বাহ্ন সঙ্গীত ১৭ মন্তব্য

কেমনে হলে এতোটা পাষান
যে বুকে স্রোত ছিলো
ছিলো ঢেউ পাহাড় সমান

আমার ছেঁড়া জামা ভেজা গা
ছেঁড়া পাল ভাঙ্গা না
ইশারায় ডেকেছিলে
ছুঁতে ঐ নীল আসমান

আমি উজানে তুলেছি পাল
স্রোত ভেঙ্গে ধরি হাল
উঠে ঝড় হাওয়া জলে
আকাশ জুড়ে, বানের পরে বান

তুমি কোথায় হারালে প্রিয়া
কোন বন্দরে নাও ভিরাইয়া
খুঁজবো তোমায় কোন মহলে
কোন প্রাসাদের কড়ায় দিবো টান

তোমার এ কেমন পাথর চোখ
কি দিয়ে বেঁধেছ বুক
দেখে যেও কেউ ফিরেছে
পিছু তোমার, ভ্রান্ত মায়ার টান

তোমায় বলবো না গো চিনে নিও
মহল কুঞ্জে জায়গা দিও
বেলকনিতে আর যেওনা
পড়বে চোখে, দুরের কবরস্থান

তুমি ! কেন হলে এতোটা পাষান
আশা জাগিয়ে বুকে
দাগলে সোজা, মোগলের কামান ॥


২৫/১০/২০১৯

৮১৬জন ৭১৮জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ