মেঘফুল!

নীলসাধু ১৩ মার্চ ২০১৪, বৃহস্পতিবার, ০৭:৪৪:৪৯অপরাহ্ন অন্যান্য, কবিতা, বিবিধ, সমসাময়িক, সাহিত্য ৭ মন্তব্য

শুভেচ্ছা সবার জন্য!
আপনারা জেনে আনন্দিত হবেন যে, ‘এক রঙ্গা এক ঘুড়ি‘র সাহিত্য-পত্রিকা “মেঘফুল” প্রকাশিত হচ্ছে আগামী পহেলা বৈশাখের দিনে!
মেঘফুল এর প্রচ্ছদ এবং নাম-লিপি করছেন প্রচ্ছদ শিল্পী মোস্তাফিজ কারিগর।
আশা করছি আগামী শনিবার তা আমাদের হাতে আসবে।

এক রঙ্গা এক ঘুড়ি‘র নিয়মিত সাহিত্য পত্রিকা ‘ঘুড়ি’ নতুন নামে আসছে ‘মেঘফুল‘ হয়ে।
সম্পাদনা পরিষদ গঠন সহ আরও অন্যান্য কাজকর্ম চলছে। যথাসময়ে আমরা আপনাদের সকল আপডেট দিতে পারবো বলে আশা করছি।

বাংলা ব্লগ কমিউনিটির এক ঝাঁক তরুণ ব্লগার/কবি/লেখক এই সাহিত্য পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাই আমরা আশা করতে পারি এই উদ্যোগটি একটি ভিন্ন ধরনের দ্যোতনা সৃষ্টি করবে আমাদের মাঝে।

মেঘফুল‘ বিষয়ভিত্তিক সাহিত্য পত্রিকা হিসেবে নিজস্ব ধারায় তার চিহ্ন রেখে যাবার চেষ্টা চালাবে; তার চলার পথ হবে কিছুটা ভিন্ন! স্বকীয়তা, নিজস্বতা তৈরিতে সচেষ্ট থাকবো আমরা।

৫ম বছরের বৈশাখী সংখ্যাটির বিষয় নির্ধারণ করা হয়েছে “বৈশাখ”।
‘মেঘফুল’ এর চলার পথে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে এক রঙ্গা এক ঘুড়ি। সঙ্গে থাকুন আমাদের।

ধন্যবাদ।

বিজ্ঞাপন সহ যে কোন প্রয়োজনে যোগাযোগের জন্য মেইল করুন
[email protected]
এই ঠিকানায়।

“মেঘফুল” এ আপনার অপ্রকাশিত (দৈনিক/সাহিত্যপত্রিকায়) লেখাটি পাঠাতেও এই ইমেইলটি ব্যাবহার করতে পারেন। মার্চ ২৬, ২০১৪ লেখা জমা দেবার শেষ সময়। লেখা প্রকাশের বিষয়ে সম্পাদনা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত।

 

 

এক রঙ্গা এক ঘুড়ি ওয়েব লিংক

 

৬৮৪জন ৬৮৪জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ