মেঘ পাহাড়ের চূড়োয় অপেক্ষায়; সূর্যের।
ভাবছে, নাম আছে দু’টো- ছায়া আর চাঁদ।
সূর্য এলেই মিটিয়ে নেবে, হবে সময়ের শোধ বোধ।
সেই থেকে মেঘ একাই আসে; একাই থাকে, লাগে বিজলীর আঁচড়।
একদিন ঠিক দেখা হলো; মেঘের বুকে মুখ লুকালো।
তারপর!
তারপর, সে কি কান্না মেঘের! এ’দিক ও’দিক ভাসিয়ে নেয় এমন।
সূর্য তখন বলে ‘এ’কি মেঘ! কান্না কেন?
এমন যদি কাঁদো, তবে চাঁদ আর ছায়া আসবে না’তো!
ভাবছো, মনের কথা জানলাম কখন!’
মেঘ তখন অভিমানে; আলতো হেসে পাশে আসে।
বলে ‘এবার তবে কি হবে?’
আলতো করে চিবুক ছুঁয়ে সূর্য নিলো মেঘ’কে সাথে, বলে
‘আজ আমাদের মিলন হবে, এই পাহাড়ের কোলে’।
মেঘের কোলে আলতো হেসে সূর্য আবার বলে
‘আজ হতে চিরতরে, থাকবো আমি তোমার সাথে। তবে,
আমায় যখন খুঁজবে, চাঁদ থাকবে ভুবনে।
কাঁদবে যখন গোমড়া মুখে বিজলী’কে বলো সাড়া দিতে,
যখন আমি থাকবো একা, ছায়ার সাথে হবে করবো খেলা’
মেঘ তখে হেসে বলে
‘সূর্য তোমার ছায়া হোক’
সূর্য হাসে উল্লাসে; বলে
‘মেঘের কোলে চাঁদ হাসুক’
১৭টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হেভভি রোমান্টিক কবিতা 🙂 সূর্যের এতো রূপ? চাঁদ, ছায়া, বিজলি? নাকি দেখা কম হবে বলেই ভিন্ন পথের চালাকি? ভাল্লাগছে 🙂
নীতেশ বড়ুয়া
আরিব্বাস! আপনি দেখি আমার ভাবনার নতুন দিক দেখালেন 😀 আমি এভাবে ভাবিনি 😀 অনুপ্রাণিত হলাম 😀
মেঘের কাছে সূর্য এলেই ঝরে পড়ে আর মিশে যায় সূর্যের উষ্ণতায়। আবার সূর্য না এলে মেঘ ভারী হয় তখন বিজলির ডাকে মেঘ ঝরে একূল ওকুল ভাসিয়ে নিয়ে যায়। সূর্য এলে মেঘ ভাসে আশেপাশে, মেঘ না থাকলে সূর্যের কারণে ছায়া থাকে, সূর্য পাহাড়ের কলে হারালেই চাঁদ আসে সাথে থাকে মেঘ…
বর্ষা, গ্রীষ্ম আর শরৎ এই তিন ঋতুকে এঁকেছি এইভাবে এখানে ^_^
শুন্য শুন্যালয়
তাহলে বুঝলেন তো কেমন বুঝেছি আপনার কবিতা 😀
সহজ সরল তিনটা ঋতুর কথা লিখবেন তাও এত্তো জটিল কইরা ^_^
নীতেশ বড়ুয়া
উঁহু… সবাই তো একই রকম করে ভাবতে পারে না। বরং নানা জনের নানান ভাবনাই আমাদের ভাবনাকে আর ঋদ্ধ করে 😀 আমিও ঋদ্ধ হলাম আপনার এই ভাবনায় 😀 😀
জিসান শা ইকরাম
দারুন কবিতা
খুবই ভাল লেগেছে।
নীতেশ বড়ুয়া
😀 😀 ধন্যবাদ জিসান ভাইয়া 😀
লীলাবতী
আপনার এই কবিতাটি অন্য গুলোর চেয়ে সহজ।সহজ কবিতা ভালো লাগে আমার 🙂
নীতেশ বড়ুয়া
থ্যাঙ্কু লীলাপু ^_^ 😀
কৃন্তনিকা
চমৎকার… -{@
বেশ দারুণ metaphor ব্যবহার করেছেন।
ভাল লাগলো, কিন্তু ‘এবার তবে কি হবে?’ 😛
নীতেশ বড়ুয়া
😀 থ্যাঙ্ক্যু… এবার হেমন্ত, শীত ও বসন্ত হতে পারে 😀
নীতেশ বড়ুয়া
হেমন্ত, শীত ও বসন্ত হতে পারে 😀
সীমান্ত সৈকত
মনের কথা গুলোর সুন্দর সাবলীল উপস্থাপনা…………… ভালো লাগছে আপনার কবিতা পরে……… অনেক শুভ কামনা……… এমন আরো ভালো লিখার প্রতিক্ষায় রইলাম………।
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ ভাইয়া 😀 অনুপ্রেরণা পেলাম 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমৎকার ভাবনা নীতেশ ভাইয়া এত সুন্দর করে কবিতা লিখেন দেখে হিংসে হয়।
নীতেশ বড়ুয়া
আহা! মনির ভাইয়া, আমি আপনাদের দেখে হিংসে করি যে এতো ভাল লিখেন অথচ কত সহজে নিজেকে শুদ্ধ রাখেন লেখায় 😀
খেয়ালী মেয়ে
বাহ!!!!!দারুন লিখেছেন তো..ভালো লাগলো—
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ আপু ^_^