যার অপেক্ষায় ছিলাম এতোটা দিন
অবশেষে সে এলো,
ভিঁজতে, ভিঁজিয়ে দিতে আমায় এবং আমার শহর।
অগোছালো হয়ে ছিলো সব,
বরফ ভেঙ্গে গুটিয়ে নিচ্ছে ঋতুর তাবু
মেঘ তার আলখেল্লা খুলে উল্লাস করে উঠেছে আজ
কিন্নরী আলোড়ন, নীরব পথঘাট
একটা পাখী রাতের অন্ধকারকে জানান দিয়ে বাতাসে ঝাপটালো তার দীর্ঘ ডানা
পরিত্যক্ত সন্ধ্যেটা শুষ্ক, রুক্ষ, ধূলোময়লায় হচ্ছিলো জর্জরিত;
যে বৃষ্টিকে এতো এতো বার ডেকে ডেকে গেছি
তানপুরায় সুর তুলেছি মধ্যরাতের টোড়ী’তে
অবশেষে মেঘমল্লার বাজলো, আকাশ থেকে নেমে এলো লহরী মনকে রাঙাতে।
হ্যামিল্টন, কানাডা
২০ এপ্রিল, ২০১৯ ইং।
৩০টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
বৃষ্টি; খুব প্রিয় যে আমারও।
নীলাঞ্জনা নীলা
গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টি ঝরে যাচ্ছে আমাদের এখানে, ঠিক দেশের মতো। আজ বিকেলে এসে থেমেছে।
মাহমুদ আল মেহেদী
আমাদের বাংলাদেশে এক সময় টানা সাতদিন বৃষ্টি হত। অনেকে অনেক বিরক্ত হতো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো। অনেক ভালো লাগা এক সময় যা পার করে এসেছি ফিরে পাবার আশায়, ফিরে পাই ঠিকই গল্প, উপন্যাস বা কবিতায়, যা একান্ত নিজের মত করে। ধন্যবাদ আপু, এত সুন্দর একটা লেখা দেওয়ার জন্য।
নীলাঞ্জনা নীলা
আপনি সবসময়ই উৎসাহ মূলক মন্তব্য করে থাকেন। যা আমার খুব ভালো লাগে। এভাবেই চাই।
অনেক ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
আচ্ছা, টাইট করে মন্তব্য করতে হবে দেখছি।
একটু সময় লাগবে!!
নীলাঞ্জনা নীলা
অপেক্ষায় থাকলাম কিন্তু!
আপাতত ঘুমোতে গেলাম। 🙏
ছাইরাছ হেলাল
ঘুমের কাছে থাকুন, নিজ মনে, নিশ্চিন্তে।
নীলাঞ্জনা নীলা
নিশ্চিন্তের ঘুম কি আর হয়!!!
আরজু মুক্তা
বৃষ্টি তো ময়ূরকে নাচায়!
নীলাঞ্জনা নীলা
কাগজের নৌকো ভাসে বৃষ্টিজলে।
মনির হোসেন মমি
স্রষ্টার সৃষ্টি প্রকৃতির সব আয়োজনে মানবকে কখনো কাদায় কখনো হাসায়।দারুণ হয়েছে লেখাটি।
নীলাঞ্জনা নীলা
মনির ভাই এই তো প্রকৃতির নিয়ম।
রিতু জাহান
মন নেচে ওঠে এমন বৃষ্টিতে। বিষন্ন থাকলে হুহু করে কান্না আসে।
নীলাঞ্জনা নীলা
বিষণ্ণ মনও একসময় আনন্দের পাখনা মেলে বৃষ্টিজলে।
আপু ভালো থেকো।
বন্যা লিপি
আহা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি…… কিযে মিষ্টি!!!
নীলাঞ্জনা নীলা
গান আছে একটা। গাইলেই বৃষ্টি নামে পরীক্ষিত।
তৌহিদ
বৃষ্টি আমারও খুব পছন্দের। কিন্তু সমস্যা হলো বৃষ্টির শব্দে আমার প্রচন্ড ঘুম পায়, আবেশি রোমান্টিক ঘুম।
ভালো থাকবেন আপু।🌹
নীলাঞ্জনা নীলা
রোমান্টিক ঘুম? তাহলে তো আপনার মনে বৃষ্টি সবসময়ই নাচতে থাকে।
আপনিও ভালো থাকবেন তৌহিদ ভাই।
শুন্য শুন্যালয়
বৃষ্টি এসে তোমাকেই তো শুধু গোছালো না, এই দেখো ব্লগ নেচে উঠলো কিন্নরী সুরে তোমার লেখার মতো করেই।
ভেজো মনের মতো করেই, তবেই না পাবো আরো ভেজানো পথঘাট, সাদা কাগজে কালির বৃষ্টি।
নীলাঞ্জনা নীলা
আপু এভাবে বৃষ্টি থাকলে খবরই হয়ে যাবে। ট্যাক্সি ভাড়া বেড়েছে অনেক।
অনেক ভালো থেকো আপু।
শুন্য শুন্যালয়
এখানে বৃষ্টি ভালো লাগেনা আমার। সারা শীতকাল বৃষ্টি থাকে, ঠান্ডায় বিশ্রি অবস্থা। দেশের মতো ঝুম বৃষ্টি এখানে কম হয়। এই বৃষ্টিতে প্রেমিকের গুষ্টিউদ্ধার টাইপের কবিতা ভালো হবে। 🙂
নীলাঞ্জনা নীলা
তাহলে আপু লিখেই ফেলো। প্রেমিকের গুষ্টিউদ্ধার টাইপ কবিতা।
ছাইরাছ হেলাল
মেঘ-মাল্লারে আমরাও ভিজে যাচ্ছি
ভেজা ভেজা হয়ে, অপেক্ষার বৃষ্টিতে,
ধুলোহীন সতেজ বাতাস বুকে টেনে নিচ্ছি
নিরিবিলিতে নিরবিচ্ছিন্ন ভাবে।
বৃষ্টি সে তো এলে!! কেন এত্ত দেরিতে?
নীলাঞ্জনা নীলা
দেরী কোথায়!
এখানেই ঘাসের বুকে হীরককণা হয়ে স্থির ছিলো মেঘকুচি
কখন ডাক পাঠাবে বর্ণমালা
তার অপেক্ষায় ছিলো।
প্রহেলিকা
শেষবার যখন দেশে গিয়েছিলাম, রাঙ্গামাটি যাবার পথে দেখলাম, পথের ধারে যে সবুজ গাছপালা, লতাপাতাগুলো ছিলো সব যেন রাস্তার ধূলো ময়লায় ঢেকে গিয়েছিল। প্রতিটা সবজু পাতা ধূসরতায় রূপ নিয়েছিল। মর্মাহত হয়েছিলাম। এর দুদিন পর রাতে খুব বৃষ্টি হলো, সকালে আবার চট্টগ্রাম ফেরার পথে দেখলাম বৃষ্টি এসে ধুয়ে দেয়ার সব ধূলোময়লা সবুজগুলো সব মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। সবুজকে যেরূপে দেখতে চাই ঠিক সেরূপে। এত বকবক করলাম কারণ হলো ছবি আর লেখার কম্বিনেশন সেই বৃষ্টি আর সবুজের মিতালীর কথা মনে করিয়ে দিলো। আপনার ছবিগুলোকে যেন লেখাটা বৃষ্টি হয়ে ধুয়ে গেলো। সুন্দর।
” বরফ ভেঙ্গে গুটিয়ে নিচ্ছে ঋতুর তাবু”
এই লাইনটির জন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি।
নীলাঞ্জনা নীলা
এই যে বৃষ্টির গল্প শোনালেন, তাতেই মন সবুজ হয়ে গেলো। চোখে ভাসছে কীভাবে পাতাগুলো নেচে উঠছে জলের ছোঁয়ায়।
দেশের বাইরে কোথায় থাকেন ভাইয়া? জানতে পারি কি?
প্রহেলিকা
আমি আছি দুবাই তে।
বৃষ্টি নিয়ে আরও লেখা পড়তে চাই আপু।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া দুবাই খুব সুন্দর। ১০ দিন ছিলাম।
বৃষ্টির কবিতায় আপনি অনন্য। লিখে ফেলুন।
জিসান শা ইকরাম
ডাকলেই আসে না সব সময়,
তার ইচ্ছে মত আসে, এসে ভিজিয়ে দেয় তপ্ত, শুষ্ক ভূমি।
ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
নীলাঞ্জনা নীলা
ডেকে যায় সে, যখন তার সময় হয়
জানান দিয়েই আসে,
গোপনীয়তায় নিজেকে রাখেনা বৃষ্টি।
নানা তোমার লেখার কাছে এটা কিছুই নয়। অনেক ভালো থেকো।