গ্রামের ছেড়াঁ মেঘ,
শহরে তুমি যেও না!
আমার ফুটো চালের তলায় এসো,
বসতে দেবো আমার মায়ের উচুঁ
পিড়ে,শালুক ধানের চিড়ে দেবো,
এক মালসা দই দেবো, এক গাল
পান দেবো,এক ঘটি জল দেবো,
নকসীঁ – কাঁথার গল্প দেবো,এসো
তুমি,পাশে এসে বসো!
যেও না তুমি শহরে ..
গ্রামের নির্বোধ মেঘ,
কঙ্ক্রীটের নকল হাসির পানে তুমি
আর চেয়েও না! ওখানে ভেজাল
বায়ুতে বিষ আছে,ধুলোয় প্যাঁচ-কলের
কালি আছে,এখানে তোর ন্যাতা
দেওয়া উঠোন, নিমের বাতাস,
আছে তোর জোড়া শালিকের ডাক!
কলমি গাছের দাম আছে!ওখানে তোর
কে আছে?তুই মরলে,ওদের মান বাড়বে!
কে বলবে? বলো হরি,হরি বোল! কে
কাঁদবে কে তোর জন্য? পোড়া ইট ও না…
গ্রামের পেজাঁ মেঘ,
ভাঙা ভাঙা গলায় ফুফিয়ে আজ
আর তুমি কেঁদো না,এসো তুমি,
ভিজিয়ে দাও দীর্ঘশ্বাস,উড়ো চুল,
এই সবুজ গাল,ধূসর ফাঁটা বুক!
ধূ ধূ প্রান্তর বইয়ে দাও তোমার
লোনা জল!বুজিয়ে দাও আজ
তুমি হাঁ মুখো ব্যাথার ফাঁটল!
ঝরে যাও তুমি আজ অঝোরে,
কাঁদো তুমি প্রান ভরে!বলো তুমি
আজ চিৎকার করে,ওম শান্তি ওম!
গ্রাম্য মেঘ তুমি যেও না শহরে,
কাদা লাগবে.…
@ Home
Date-27/04/13
Time-4:54pm
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
গ্রাম্য মেঘ তুমি যেও না শহরে,
কাদা লাগবে.…
বাহ! সুন্দর ।
নীহারিকা
খুব সুন্দর!!!
বনলতা সেন
ভালো লেগেছে খুব .
শিশির কনা
ভালো লেগেছে কবিতা ।